ETV Bharat / state

আলিপুরদুয়ারে মাস্কহীনদের ধরতে অভিযান জেলা প্রশাসনের - আলিপুরদুয়ারে কোরোনা সংক্রমণ

মাস্কহীনদের ধরতে অভিযানে নেমেছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন । তৎপর হয়েছে ব্লক প্রশাসনও ।

Maskless people in alipurduar
Maskless people in alipurduar
author img

By

Published : Jul 21, 2020, 10:02 PM IST

আলিপুরদুয়ার, 21 জুলাই : কোরোনা সংক্রমণ ঠেকাতে জেলাজুড়ে অভিযানে নামছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন । সোমবার থেকেই আলিপুরদুয়ার মহকুমা প্রশাসন অভিযান শুরু করেছে । প্রথম দিনেই মাস্ক পরে ছিলেন না এমন 18 জনকে আটক করে জরিমানা করা হয় ।

এবার ব্লকেও প্রশাসনের তরফে অভিযান চালানো হবে । তাদের তরফে নির্দেশিকাও জারি করা হয়েছে । 27 জুলাই থেকে ব্লকগুলোতে মাস্ক বিরোধী অভিযান শুরু করবে ব্লক প্রশাসন । মঙ্গলবার দিনভর এই নিয়ে মাদারিহাটে মাইকিং করা হয়।

মাদারিহাট ব্লকের BDO শ্যারন তামাং বলেন, “জেলা প্রশাসনের নির্দেশে 27 তারিখ থেকে এই ব্লকে মাস্কহীনদের ধরতে অভিযান শুরু হবে । অভিযান শুরুর আগে এই কদিন মাইকে প্রচার চলবে । যাতে মানুষ আগাম সতর্ক হয় । অভিযান শুরু হলে ছাড় দেওয়া হবে না । মাস্কহীনদের ধরলে কমপক্ষে 50 টাকা এবং সর্বাধিক 1000 টাকা জরিমানা করা হবে । যাদের একের অধিকবার মাস্ক ছাড়া ধরা হবে তাদের 1000 টাকা জরিমানা করা হবে ।”

আলিপুরদুয়ার জেলাশাসক জানান, মাস্ক পরা নিয়ে মানুষকে সচেতন করতেই এই ব্যবস্থা করা হয়েছে । জেলাজুড়ে মাস্কহীনদের ধরতে লাগাতার অভিযান চালানো হবে ।

আলিপুরদুয়ার, 21 জুলাই : কোরোনা সংক্রমণ ঠেকাতে জেলাজুড়ে অভিযানে নামছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন । সোমবার থেকেই আলিপুরদুয়ার মহকুমা প্রশাসন অভিযান শুরু করেছে । প্রথম দিনেই মাস্ক পরে ছিলেন না এমন 18 জনকে আটক করে জরিমানা করা হয় ।

এবার ব্লকেও প্রশাসনের তরফে অভিযান চালানো হবে । তাদের তরফে নির্দেশিকাও জারি করা হয়েছে । 27 জুলাই থেকে ব্লকগুলোতে মাস্ক বিরোধী অভিযান শুরু করবে ব্লক প্রশাসন । মঙ্গলবার দিনভর এই নিয়ে মাদারিহাটে মাইকিং করা হয়।

মাদারিহাট ব্লকের BDO শ্যারন তামাং বলেন, “জেলা প্রশাসনের নির্দেশে 27 তারিখ থেকে এই ব্লকে মাস্কহীনদের ধরতে অভিযান শুরু হবে । অভিযান শুরুর আগে এই কদিন মাইকে প্রচার চলবে । যাতে মানুষ আগাম সতর্ক হয় । অভিযান শুরু হলে ছাড় দেওয়া হবে না । মাস্কহীনদের ধরলে কমপক্ষে 50 টাকা এবং সর্বাধিক 1000 টাকা জরিমানা করা হবে । যাদের একের অধিকবার মাস্ক ছাড়া ধরা হবে তাদের 1000 টাকা জরিমানা করা হবে ।”

আলিপুরদুয়ার জেলাশাসক জানান, মাস্ক পরা নিয়ে মানুষকে সচেতন করতেই এই ব্যবস্থা করা হয়েছে । জেলাজুড়ে মাস্কহীনদের ধরতে লাগাতার অভিযান চালানো হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.