ETV Bharat / state

উত্তরবঙ্গকে আলাদা রাজ্য়ের স্বীকৃতির দাবিতে ফের সরব জন বারলা - পৃথক রাজ্য

ফের একবার উত্তরবঙ্গকে পৃথক রাজ্য হিসাবে ঘোষণার দাবি তুললেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা ৷ তাঁর যুক্তি, উত্তরবঙ্গবাসীর সুরক্ষা ও উন্নয়নের স্বার্থেই এই দাবি তুলেছেন তিনি ৷

BJP MP John Barla demands separate state for North Bengal
উত্তরবঙ্গকে আলাদা রাজ্য়ের স্বীকৃতি দিক কেন্দ্র, ফের সরব বিজেপি সাংসদ জন বারলা
author img

By

Published : Jun 19, 2021, 7:41 PM IST

আলিপুরদুয়ার, 19 জুন : পৃথক রাজ্য়ের দাবি তুলে আবারও দলীয় নেতৃত্বকে অস্বস্তিতে ফেললেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা ৷ যদিও সাংসদের যুক্তি, এই দাবি তাঁর নয় ৷ এই দাবি আমজনতার ৷ উন্নয়ন ও সুরক্ষার স্বার্থেই উত্তরবঙ্গের মানুষ দক্ষিণবঙ্গের সঙ্গে সমস্ত সম্পর্ক ঘুচিয়ে আলাদা হয়ে যেতে চান ৷ তাঁরা চান পৃথক রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের বাসিন্দা হিসাবে স্বীকৃতি পেতে ৷

উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই আলাদা রাজ্য়ের দাবি তুলে সরব হয়েছিলেন জন ৷ উত্তরবঙ্গকে আলাদা রাজ্য হিসাবে ঘোষণা করার দাবি তুলেছিলেন তিনি ৷ যার জেরে মাঠে নামতে হয়েছিল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ৷ টুইট করে দিলীপ জানিয়েছিলেন, জন যা বলছেন, দল তা সমর্থন করে না ৷ অর্থাৎ, দলের তরফে জনের বঙ্গভঙ্গের দাবিকে কার্যত তাঁর ব্যক্তিগত মত হিসাবেই প্রতিষ্ঠা করা হয়েছিল ৷

আরও পড়ুন : Black Fungus : উত্তরবঙ্গ মেডিক্যালে একদিনে ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত দুই রোগীর মৃত্যু

সেই ঘটনার পর শনিবার ফের একবার একই দাবিতে সরব হলেন বিজেপি সাংসদ ৷ তাঁর অভিযোগ, উত্তরবঙ্গের বহু জায়গারই দখল নিয়েছে অনুপ্রবেশকারীরা ৷ প্রসঙ্গত, উত্তরবঙ্গের একাধিক জেলাই সীমান্তবর্তী ৷ কোথাও বাংলাদেশ, কোথাও নেপাল, তো কোথাও ভুটানের সঙ্গে সীমান্ত রয়েছে ৷

জনের যুক্তি, এইসব সীমান্ত পেরিয়েই ভিনদেশিরা উত্তরবঙ্গে ঢুকে পড়ছে এবং ঘাঁটি গাড়ছে ৷ এদিন তিনি বলেন, ‘‘হাইরোডের পাশে গিয়ে দেখুন ৷ সব বাংলাদেশি ৷ বাংলাদেশিতেই ভরে গিয়েছে ৷ ওঁদের রেশন কার্ড আছে ৷ ভোটার কার্ড আছে ৷ ওঁদের বাংলাদেশেরও কার্ড আছে ৷ আবার ভারতেরও কার্ড আছে ৷’’

জনের অভিযোগ, অনুপ্রবেশকারীদের বাড়বাড়ন্তে বিপাকে পড়ছেন বৈধ ভারতীয় নাগরিকরা ৷ তাঁরা তাঁদের প্রাপ্য সুযোগ, সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন ৷ এমনকী, তাঁদের সুরক্ষাও বিঘ্নিত হচ্ছে ৷ এর থেকে বাঁচতেই উত্তরবঙ্গের মানুষ তাঁর কাছে পৃথক রাজ্য গঠন অথবা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির দাবি তুলেছেন বলে জানিয়েছেন জন ৷ আর সেই দাবি নিয়েই তিনি কেন্দ্রের মোদি সরকারের দ্বারস্থ হয়েছেন ৷

আরও পড়ুন : Malda Murder : চারজনের দেহ উদ্ধার, টাকার জন্যই কি খুন ? ভাবাচ্ছে পুলিশকে

প্রসঙ্গত, এদিন আলিপুরদুয়ারের পুলিশ ফাঁড়ি রোডে নিজের একটি কার্যলয়ের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আসেন জন ৷ সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরও একবার উত্তরবঙ্গকে আলাদা রাজ্যে হিসাবে প্রতিষ্ঠা করার দাবি তোলেন তিনি ৷ তাঁর এই দাবি রাজ্য বিজেপিকে অস্বস্তিতে ফেলবে বলেই মত ওয়াকিবহাল মহলের ৷ ইতিমধ্যেই জনের বিরুদ্ধে বঙ্গভঙ্গের ষড়যন্ত্র করার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস ৷ শনিবার জনের মন্তব্য তৃণমূলের সেই দাবিকেই আরও পোক্ত করবে বলে মনে করা হচ্ছে ৷

আলিপুরদুয়ার, 19 জুন : পৃথক রাজ্য়ের দাবি তুলে আবারও দলীয় নেতৃত্বকে অস্বস্তিতে ফেললেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা ৷ যদিও সাংসদের যুক্তি, এই দাবি তাঁর নয় ৷ এই দাবি আমজনতার ৷ উন্নয়ন ও সুরক্ষার স্বার্থেই উত্তরবঙ্গের মানুষ দক্ষিণবঙ্গের সঙ্গে সমস্ত সম্পর্ক ঘুচিয়ে আলাদা হয়ে যেতে চান ৷ তাঁরা চান পৃথক রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের বাসিন্দা হিসাবে স্বীকৃতি পেতে ৷

উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই আলাদা রাজ্য়ের দাবি তুলে সরব হয়েছিলেন জন ৷ উত্তরবঙ্গকে আলাদা রাজ্য হিসাবে ঘোষণা করার দাবি তুলেছিলেন তিনি ৷ যার জেরে মাঠে নামতে হয়েছিল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ৷ টুইট করে দিলীপ জানিয়েছিলেন, জন যা বলছেন, দল তা সমর্থন করে না ৷ অর্থাৎ, দলের তরফে জনের বঙ্গভঙ্গের দাবিকে কার্যত তাঁর ব্যক্তিগত মত হিসাবেই প্রতিষ্ঠা করা হয়েছিল ৷

আরও পড়ুন : Black Fungus : উত্তরবঙ্গ মেডিক্যালে একদিনে ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত দুই রোগীর মৃত্যু

সেই ঘটনার পর শনিবার ফের একবার একই দাবিতে সরব হলেন বিজেপি সাংসদ ৷ তাঁর অভিযোগ, উত্তরবঙ্গের বহু জায়গারই দখল নিয়েছে অনুপ্রবেশকারীরা ৷ প্রসঙ্গত, উত্তরবঙ্গের একাধিক জেলাই সীমান্তবর্তী ৷ কোথাও বাংলাদেশ, কোথাও নেপাল, তো কোথাও ভুটানের সঙ্গে সীমান্ত রয়েছে ৷

জনের যুক্তি, এইসব সীমান্ত পেরিয়েই ভিনদেশিরা উত্তরবঙ্গে ঢুকে পড়ছে এবং ঘাঁটি গাড়ছে ৷ এদিন তিনি বলেন, ‘‘হাইরোডের পাশে গিয়ে দেখুন ৷ সব বাংলাদেশি ৷ বাংলাদেশিতেই ভরে গিয়েছে ৷ ওঁদের রেশন কার্ড আছে ৷ ভোটার কার্ড আছে ৷ ওঁদের বাংলাদেশেরও কার্ড আছে ৷ আবার ভারতেরও কার্ড আছে ৷’’

জনের অভিযোগ, অনুপ্রবেশকারীদের বাড়বাড়ন্তে বিপাকে পড়ছেন বৈধ ভারতীয় নাগরিকরা ৷ তাঁরা তাঁদের প্রাপ্য সুযোগ, সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন ৷ এমনকী, তাঁদের সুরক্ষাও বিঘ্নিত হচ্ছে ৷ এর থেকে বাঁচতেই উত্তরবঙ্গের মানুষ তাঁর কাছে পৃথক রাজ্য গঠন অথবা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির দাবি তুলেছেন বলে জানিয়েছেন জন ৷ আর সেই দাবি নিয়েই তিনি কেন্দ্রের মোদি সরকারের দ্বারস্থ হয়েছেন ৷

আরও পড়ুন : Malda Murder : চারজনের দেহ উদ্ধার, টাকার জন্যই কি খুন ? ভাবাচ্ছে পুলিশকে

প্রসঙ্গত, এদিন আলিপুরদুয়ারের পুলিশ ফাঁড়ি রোডে নিজের একটি কার্যলয়ের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আসেন জন ৷ সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরও একবার উত্তরবঙ্গকে আলাদা রাজ্যে হিসাবে প্রতিষ্ঠা করার দাবি তোলেন তিনি ৷ তাঁর এই দাবি রাজ্য বিজেপিকে অস্বস্তিতে ফেলবে বলেই মত ওয়াকিবহাল মহলের ৷ ইতিমধ্যেই জনের বিরুদ্ধে বঙ্গভঙ্গের ষড়যন্ত্র করার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস ৷ শনিবার জনের মন্তব্য তৃণমূলের সেই দাবিকেই আরও পোক্ত করবে বলে মনে করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.