ETV Bharat / state

কোরোনা : এলাকা জীবাণুমুক্ত করতে ফিনাইল স্প্রে - coronavirus safety

শুক্রবার বারোবিশা দমকল কেন্দ্রের তরফে দিনভর অসম-বাংলা সীমানার একাধিক জনবহুল এলাকায় দমকলের গাড়ি করে ফিনাইল মিশ্রিত জল স্প্রে করা হয় । বারোবিশার একাধিক ব্যাঙ্ক , থানা , স্বাস্থকেন্দ্র, ট্রাফিক পয়েন্টে এই জল স্প্রে করা হয় ।

Kolkata
ফিনাইল স্প্রে-র ব্যবস্থা বারোবিশা দমকল কেন্দ্রের
author img

By

Published : Mar 27, 2020, 10:41 PM IST

আলিপুরদুয়ার , 27 মার্চ : কোরোনা সংক্রমণ প্রতিরোধে অসম-বাংলা সীমান্তের একাধিক এলাকায় ফিনাইল মিশ্রিত জল স্প্রে করলেন বারোবিশা দমকল কেন্দ্রের কর্মীরা ৷ পাশাপাশি কোরোনা সংক্রমণ প্রতিরোধে কী কী করণীয়, সেই বিষয়ে সচেতনতামূলক প্রচার চালানো হয় ৷

শুক্রবার বারোবিশা দমকল কেন্দ্রের তরফে দিনভর অসম-বাংলা সীমানার একাধিক জনবহুল এলাকায় দমকলের গাড়ি করে ফিনাইল ছেটানো হয় । অসম থেকে এই রাজ্যে প্রবেশ করা গাড়িগুলিতে ফিনাইল মিশ্রিত জল স্প্রে করে জীবাণুমুক্ত করা হয় । বারোবিশার একাধিক ব্যাঙ্ক , থানা , স্বাস্থকেন্দ্র, ট্রাফিক পয়েন্টে এই জল স্প্রে করা হয় । এছাড়াও বারোবিশার সাপ্তাহিক হাট, বাজার , সরকারি দপ্তরগুলিতে ফিনাইল জল স্প্রে করে দমকল কর্মীরা ।

বারোবিশা দমকল কেন্দ্রের এক আধিকারিক সজল দাস জানান , "দমকল বিভাগের নির্দেশে এই ফিনাইল জল স্প্রে করা হচ্ছে । সবাই যাতে নিরাপদে থাকে তার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।"

আলিপুরদুয়ার , 27 মার্চ : কোরোনা সংক্রমণ প্রতিরোধে অসম-বাংলা সীমান্তের একাধিক এলাকায় ফিনাইল মিশ্রিত জল স্প্রে করলেন বারোবিশা দমকল কেন্দ্রের কর্মীরা ৷ পাশাপাশি কোরোনা সংক্রমণ প্রতিরোধে কী কী করণীয়, সেই বিষয়ে সচেতনতামূলক প্রচার চালানো হয় ৷

শুক্রবার বারোবিশা দমকল কেন্দ্রের তরফে দিনভর অসম-বাংলা সীমানার একাধিক জনবহুল এলাকায় দমকলের গাড়ি করে ফিনাইল ছেটানো হয় । অসম থেকে এই রাজ্যে প্রবেশ করা গাড়িগুলিতে ফিনাইল মিশ্রিত জল স্প্রে করে জীবাণুমুক্ত করা হয় । বারোবিশার একাধিক ব্যাঙ্ক , থানা , স্বাস্থকেন্দ্র, ট্রাফিক পয়েন্টে এই জল স্প্রে করা হয় । এছাড়াও বারোবিশার সাপ্তাহিক হাট, বাজার , সরকারি দপ্তরগুলিতে ফিনাইল জল স্প্রে করে দমকল কর্মীরা ।

বারোবিশা দমকল কেন্দ্রের এক আধিকারিক সজল দাস জানান , "দমকল বিভাগের নির্দেশে এই ফিনাইল জল স্প্রে করা হচ্ছে । সবাই যাতে নিরাপদে থাকে তার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.