আলিপুরদুয়ার, 5 ফেব্রুয়ারি: ফের ঘর ভাঙল রাজ্য বিজেপি'র ৷ এবার উত্তরবঙ্গে গেরুয়া শিবিরে ফাটল ধরাল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ রবিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল । এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল যোগ দেন এই বিধায়ক (BJP Alipurduar MLA Suman Kanjilal) ৷
রবিবার কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তাঁর ক্যামাক স্ট্রিটের অফিসে ঘাসফুল শিবিরে যোগ দেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল ৷ সেখানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রকাশ চিক বড়াইক, জয়গাঁও ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা ৷ আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর প্রমুখ । সুমন কাঞ্জিলালের ফোন বন্ধ থাকায় তাঁর প্রতিক্রিয়া পাওয়া না গেলেও তৃণমূলের টুইটার অ্যাকাউন্ট থেকে তাঁর এই শিবিরে যোগদানের খবর জানানো হয়েছে ৷
আরও পড়ুন: ত্রিপুরার উন্নয়নে তৃণমূলের দাওয়াই 'বেঙ্গল মডেল' !
উল্লেখ্য, সাংবাদিকতা ছেড়ে বিজেপি'র ঝান্ডা তুলে নিয়েছিলেন সুমন কাঞ্জিলাল (Suman Kanjilal)। 2021 বিধানসভা নির্বাচনে পদ্ম শিবিরের হয়ে প্রার্থী হয়ে তিনি আলিপুরদুয়ারে হারান তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌরভ চক্রবর্তীকে ৷ তাঁর এই যোগদান প্রসঙ্গে রবিবার আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রকাশ চিক বড়াইক বলেন,"আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস থেকে সুমন কাঞ্জিলাল তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন । আমাদের খুব ভালো লাগছে, তিনি আমার জেলার বিধায়ক । সুমনের ফেস ভ্যালু খুব ভালো । আজ সে দলে এসেছে । তাঁকে দলের সব কাজে আমরা ব্যবহার করব । তবে তাঁকে দল কী দায়িত্ব দেবে তা সময় বলবে ।" উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের পর বেশকয়েকজন বিজেপি নেতা, বিধায়ক, সাংসদ তৃণমূলে যোগ দিয়েছেন ৷ তাঁদের মধ্যে, বিশ্বজিৎ দাস, বাবুল সুপ্রিয়, অর্জুন সিং, সব্যসাচী দত্তদের নাম উল্লেখযোগ্য ৷ বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ও তৃণমূলে যোগ দিতে পারেন বলে মাঝখানে জল্পনা ছড়িয়েছিল ৷ তার মধ্যেই তৃণমূলে যোগ দিলেন সুমন কাঞ্জিলাল ৷
-
Rejecting the anti-people policies & hate-laden agenda of @BJP4India, Shri Suman Kanjilal joined the AITC family today, in the presence of our National General Secretary Shri @abhishekaitc.
— All India Trinamool Congress (@AITCofficial) February 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Yet another @BJP4Bengal MLA realises the truth that BJP has no intention to serve people! pic.twitter.com/PN35V5sH6O
">Rejecting the anti-people policies & hate-laden agenda of @BJP4India, Shri Suman Kanjilal joined the AITC family today, in the presence of our National General Secretary Shri @abhishekaitc.
— All India Trinamool Congress (@AITCofficial) February 5, 2023
Yet another @BJP4Bengal MLA realises the truth that BJP has no intention to serve people! pic.twitter.com/PN35V5sH6ORejecting the anti-people policies & hate-laden agenda of @BJP4India, Shri Suman Kanjilal joined the AITC family today, in the presence of our National General Secretary Shri @abhishekaitc.
— All India Trinamool Congress (@AITCofficial) February 5, 2023
Yet another @BJP4Bengal MLA realises the truth that BJP has no intention to serve people! pic.twitter.com/PN35V5sH6O
তৃণমূল সূত্রে খবর, সুমন কাঞ্জিলাল বন দফতরের মন্ত্রী হতে পারেন । আলিপুরদুয়ারের সাংবাদিক হিসেবে সুমনের পরিচয় নতুন নয় । তবে বিজেপি ছেড়ে তিনি যে তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন এটা অনেকেই বুঝতে পারেননি ৷ তাঁর ঘনিষ্ঠ মহলের তরফে জানানো হয়েছে, বিজেপি বিধায়ক হিসেবে তেমন কাজ করতে পারছিলেন না সুমন ৷ সে কারণেই শাসক দলে নাম লেখালেন সুমন কাঞ্জিলাল । গতমাসেও আলিপুরদুয়ারের ডুয়ার্স উৎসব নিয়ে শাসক দলের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন সুমন কাঞ্জিলাল । তবে জানা গিয়েছে, গত মাসে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আলিপুরদুয়ার সফরের মাঝেই সুমনের সঙ্গে যোগাযোগ আরও নিবিড় হয় শাসক শিবিরের ।