ETV Bharat / state

দোকান থেকে 60 হাজার টাকার মদ ও নগদ লক্ষাধিক টাকা চুরি - লকডাউন

আলিপুরদুয়ারে মদের দোকান থেকে চুরি । চুরি যায় 60 হাজার টাকার মদ ও নগদ এক লাখ 30 হাজার টাকা । থানায় লিখিত অভিযোগ করেন দোকানের মালিক । তদন্ত শুরু করেছে পুলিশ ।

আলিপুরদুয়ার
আলিপুরদুয়ার
author img

By

Published : May 6, 2020, 9:12 PM IST

আলিপুরদুয়ার, 6 মে : থানা থেকে মাত্র 500 মিটার দূরে থাকা মদের দোকানে আজ চুরি হয় । ওই দোকান থেকে 60 হাজার টাকার মদ ও নগদ এক লাখ 30 হাজার টাকা চুরি করা হয় । ঘটনাটি শামুকতলা থানা এলাকার । চুরির প্রমাণ লোপাট করতে দুষ্কৃতীরা দোকানে লাগানো CCTV ক্যামেরা ও কম্পিউটারের যন্ত্রাংশও নিয়ে পালিয়ে যায় ।

কোরোনা সংক্রমণ রুখতে লকডাউনে কারণে টানা 45 দিন বন্ধ ছিল মদের দোকান । তবে কোরোনা পরিস্থিতিতে আলিপুরদুয়ার গ্রিন জ়োনে রয়েছে । তাই সরকারের নির্দেশে গতকালই প্রথম শামুকতলার ওই সরকারি মদের দোকানটি খোলা হয় । গতকাল একমাত্র মদের দোকানটি খোলা থাকায় দোকানের বাইরে ভিড় উপচে পড়ে । তবে আজ মদের দোকান খুলতে এসে দোকানের মালিক ও কর্মচারীরা দেখেন দোকানের সব দরজার তালা ভাঙা । দোকানের ভিতরে দেখা যায়, মদ-সহ নগদ টাকা, কম্পিউটারের যন্ত্রাংশ ও CCTV ক্যামেরা নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা । শামুকতলা থানায় একটি লিখিত অভিযোগে করেন দোকানের মালিক অনিরুদ্ধ বিশ্বাস ।

দেশে যখন কোরোনা ভাইরাসের আতঙ্কে সমস্ত দোকান বন্ধ ঠিক সেই সময়ে সরকার মদের দোকান খোলার অনুমতি দেওয়ার পরই মদের দোকানের বাইরে সুরা প্রেমীদের লাইন লেগে যায় । ‌এক সময় মদের দোকানে পুলিশকে দেখলে সাধারণ মানুষ দোকানমুখি হত না । লকডাউনের মাঝেই দেখা যাচ্ছে সামাজিক দূরত্ব বজায় রেখে মদ কেনার জন্য পুলিশ লাইন ঠিক করে দিচ্ছে । মানুষও মদ কিনছে ব্যাগ ভরে । আলিপুরদুয়ারের SDPO কুতুবউদ্দিন খান জানান, "দোকান মালিকের নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে । আশা করছি দ্রুত ওই অপরাধের কিনারা করা সম্ভব হবে ।"

আলিপুরদুয়ার, 6 মে : থানা থেকে মাত্র 500 মিটার দূরে থাকা মদের দোকানে আজ চুরি হয় । ওই দোকান থেকে 60 হাজার টাকার মদ ও নগদ এক লাখ 30 হাজার টাকা চুরি করা হয় । ঘটনাটি শামুকতলা থানা এলাকার । চুরির প্রমাণ লোপাট করতে দুষ্কৃতীরা দোকানে লাগানো CCTV ক্যামেরা ও কম্পিউটারের যন্ত্রাংশও নিয়ে পালিয়ে যায় ।

কোরোনা সংক্রমণ রুখতে লকডাউনে কারণে টানা 45 দিন বন্ধ ছিল মদের দোকান । তবে কোরোনা পরিস্থিতিতে আলিপুরদুয়ার গ্রিন জ়োনে রয়েছে । তাই সরকারের নির্দেশে গতকালই প্রথম শামুকতলার ওই সরকারি মদের দোকানটি খোলা হয় । গতকাল একমাত্র মদের দোকানটি খোলা থাকায় দোকানের বাইরে ভিড় উপচে পড়ে । তবে আজ মদের দোকান খুলতে এসে দোকানের মালিক ও কর্মচারীরা দেখেন দোকানের সব দরজার তালা ভাঙা । দোকানের ভিতরে দেখা যায়, মদ-সহ নগদ টাকা, কম্পিউটারের যন্ত্রাংশ ও CCTV ক্যামেরা নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা । শামুকতলা থানায় একটি লিখিত অভিযোগে করেন দোকানের মালিক অনিরুদ্ধ বিশ্বাস ।

দেশে যখন কোরোনা ভাইরাসের আতঙ্কে সমস্ত দোকান বন্ধ ঠিক সেই সময়ে সরকার মদের দোকান খোলার অনুমতি দেওয়ার পরই মদের দোকানের বাইরে সুরা প্রেমীদের লাইন লেগে যায় । ‌এক সময় মদের দোকানে পুলিশকে দেখলে সাধারণ মানুষ দোকানমুখি হত না । লকডাউনের মাঝেই দেখা যাচ্ছে সামাজিক দূরত্ব বজায় রেখে মদ কেনার জন্য পুলিশ লাইন ঠিক করে দিচ্ছে । মানুষও মদ কিনছে ব্যাগ ভরে । আলিপুরদুয়ারের SDPO কুতুবউদ্দিন খান জানান, "দোকান মালিকের নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে । আশা করছি দ্রুত ওই অপরাধের কিনারা করা সম্ভব হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.