ETV Bharat / state

লোকলয়ে ঢুকে পড়ল বাইসন, আলিপুরদুয়ার থেকে পৌঁছে গেল কোচবিহারে - লকডাউন

আলিপুরদুয়ারের চিলাপারা জঙ্গল থেকে দু'টি বাইসন লোকালয়ে ঢুকে পড়ে গতকাল । ঘুরে বেড়ায় আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের তপসিখাতা এলাকায় । ঘাস খেতে খেতে চলে যায় কোচবিহারের মরিচবাড়িতে । পরে তাদের উদ্ধার করেন বনকর্মীরা ।

Alipurduar
আলিপুরদুয়ার
author img

By

Published : Apr 20, 2020, 9:36 AM IST

আলিপুরদুয়ার, 20 এপ্রিল : ভয় নেই এখন । রাস্তায় গাড়ি কম । মানুষজন তাড়িয়ে দেবে, মারবে, বিরক্ত করবে? সেই বা কোথায় । সবাই তো ঘরবন্দী । তাই রোজই জঙ্গল থেকে লোকালয়ে চলে আসছে পশুর দল । বাড়ির আশপাশে ঘুরে বেড়াচ্ছে বাইসন, হরিণ, গণ্ডার বা হাতির মতো জন্তুরা । লোকলয়ে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে চিতাবাঘকেও ।

গতকাল সকালে আলিপুরদুয়ারের চিলাপারা জঙ্গল থেকে এমনভাবেই দুই বাইসন লোকালয়ে ঢুকে পড়ে । ঘুরে বেড়ায় আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের তপসিখাতা এলাকায় । ঘাস খেতে খেতে চলে যায় কোচবিহারের মরিচবাড়ি এলাকায় । মাঠে গোরু, ছাগলের পাশে বাইসন দু'টিকে ঘাস খেতে দেখে গ্রামবাসীরা খবর দেন জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষকে । জলদাপাড়া জাতীয় উদ্যানের আধিকারিকরা এসে বাইসন দু'টিকে জলদাপাড়ার চিলাপারা জঙ্গলে নিয়ে যান ।

এবিষয়ে জলদাপাড়া জাতীয় উদ্যানের DFO কুমার বিমল জানান, ঘুমপাড়ানি গুলি ছুড়ে বাইসন দু'টিকে কাবু করা হয় । তারপর তাদের প্রাথমিক চিকিৎসার পর চিলাপারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয় । বাইসন দু'টি সুস্থ রয়েছে ।

এই সংক্রান্ত আরও খবর : গাছের ডালে চিতাবাঘ দেখতে ভিড়

শুক্রবার এভাবেই বীরপাড়া দেবী শিমুল এলাকায় একটি চিতাবাঘ লোকালয়ে ঢুকে গাছে উঠে পড়ে ৷ তাকে দেখতে ভিড় জমান মানুষজন । পরে বনকর্মীরা এসে উদ্ধার করেন ।

আলিপুরদুয়ার, 20 এপ্রিল : ভয় নেই এখন । রাস্তায় গাড়ি কম । মানুষজন তাড়িয়ে দেবে, মারবে, বিরক্ত করবে? সেই বা কোথায় । সবাই তো ঘরবন্দী । তাই রোজই জঙ্গল থেকে লোকালয়ে চলে আসছে পশুর দল । বাড়ির আশপাশে ঘুরে বেড়াচ্ছে বাইসন, হরিণ, গণ্ডার বা হাতির মতো জন্তুরা । লোকলয়ে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে চিতাবাঘকেও ।

গতকাল সকালে আলিপুরদুয়ারের চিলাপারা জঙ্গল থেকে এমনভাবেই দুই বাইসন লোকালয়ে ঢুকে পড়ে । ঘুরে বেড়ায় আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের তপসিখাতা এলাকায় । ঘাস খেতে খেতে চলে যায় কোচবিহারের মরিচবাড়ি এলাকায় । মাঠে গোরু, ছাগলের পাশে বাইসন দু'টিকে ঘাস খেতে দেখে গ্রামবাসীরা খবর দেন জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষকে । জলদাপাড়া জাতীয় উদ্যানের আধিকারিকরা এসে বাইসন দু'টিকে জলদাপাড়ার চিলাপারা জঙ্গলে নিয়ে যান ।

এবিষয়ে জলদাপাড়া জাতীয় উদ্যানের DFO কুমার বিমল জানান, ঘুমপাড়ানি গুলি ছুড়ে বাইসন দু'টিকে কাবু করা হয় । তারপর তাদের প্রাথমিক চিকিৎসার পর চিলাপারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয় । বাইসন দু'টি সুস্থ রয়েছে ।

এই সংক্রান্ত আরও খবর : গাছের ডালে চিতাবাঘ দেখতে ভিড়

শুক্রবার এভাবেই বীরপাড়া দেবী শিমুল এলাকায় একটি চিতাবাঘ লোকালয়ে ঢুকে গাছে উঠে পড়ে ৷ তাকে দেখতে ভিড় জমান মানুষজন । পরে বনকর্মীরা এসে উদ্ধার করেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.