ETV Bharat / state

Abhishek Slams John Barla: সাধারণ মানুষের নয় আলিপুরদুয়ারের সাংসদের আচ্ছে দিন এসেছে, অভিষেকের নিশানায় বিজেপির জন বার্লা - TMC

বৃহস্পতিবার আলিপুরদুয়ারে দু’টি জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ দু’টি সভা থেকেই স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির জন বার্লাকে বারবার নিশানা করেন তিনি ৷

Abhishek Slams John Barla
Abhishek Slams John Barla
author img

By

Published : Apr 27, 2023, 7:39 PM IST

কালচিনি (আলিপুরদুয়ার), 27 এপ্রিল: আলিপুরদুয়ারের সাংসদ বিজেপির জন বার্লা ৷ তিনি আবার কেন্দ্রীয় মন্ত্রী ৷ বৃহস্পতিবার আলিপুরদুয়ারে দলের কর্মসূচি থেকে বারবার তাঁকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ কার্যত এভাবেই তিনি এদিন লোকসভা ভোটের প্রচার শুরু করে দিলেন বিজেপির বিরুদ্ধে ৷ জন বার্লার বিরুদ্ধে অভিষেকের অভিযোগ, ‘‘আলিপুরদুয়ারের সাংসদের আচ্ছে দিন এসেছে । তাঁর বাড়ি হয়েছে । মল হচ্ছে ।’’

তৃণমূলের নবজোয়ার কর্মসূচি নিয়ে এখন উত্তরবঙ্গে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ৷ বৃহস্পতিবার তিনি ছিলেন আলিপুরদুয়ারে ৷ সেখানে দু’টি জনসভা করেন তিনি ৷ প্রথম জনসভা করেন কুমারগ্রামে ৷ পরবর্তী জনসভা করেন কালচিনিতে ৷ দু’টি জায়গাতেই তিনি নিশানা করেন জন বার্লাকে ৷ তিনি বলেন, ‘‘আগামিদিনে ভোট হলে উন্নয়নের নিরিখে ভোট হবে । আচ্ছে দিন আসবে বলেছিল । সেটা কী হয়েছে ? আচ্ছে দিন সাংসদের হয়েছে ।’’

আলিপুরদুয়ারের বিজেপি বিধায়কদের বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি ৷ অভিষেকের কথায়, আলিপুরদুয়ারের পাঁচজন বিধায়ক বিধানসভা যান ওয়াক আউট করে চলে আসে । একই সঙ্গে রাজ্য়ের অন্য সাংসদদের বিরুদ্ধেও সরব হয়েছেন অভিষেক ৷ তাঁর দাবি, বিজেপির সাংসদরা একদিনও মানুষের পাশে দাঁড়াননি । এরাই বাংলার টাকা আটকে রেখেছে ৷ এঁদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে ।

তিনি বলেন, ‘‘মানুষ সমর্থন করলে দিল্লির বুক থেকে টাকা ছিনিয়ে আনব । আগামিদিন যখন ভোট প্রয়োগ করবেন, তখন চোখ বন্ধ করে ভাববেন, যাঁকে আগে জিতিয়েছেন তিনি আপনার জন্য কী করেছেন । জন বার্লা গিরিরাজ সিংকে চিঠি লিখে জানিয়েছেন টাকা বন্ধ করে দাও ।’’

একই সঙ্গে তিনি কেন্দ্রীয় সরকার ও মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের মধ্যে পার্থক্যও বুঝিয়ে দেন ৷ বলেন, ‘‘আলিপুরদুয়ার জেলায় 64টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিধানসভা ভোটে আমরা 21টা জিতেছি । বাকি 43টা পঞ্চায়েতে হেরেছি । কিন্তু আমরা সব পঞ্চায়েতেই রাস্তা বানাচ্ছি । এটাই পার্থক্য আমাদের আর দিল্লির সরকারের মধ্যে ।’’

অন্যদিকে বিজেপির উদ্দেশ্য়ে অভিষেক বলেন, ‘‘আমাকে ধমকে চমকে লাভ নেই । ইডি সিবিআই কাউকে ছাড়েনি । আমার চাটার্ড অ্যাকাউন্ট, স্ত্রী, আইনজীবী, ট্রাভেল এজেন্ট কাউকে ছাড়েনি । আমার মেরুদণ্ড সোজা ধমকে চমকে লাভ নেই ।’’

আরও পড়ুন: পৃথক রাজ্যের জন্য ভোট হয়েছিল বলেই আলিপুরদুয়ারে জেতে বিজেপি, অভিযোগ অভিষেকের

কালচিনি (আলিপুরদুয়ার), 27 এপ্রিল: আলিপুরদুয়ারের সাংসদ বিজেপির জন বার্লা ৷ তিনি আবার কেন্দ্রীয় মন্ত্রী ৷ বৃহস্পতিবার আলিপুরদুয়ারে দলের কর্মসূচি থেকে বারবার তাঁকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ কার্যত এভাবেই তিনি এদিন লোকসভা ভোটের প্রচার শুরু করে দিলেন বিজেপির বিরুদ্ধে ৷ জন বার্লার বিরুদ্ধে অভিষেকের অভিযোগ, ‘‘আলিপুরদুয়ারের সাংসদের আচ্ছে দিন এসেছে । তাঁর বাড়ি হয়েছে । মল হচ্ছে ।’’

তৃণমূলের নবজোয়ার কর্মসূচি নিয়ে এখন উত্তরবঙ্গে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ৷ বৃহস্পতিবার তিনি ছিলেন আলিপুরদুয়ারে ৷ সেখানে দু’টি জনসভা করেন তিনি ৷ প্রথম জনসভা করেন কুমারগ্রামে ৷ পরবর্তী জনসভা করেন কালচিনিতে ৷ দু’টি জায়গাতেই তিনি নিশানা করেন জন বার্লাকে ৷ তিনি বলেন, ‘‘আগামিদিনে ভোট হলে উন্নয়নের নিরিখে ভোট হবে । আচ্ছে দিন আসবে বলেছিল । সেটা কী হয়েছে ? আচ্ছে দিন সাংসদের হয়েছে ।’’

আলিপুরদুয়ারের বিজেপি বিধায়কদের বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি ৷ অভিষেকের কথায়, আলিপুরদুয়ারের পাঁচজন বিধায়ক বিধানসভা যান ওয়াক আউট করে চলে আসে । একই সঙ্গে রাজ্য়ের অন্য সাংসদদের বিরুদ্ধেও সরব হয়েছেন অভিষেক ৷ তাঁর দাবি, বিজেপির সাংসদরা একদিনও মানুষের পাশে দাঁড়াননি । এরাই বাংলার টাকা আটকে রেখেছে ৷ এঁদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে ।

তিনি বলেন, ‘‘মানুষ সমর্থন করলে দিল্লির বুক থেকে টাকা ছিনিয়ে আনব । আগামিদিন যখন ভোট প্রয়োগ করবেন, তখন চোখ বন্ধ করে ভাববেন, যাঁকে আগে জিতিয়েছেন তিনি আপনার জন্য কী করেছেন । জন বার্লা গিরিরাজ সিংকে চিঠি লিখে জানিয়েছেন টাকা বন্ধ করে দাও ।’’

একই সঙ্গে তিনি কেন্দ্রীয় সরকার ও মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের মধ্যে পার্থক্যও বুঝিয়ে দেন ৷ বলেন, ‘‘আলিপুরদুয়ার জেলায় 64টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিধানসভা ভোটে আমরা 21টা জিতেছি । বাকি 43টা পঞ্চায়েতে হেরেছি । কিন্তু আমরা সব পঞ্চায়েতেই রাস্তা বানাচ্ছি । এটাই পার্থক্য আমাদের আর দিল্লির সরকারের মধ্যে ।’’

অন্যদিকে বিজেপির উদ্দেশ্য়ে অভিষেক বলেন, ‘‘আমাকে ধমকে চমকে লাভ নেই । ইডি সিবিআই কাউকে ছাড়েনি । আমার চাটার্ড অ্যাকাউন্ট, স্ত্রী, আইনজীবী, ট্রাভেল এজেন্ট কাউকে ছাড়েনি । আমার মেরুদণ্ড সোজা ধমকে চমকে লাভ নেই ।’’

আরও পড়ুন: পৃথক রাজ্যের জন্য ভোট হয়েছিল বলেই আলিপুরদুয়ারে জেতে বিজেপি, অভিযোগ অভিষেকের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.