কুমারগ্রাম (আলিপুরদুয়ার), 27 এপ্রিল: কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ফের সরব হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের জন্য বাংলার বরাদ্দ বকেয়া টাকা দিচ্ছে না কেন্দ্রের মোদি সরকার ৷
বৃহস্পতিবার আলিপুরদুয়ারের কুমারগ্রামে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই সভা থেকেই তিনি এই অভিযোগ করেন ৷ তাঁর দাবি, তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যা মানুষের অধিকারের জন্য লড়াই করবে । বিজেপি সরকার 2021 সালের বিধানসভা নির্বাচনে পরাজয় স্বীকার না করার কারণে একশো দিনের প্রকল্পের অধীনে টাকা আটকে রেখেছে । বিজেপি সরকার বাংলার দরিদ্র মানুষের জন্য অর্থ আটকে দিয়েছে ৷ নয়াদিল্লিতে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে অর্থায়নের জন্য সেই টাকা ব্যবহার করা হচ্ছে । সেই টাকা গুজরাত বা মধ্যপ্রদেশে খরচও হয়ে থাকতে পারে বলে তিনি দাবি করেন ৷
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটকে সামনে রেখে তৃণমূলের নবজোয়ার নামে একটি কর্মসূচি গত মঙ্গলবার কোচবিহারে শুরু হয় ৷ যা শেষ হবে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে ৷ এই কর্মসূচির মাধ্যমেই রাজ্যজুড়ে জনসংযোগ যাত্রা করছেন অভিষেক ৷ টানা 60 দিন ধরে তিনি এই কর্মসূচি চালাবেন ৷ সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই এদিন আলিপুরদুয়ারের কুমারগ্রামে সভা করেন তিনি ৷ সেই সভা থেকেই সেন্ট্রাল ভিস্তা নিয়ে তোপ দাগেন কেন্দ্রের বিরুদ্ধে ৷
যদিও অভিষেকের এই অভিযোগ মানতে চাননি বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য ৷ তিনি এই নিয়ে পালটা তোপ দেগেছেন অভিষেক ও তৃণমূলের বিরুদ্ধে ৷ তাঁর কথায়, "টাকা দেওয়া বন্ধ হয়ে গিয়েছে, কারণ রাজ্য একশো দিনের কাজে ব্যয় করা অর্থের শংসাপত্র জমা দেওয়া বন্ধ করেছে । যেহেতু ব্যাপক দুর্নীতি হয়েছে, তারা তা জমা দিতে পারেনি ৷"
সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত তিন কিলোমিটার অংশকে নতুন করে সাজানো হয়েছে ৷ এর মাধ্যমে নতুন সংসদ ভবন তৈরি হচ্ছে ৷ এছাড়া তৈরি করা হচ্ছে কেন্দ্রীয় সচিবালয় ৷ প্রধানমন্ত্রী ও উপ রাষ্ট্রপতির নতুন বাসভবনও তৈরি হচ্ছে এই প্রকল্পের অধীনে ৷
আরও পড়ুন: পৃথক রাজ্যের জন্য ভোট হয়েছিল বলেই আলিপুরদুয়ারে জেতে বিজেপি, অভিযোগ অভিষেকের