ETV Bharat / state

পারিবারিক বিবাদের জের, ভাইকে কুপিয়ে খুন যুবকের - আলিপুরদুয়ার

পারিবারিক বিবাদকে কেন্দ্র করে ভাইকে খুন করল এক যুবক ৷ তাকে ধরতে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷

ছবিটি প্রতীকী
author img

By

Published : Sep 1, 2019, 6:18 AM IST

আলিপুরদুয়ার, 1 সেপ্টেম্বর : পারিবারিক বিবাদের জেরে ভাইকে কুপিয়ে খুন করল এক যুবক ৷ ঘটনাটি কালচিনি থানার রাঙামাটি এলাকার ৷ তদন্ত শুরু করেছে কালচিনি থানার পুলিশ ৷ অভিযুক্ত সোমবাহাদুর রাইয়ের খোঁজে তল্লাশি চলছে ৷

শুক্রবার গভীর রাতে ধারালো অস্ত্র নিয়ে ভাই বীরজিতের উপর চড়াও হয় সোমবাহাদুর ৷ শরীর ও মাথায় এলোপাথাড়ি কোপ মারতে থাকে ৷ পরিবারের সদস্যদের চিৎকার শুনে ঘটনাস্থানে আসেন আশপাশের বাসিন্দারা ৷ তাঁদেরও আক্রমণ করতে উদ্যত হয় সোমবাহাদুর ৷ পরে সেখান থেকে পালিয়ে যায় সে ৷

খবর পেয়ে ঘটনাস্থানে আসে কালচিনি থানার পুলিশ ৷ আশঙ্কাজনক অবস্থায় বীরজিৎকে লতাবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া যায় ৷ পরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার ৷ কালচিনি থানার OC অভিষেক ভট্টাচার্য বলেন, "অভিযুক্তকে ধরতে তল্লাশি চলছে । ময়নাতদন্তের জন্য মৃতদেহ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ।"

আলিপুরদুয়ার, 1 সেপ্টেম্বর : পারিবারিক বিবাদের জেরে ভাইকে কুপিয়ে খুন করল এক যুবক ৷ ঘটনাটি কালচিনি থানার রাঙামাটি এলাকার ৷ তদন্ত শুরু করেছে কালচিনি থানার পুলিশ ৷ অভিযুক্ত সোমবাহাদুর রাইয়ের খোঁজে তল্লাশি চলছে ৷

শুক্রবার গভীর রাতে ধারালো অস্ত্র নিয়ে ভাই বীরজিতের উপর চড়াও হয় সোমবাহাদুর ৷ শরীর ও মাথায় এলোপাথাড়ি কোপ মারতে থাকে ৷ পরিবারের সদস্যদের চিৎকার শুনে ঘটনাস্থানে আসেন আশপাশের বাসিন্দারা ৷ তাঁদেরও আক্রমণ করতে উদ্যত হয় সোমবাহাদুর ৷ পরে সেখান থেকে পালিয়ে যায় সে ৷

খবর পেয়ে ঘটনাস্থানে আসে কালচিনি থানার পুলিশ ৷ আশঙ্কাজনক অবস্থায় বীরজিৎকে লতাবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া যায় ৷ পরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার ৷ কালচিনি থানার OC অভিষেক ভট্টাচার্য বলেন, "অভিযুক্তকে ধরতে তল্লাশি চলছে । ময়নাতদন্তের জন্য মৃতদেহ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ।"

Intro:আলিপুরদুয়ারঃ-নিজের ভাইকে নৃশংস ভাবে কুপিয়ে খুন করার ধরন দেখে আঁতকে উঠেছে পুলিশ।হিন্দি ছবির ভয়াবহ ক্ষুনের দৃশ্য কেও হার মানায় এই খুনের ঘটনা। নিজের ভাইকেই নৃশংস ভাবে কুপিয়ে খুনের অভিযোগ উঠলো দাদার বিরুদ্ধে।


Body:পারিবারিক বিবাদের জেরেই দাদা তার নিজের ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত‍্যা করেছে বলে জানা গেছে।ভয়াবহ এই ক্ষুনের ঘটনাটি ঘটেছে কালচিনি থানার রাঙামাটি এলাকায়। শুক্রবার গভির রাতে এই ক্ষুনের ঘটনাটি ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন দাদা সোমবাহাদুর রাই তার ছোটো ভাই বিরজিত রাই (26) কে পারিবারিক বিবাদের জেরে রাত ১ নাগাদ আচমকাই ধারালো অস্ত্র দিয়ে শরীরে এবং মাথায় এলোপাতাড়ি কোপ মারতে থাকে।সোমবাহাদুরের কোপে টুকরো টুকরো হয়ে যায় বিরজিতের মাথা। স্থানীয় বাসিন্দারা পরিবারের লোকেদের চিৎকার চেচামেচি শুনে ছুটে এলে তাদেরও খুন করতে তাড়া করে অভিযুক্ত। রাতেই স্থানীয়রা কালচিনি থানায় খবর দিলে পুলিশ এসে বিরজিতকে আশংকা জনক অবস্থায় উদ্ধার করে নিয়ে যায় লতাবাড়ি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়।আলিপুরদুয়ার হাসপাতাল যাওয়ার পথে বিরজিত মৃত্যু হয় । মৃতদেহ আজ ময়নাতদন্তের জন‍্য আলিপুরদুয়ার হাসপাতালে পাঠানো হয়েছে। কালচিন থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।


Conclusion:কালচিনি থানার ওসি অভিষেক ভট্টাচার্য জানান অভিযুক্তকে ধরতে অভিযান চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.