ETV Bharat / state

তিন মাস বন্ধ জলদাপাড়া অভয়ারণ্য - jaldapara tiger forest

90 দিনের জন্য জঙ্গল বন্ধ হয়ে যাবার দৌলতে ব্যাপক আর্থিক ক্ষতি হতে চলেছে আলিপুরদুয়ারের পর্যটনে।

বন্ধ বক্সা অভ্যয়ারণ্য
author img

By

Published : Jun 11, 2019, 10:50 AM IST

আলিপুরদুয়ার , 11 জুন : আগামী শনিবার থেকে টানা 90 দিন বন্ধ থাকবে উত্তরবঙ্গের 'হটস্পট' আলিপুরদুয়ারের জলদাপাড়া অভয়ারণ্যের দরজা । এর জেরে 2019 এর পুরো পর্যটন মরশুমটাই বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছে আলিপুরদুয়ারের পর্যটন শিল্প ।

দেশের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের উত্তরের আর্থিক পরিকাঠামো পুরোপুরি পর্যটন নির্ভর । উত্তরের জেলাগুলির মধ্যে আলিপুরদুয়ারও এর ব্যতিক্রম নয় । ডুর্য়াসের পর্যটন শিল্পকে নিয়ে বরাবরই আশাবাদী আলিপুরদুয়ারের পর্যটন দপ্তর । সেই ডুর্য়াস থেকে এবারে তাদের আয় কমেছে ।

জলদাপাড়া জাতীয় উদ্যানের DFO কুমার বিমল জানিয়েছেন 90 দিনের জন্য জলদাপাড়ার জঙ্গল বন্ধ করে দেওয়া হচ্ছে। সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হচ্ছে সমস্ত জঙ্গল সাফারি।

উল্লেখ্য, উত্তরবঙ্গের পর্যটনের মূল আকর্ষণ জলদাপাড়া জাতীয় উদ্যান, এবং বক্সা টাইগার রিজার্ভের ঘন জঙ্গল। উপরি পাওনা বক্সা ফোর্ট,পাহাড়, নদী, ঝরনা সহ প্রকৃতির অপরূপ সৌন্দর্য ।

আলিপুরদুয়ার , 11 জুন : আগামী শনিবার থেকে টানা 90 দিন বন্ধ থাকবে উত্তরবঙ্গের 'হটস্পট' আলিপুরদুয়ারের জলদাপাড়া অভয়ারণ্যের দরজা । এর জেরে 2019 এর পুরো পর্যটন মরশুমটাই বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছে আলিপুরদুয়ারের পর্যটন শিল্প ।

দেশের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের উত্তরের আর্থিক পরিকাঠামো পুরোপুরি পর্যটন নির্ভর । উত্তরের জেলাগুলির মধ্যে আলিপুরদুয়ারও এর ব্যতিক্রম নয় । ডুর্য়াসের পর্যটন শিল্পকে নিয়ে বরাবরই আশাবাদী আলিপুরদুয়ারের পর্যটন দপ্তর । সেই ডুর্য়াস থেকে এবারে তাদের আয় কমেছে ।

জলদাপাড়া জাতীয় উদ্যানের DFO কুমার বিমল জানিয়েছেন 90 দিনের জন্য জলদাপাড়ার জঙ্গল বন্ধ করে দেওয়া হচ্ছে। সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হচ্ছে সমস্ত জঙ্গল সাফারি।

উল্লেখ্য, উত্তরবঙ্গের পর্যটনের মূল আকর্ষণ জলদাপাড়া জাতীয় উদ্যান, এবং বক্সা টাইগার রিজার্ভের ঘন জঙ্গল। উপরি পাওনা বক্সা ফোর্ট,পাহাড়, নদী, ঝরনা সহ প্রকৃতির অপরূপ সৌন্দর্য ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.