ETV Bharat / state

16 সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে বক্সা-গোরুমারার দরজা - গরুমারা জঙ্গল

স্বাস্থ্যবিধি মেনে জঙ্গলের কিছু এলাকা পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে ।

আলিপুরদুয়ার
আলিপুরদুয়ার
author img

By

Published : Sep 5, 2020, 11:00 PM IST

আলিপুরদুয়ার, 5 সেপ্টেম্বর : 16 সেপ্টেম্বর থেকে খুলছে উত্তরবঙ্গের সবকটি জঙ্গল । তবে পর্যটকদের ভ্রমণে কতটা ছাড় দেওয়া হবে ? প্রশ্নটি পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের । যদিও আজ রাজ্যের বনমন্ত্রীর আশ্বাসে স্বস্তির নিশ্বাস পর্যটন মহলে । কোরোনা পরিস্থিতির জেরে টানা তিনমাস বন্ধ থাকার পর 16 সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত জঙ্গল খোলার কথা ঘোষণা করেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়৷

তিনি বলেন, "পর্যটকদের জন্য স্বাস্থবিধি মেনে জঙ্গলের কিছু এলাকা খুলে দেওয়া হবে । উত্তরের বক্সা, জলদাপাড়া, গোরুমারার জঙ্গলে জিপ সাফারি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় । সব দিক বাঁচিয়ে কীভাবে জিপ সাফারি শুরু করা যায়, জঙ্গলে প্রবেশ ও বাইরে বেরোনোর ক্ষেত্রে কী কী প্রোটোকল থাকবে, তা নিয়ে বনকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে ।" ইতিমধ্যেই উত্তরবঙ্গে সব বনকর্তার সঙ্গে বৈঠক করেছেন বনমন্ত্রী । বৈঠকেই প্রাথমিকভাবে জঙ্গল খুলে দেওয়া এবং পর্যটকদের জঙ্গলে প্রবেশ করতে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয় । তবে এবিষয়ে আজ চূড়ান্ত সিলমোহর দিল পর্যটন বিভাগ ।

আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ট্যুরিজ়ম অ্যাসোশিয়েসনের সহ সভাপতি বিশ্বজিৎ সাহা বলেন, "বন দপ্তর এবং পর্যটন দপ্তরের গাউড লাইন মেনেই আমরা কাজ করব । আমাদের পরিকাঠামো পুরোপুরি তৈরি । পর্যটকদের স্বাগত জানাতে আমরা প্রস্তুত । পর্যটনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের আশা, জঙ্গল খুলে গেলে ডুয়ার্সের পর্যটন আবার গতি পাবে ।"

ইতিমধ্যেই বন দপ্তর এবং পর্যটন দপ্তরের গাইডলাইন মেনে প্রতিটি হোম স্টে স্যানিটাইজ় করা হয়েছে । জানা গিয়েছে, বৈঠকে পর্যটন দপ্তরের একাংশ প্রস্তাব রেখেছেন, প্রয়োজনে বক্সা, গোরুমারা, জলদাপাড়া, চিলাপাতা, রাজাভাতখাওয়ায় জিপ সাফারিতে ছয়জনের বদলে চারজনকে নেওয়া হোক । জলদাপাড়ায় এলিফ্যান্ট সাফারিতে হাতির পিঠে চারজনের বদলে দুইজন পর্যটক নেওয়ার প্রস্তাবও উঠছে । কলকাতাসহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের আসার সুবিধার জন্য আলিপুরদুয়ার বিভাগের DRM-র কাছে আলিপুরদুয়ার থেকে দু'টি নতুন ট্রেন চালানোর দাবিও জানানো হবে বলে জানিয়েছে পর্যটনের সঙ্গে যুক্ত বেশ কয়েকটি সংগঠন ।

আলিপুরদুয়ার, 5 সেপ্টেম্বর : 16 সেপ্টেম্বর থেকে খুলছে উত্তরবঙ্গের সবকটি জঙ্গল । তবে পর্যটকদের ভ্রমণে কতটা ছাড় দেওয়া হবে ? প্রশ্নটি পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের । যদিও আজ রাজ্যের বনমন্ত্রীর আশ্বাসে স্বস্তির নিশ্বাস পর্যটন মহলে । কোরোনা পরিস্থিতির জেরে টানা তিনমাস বন্ধ থাকার পর 16 সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত জঙ্গল খোলার কথা ঘোষণা করেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়৷

তিনি বলেন, "পর্যটকদের জন্য স্বাস্থবিধি মেনে জঙ্গলের কিছু এলাকা খুলে দেওয়া হবে । উত্তরের বক্সা, জলদাপাড়া, গোরুমারার জঙ্গলে জিপ সাফারি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় । সব দিক বাঁচিয়ে কীভাবে জিপ সাফারি শুরু করা যায়, জঙ্গলে প্রবেশ ও বাইরে বেরোনোর ক্ষেত্রে কী কী প্রোটোকল থাকবে, তা নিয়ে বনকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে ।" ইতিমধ্যেই উত্তরবঙ্গে সব বনকর্তার সঙ্গে বৈঠক করেছেন বনমন্ত্রী । বৈঠকেই প্রাথমিকভাবে জঙ্গল খুলে দেওয়া এবং পর্যটকদের জঙ্গলে প্রবেশ করতে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয় । তবে এবিষয়ে আজ চূড়ান্ত সিলমোহর দিল পর্যটন বিভাগ ।

আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ট্যুরিজ়ম অ্যাসোশিয়েসনের সহ সভাপতি বিশ্বজিৎ সাহা বলেন, "বন দপ্তর এবং পর্যটন দপ্তরের গাউড লাইন মেনেই আমরা কাজ করব । আমাদের পরিকাঠামো পুরোপুরি তৈরি । পর্যটকদের স্বাগত জানাতে আমরা প্রস্তুত । পর্যটনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের আশা, জঙ্গল খুলে গেলে ডুয়ার্সের পর্যটন আবার গতি পাবে ।"

ইতিমধ্যেই বন দপ্তর এবং পর্যটন দপ্তরের গাইডলাইন মেনে প্রতিটি হোম স্টে স্যানিটাইজ় করা হয়েছে । জানা গিয়েছে, বৈঠকে পর্যটন দপ্তরের একাংশ প্রস্তাব রেখেছেন, প্রয়োজনে বক্সা, গোরুমারা, জলদাপাড়া, চিলাপাতা, রাজাভাতখাওয়ায় জিপ সাফারিতে ছয়জনের বদলে চারজনকে নেওয়া হোক । জলদাপাড়ায় এলিফ্যান্ট সাফারিতে হাতির পিঠে চারজনের বদলে দুইজন পর্যটক নেওয়ার প্রস্তাবও উঠছে । কলকাতাসহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের আসার সুবিধার জন্য আলিপুরদুয়ার বিভাগের DRM-র কাছে আলিপুরদুয়ার থেকে দু'টি নতুন ট্রেন চালানোর দাবিও জানানো হবে বলে জানিয়েছে পর্যটনের সঙ্গে যুক্ত বেশ কয়েকটি সংগঠন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.