ETV Bharat / state

সরকারি স্কুলশিক্ষকদের গৃহশিক্ষকতা বন্ধের দাবিতে বিক্ষোভ যুব কংগ্রেসের - Tution

সরকারি স্কুলশিক্ষকদের গৃহশিক্ষকতা বন্ধের দাবি জানিয়ে বিক্ষোভ দেখাল আলিপুদুয়ার জেলা যুব কংগ্রেস । জেলা অবর স্কুলশিক্ষকের দপ্তর ঘেরাও দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করা হয় ।

Aa
author img

By

Published : Sep 28, 2020, 8:23 PM IST

আলিপুদুয়ার, 28 সেপ্টেম্বর : সরকারি স্কুলশিক্ষকদের গৃহশিক্ষকতা করার প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামল আলিপুদুয়ার জেলা যুব কংগ্রেস । জেলা যুব কংগ্রেসের উদ্যেগে আজ আলিপুদুয়ার জেলা অবর স্কুলশিক্ষকের দপ্তর ঘেরাও করে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করা হয় ।

আলিপুদুয়ার চৌপথি থেকে যুব কংগ্রেসের বিক্ষোভ মিছিল শুরু হয় । মিছিলে প্রায় 300 জন যুব কংগ্রেসের নেতা ,কর্মী হাজির ছিলেন । মিছিলের নেতৃত্ব দেন আলিপুরদুয়ার জেলা যুব কংগ্রেস সভাপতি শান্তনু দেবনাথ , জেলা ছাত্র পরিষদের সভাপতি তায়ন সাহা ,সানিয়া বর্ধন প্রমুখ ।

শান্তনু দেবনাথ বলেন, "রাজ্য স্কুলশিক্ষকরা সরকারি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দাপিয়ে গৃহশিক্ষকতা করছেন । সরকারি আইন অনুযায়ী কোনও সরকারি শিক্ষক, গৃহশিক্ষকতা করতে পারেন না । কিন্তু পশ্চিমবঙ্গে সরকারি শিক্ষকরা দাপিয়ে গৃহশিক্ষকতা করছেন । সরকারের এই বিষয়ে কোনও নজর নেই । এদিকে কোরোনা পরিস্থিতিতে চরম বিপাকে পড়েছেন সাধারণ গৃহশিক্ষকরা ।"

তিনি আরও বলেন, রাজ্যে দীর্ঘদিন ধরে PSC, SSC ,TET-র মাধ্যমে নিয়োগ বন্ধ । তার উপর এক শ্রেণির সরকারি স্কুলশিক্ষক রীতিমতো চ্যালেঞ্জ করে গৃহশিক্ষকতা করে বেড়াচ্ছেন । এরফলে সাধারণ গৃহশিক্ষকদের রুটি-রুজিতে টান পড়েছে । আমরা এর প্রতিবাদ জানিয়ে আজ পথে নেমেছি । অবিলম্বে সরকারি শিক্ষকদের গৃহশিক্ষকতা বন্ধ না করলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব ।" এই বিষয়ে আলিপুরদুয়ার জেলা অবর বিদ্যালয় পরিদর্শক জানান, "বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে ।"

আলিপুদুয়ার, 28 সেপ্টেম্বর : সরকারি স্কুলশিক্ষকদের গৃহশিক্ষকতা করার প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামল আলিপুদুয়ার জেলা যুব কংগ্রেস । জেলা যুব কংগ্রেসের উদ্যেগে আজ আলিপুদুয়ার জেলা অবর স্কুলশিক্ষকের দপ্তর ঘেরাও করে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করা হয় ।

আলিপুদুয়ার চৌপথি থেকে যুব কংগ্রেসের বিক্ষোভ মিছিল শুরু হয় । মিছিলে প্রায় 300 জন যুব কংগ্রেসের নেতা ,কর্মী হাজির ছিলেন । মিছিলের নেতৃত্ব দেন আলিপুরদুয়ার জেলা যুব কংগ্রেস সভাপতি শান্তনু দেবনাথ , জেলা ছাত্র পরিষদের সভাপতি তায়ন সাহা ,সানিয়া বর্ধন প্রমুখ ।

শান্তনু দেবনাথ বলেন, "রাজ্য স্কুলশিক্ষকরা সরকারি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দাপিয়ে গৃহশিক্ষকতা করছেন । সরকারি আইন অনুযায়ী কোনও সরকারি শিক্ষক, গৃহশিক্ষকতা করতে পারেন না । কিন্তু পশ্চিমবঙ্গে সরকারি শিক্ষকরা দাপিয়ে গৃহশিক্ষকতা করছেন । সরকারের এই বিষয়ে কোনও নজর নেই । এদিকে কোরোনা পরিস্থিতিতে চরম বিপাকে পড়েছেন সাধারণ গৃহশিক্ষকরা ।"

তিনি আরও বলেন, রাজ্যে দীর্ঘদিন ধরে PSC, SSC ,TET-র মাধ্যমে নিয়োগ বন্ধ । তার উপর এক শ্রেণির সরকারি স্কুলশিক্ষক রীতিমতো চ্যালেঞ্জ করে গৃহশিক্ষকতা করে বেড়াচ্ছেন । এরফলে সাধারণ গৃহশিক্ষকদের রুটি-রুজিতে টান পড়েছে । আমরা এর প্রতিবাদ জানিয়ে আজ পথে নেমেছি । অবিলম্বে সরকারি শিক্ষকদের গৃহশিক্ষকতা বন্ধ না করলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব ।" এই বিষয়ে আলিপুরদুয়ার জেলা অবর বিদ্যালয় পরিদর্শক জানান, "বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.