ETV Bharat / state

গুণ্ডাগিরি চালাচ্ছে তৃণমূল, ফের তোপ যোগীর - assembly election 2021

আলিপুরদুয়ারের মাদারিহাট কেন্দ্র থেকে এবার বিজেপি প্রার্থী হয়েছেন মনোজ টিগ্গা ৷ 2019 লোকসভা নির্বাচনের নীরিখে ওই কেন্দ্র থেকে এগিয়ে আছে বিজেপি ৷ শুধু ওই কেন্দ্রটি নয়, আলিপুরদুয়ারের 5 বিধানসভা কেন্দ্র থেকেই এগিয়ে আছে বিজেপি ৷

Yogi
যোগী আদিত্য়নাথ (ফাইল ফোটো)
author img

By

Published : Apr 7, 2021, 5:06 PM IST

মাদারিহাট, 7 এপ্রিল : রাজ্য়ে ফের নির্বাচনী প্রচারে এসে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্য়নাথ ৷ ফের তোলাবাজির অভিযোগ তুলে তিনি বলেন, রাজ্য়ে গুণ্ডাগিরি চালাচ্ছে শাসক দল ৷

আলিপুরদুয়ারের মাদারিহাট কেন্দ্র থেকে এবার বিজেপি প্রার্থী হয়েছেন মনোজ টিগ্গা ৷ 2019 লোকসভা নির্বাচনের নিরিখে ওই কেন্দ্র থেকে এগিয়ে আছে বিজেপি ৷ শুধু ওই কেন্দ্রটি নয়, আলিপুরদুয়ারের 5 বিধানসভা কেন্দ্র থেকেই এগিয়ে আছে তারা ৷ তাই ওই কেন্দ্রটি বিজেপির শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত ৷ মনোজ টিগ্গার সমর্থনে আজ প্রচারে আসেন যোগী আদিত্য়নাথ ৷

আরও পড়ুন-গাড়িতে একা থাকলেও পরতে হবে মাস্ক, নির্দেশ দিল্লি হাই কোর্টের

সেখানে তিনি তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন ৷ তাঁর অভিযোগ, চা বাগানের শ্রমিকরা 10 বছরে পাট্টা পাননি ৷ বিগত 10 বছরে তৃণমূল কাজ করেনি ৷ কাজ করলে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে সম্মান করত ৷ কিন্তু তৃণমূল থেকে এখন সবাই মুক্তি চায় ৷ কারণ তৃণমূল মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছে ৷ তৃণমূলকে নিশানা করে তিনি বলেন, "উত্তরপ্রদেশে যে কাজ হয়েছে সেই কাজ এ-রাজ্য়েও হতে পারত ৷ তৃণমূল রাজ্য়ে অরাজকতা চালাচ্ছে ৷ বাংলায় গণতন্ত্রের কণ্ঠরোধ করেছে তৃণমূল ৷

রাজ্য়ে বিজেপি সরকার এসে উন্নয়ন করবে বলে প্রতিশ্রুতি দেন তিনি ৷ তাঁর যুক্তি, 'ভাজপা যা বলে তা করে দেখায়' ৷

মাদারিহাট, 7 এপ্রিল : রাজ্য়ে ফের নির্বাচনী প্রচারে এসে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্য়নাথ ৷ ফের তোলাবাজির অভিযোগ তুলে তিনি বলেন, রাজ্য়ে গুণ্ডাগিরি চালাচ্ছে শাসক দল ৷

আলিপুরদুয়ারের মাদারিহাট কেন্দ্র থেকে এবার বিজেপি প্রার্থী হয়েছেন মনোজ টিগ্গা ৷ 2019 লোকসভা নির্বাচনের নিরিখে ওই কেন্দ্র থেকে এগিয়ে আছে বিজেপি ৷ শুধু ওই কেন্দ্রটি নয়, আলিপুরদুয়ারের 5 বিধানসভা কেন্দ্র থেকেই এগিয়ে আছে তারা ৷ তাই ওই কেন্দ্রটি বিজেপির শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত ৷ মনোজ টিগ্গার সমর্থনে আজ প্রচারে আসেন যোগী আদিত্য়নাথ ৷

আরও পড়ুন-গাড়িতে একা থাকলেও পরতে হবে মাস্ক, নির্দেশ দিল্লি হাই কোর্টের

সেখানে তিনি তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন ৷ তাঁর অভিযোগ, চা বাগানের শ্রমিকরা 10 বছরে পাট্টা পাননি ৷ বিগত 10 বছরে তৃণমূল কাজ করেনি ৷ কাজ করলে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে সম্মান করত ৷ কিন্তু তৃণমূল থেকে এখন সবাই মুক্তি চায় ৷ কারণ তৃণমূল মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছে ৷ তৃণমূলকে নিশানা করে তিনি বলেন, "উত্তরপ্রদেশে যে কাজ হয়েছে সেই কাজ এ-রাজ্য়েও হতে পারত ৷ তৃণমূল রাজ্য়ে অরাজকতা চালাচ্ছে ৷ বাংলায় গণতন্ত্রের কণ্ঠরোধ করেছে তৃণমূল ৷

রাজ্য়ে বিজেপি সরকার এসে উন্নয়ন করবে বলে প্রতিশ্রুতি দেন তিনি ৷ তাঁর যুক্তি, 'ভাজপা যা বলে তা করে দেখায়' ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.