আলিপুরদুয়ার, 1 সেপ্টেম্বর : পারিবারিক বিবাদের জেরে ভাইকে কুপিয়ে খুন করল এক যুবক ৷ ঘটনাটি কালচিনি থানার রাঙামাটি এলাকার ৷ তদন্ত শুরু করেছে কালচিনি থানার পুলিশ ৷ অভিযুক্ত সোমবাহাদুর রাইয়ের খোঁজে তল্লাশি চলছে ৷
শুক্রবার গভীর রাতে ধারালো অস্ত্র নিয়ে ভাই বীরজিতের উপর চড়াও হয় সোমবাহাদুর ৷ শরীর ও মাথায় এলোপাথাড়ি কোপ মারতে থাকে ৷ পরিবারের সদস্যদের চিৎকার শুনে ঘটনাস্থানে আসেন আশপাশের বাসিন্দারা ৷ তাঁদেরও আক্রমণ করতে উদ্যত হয় সোমবাহাদুর ৷ পরে সেখান থেকে পালিয়ে যায় সে ৷
খবর পেয়ে ঘটনাস্থানে আসে কালচিনি থানার পুলিশ ৷ আশঙ্কাজনক অবস্থায় বীরজিৎকে লতাবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া যায় ৷ পরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার ৷ কালচিনি থানার OC অভিষেক ভট্টাচার্য বলেন, "অভিযুক্তকে ধরতে তল্লাশি চলছে । ময়নাতদন্তের জন্য মৃতদেহ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ।"