আলিপুরদুয়ার, 8 মে: লকডাউনে চরম আর্থিক সংকটের মুখে পড়েছে ডুয়ার্সের চা বাগানগুলি । তা সত্ত্বেও কোরোনা মোকাবিলায় রাজ্য ও কেন্দ্র সরকারের ত্রাণ তহবিলে অনুদান দিয়ে নজির গড়ল ডুয়ার্সের একটি চা বাগান কর্তৃপক্ষ ।
লকডাউনের জেরে নড়বড়ে তরাই, ডুয়ার্স সহ পাহাড়ের চা বলয়ের আর্থিক পরিকাঠামো । গোটা দেশের চা শিল্প চরম সংকটের মুখে । তার মধ্যেও ডুয়ার্সের একটি চা বাগান কর্তৃপক্ষ কোরোনা মোকাবিলায় রাজ্য ও কেন্দ্র সরকারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় । 2019-20 অর্থবর্ষে নিজেদের লাভের অর্থ সরাসরি সরকারি কোভিড ফান্ডে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওই চা বাগান । সংশ্লিষ্ট চা বাগানের ম্যানেজার চিন্ময় ধর বলেন, "2019-20 অর্থবর্ষে আমাদের যা লাভ হয়েছে তার থেকে 7 লাখ টাকা ভাগ করে দুই সরকারের ত্রাণ তহবিলে তুলে দেব ।" তিনি আরও জানান, "যতদিন কোরোনা ভাইরাসজনিত সমস্যা থাকবে ততদিন আমরা কেজি প্রতি চা পাতা বিক্রি করে যে লাভ করব তার 50 শতাংশ নিজেদের কাছে রাখব । বাকি 50 শতাংশ সরকারি কোভিড ফান্ডে তুলে দেব । প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ফান্ডে আজ থেকেই অর্থ পাঠানো শুরু করেছি ।"
লকডাউনের জেরে চা বাগানগুলিতে উৎপাদন তলানিতে এসে ঠেকেছে । চা বলয়ের বিপুল পরিমাণ লোকসান এবং বাগান শ্রমিকদের দুরবস্থার কথা চিন্তা করে 7 এপ্রিল থেকে মাত্র 15 শতাংশ শ্রমিক নিয়ে বাগানের সাফাইের কাজ শুরু করেছে উত্তরের চা বাগানগুলি । 12 এপ্রিল থেকে 25 শতাংশ শ্রমিক দিয়ে শুরু হয় পাতা তোলার কাজ । ভরা মরশুমে মাত্র 25 শতাংশ শ্রমিক দিয়ে পাতা তোলার কাজ হওয়ায় লোকসান হচ্ছে চা বলয়ে ।
![লকডাউনের জেরে চা বাগানগুলিতে উৎপাদন তলানিতে এসে ঠেকেছে](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-alp-02-08052020-tea-estate-pm-cm-relief-fund-visual-7203916_08052020175851_0805f_1588940931_979.jpg)