আলিপুরদুয়ার, 23 এপ্রিল: ব্যাগ থেকে উদ্ধার হল হাতে বাঁধা 8টি তাজা বোমা । আলিপুরদুয়ারের 2 নম্বর ব্লকের চাপুরের পাড় 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের চালনির পাক ধারেয়ার হাট এলাকায় মহেশ দাস স্মৃতি মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের পাশের মাঠে একটি ব্যাগে ওই বোমাগুলি রাখা ছিল । বোমাগুলি নিষ্ক্রিয় করতে ঘটনাস্থানে পৌঁছায় বম স্কয়্যাড ও দমকলের ইঞ্জিন । কিন্তু বোমা নিষ্ক্রিয় করার সময় বম স্কয়্যাডের কর্মীরা সেফটি জ্যাকেট পরলেও হাতে তাঁদের কোনও গ্লাভস বা ওই ধরনের কিছু ছিল না ।
আজ সকাল 11টা নাগাদ স্থানীয়রা ওই ব্যাগটি দেখতে পান । এরপর তাঁরাই পুলিশে খবর দেন । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বম স্কয়্যাড ও দমকলের ইঞ্জিন । আলিপুরদুয়ার থানার IC-র নেতৃত্বে পৌঁছায় পুলিশ । অন্যদিকে ঘটনার জেরে ছুটি দিয়ে দেওয়া হয়েছে শিক্ষাকেন্দ্রে । কিন্তু বোমা নিষ্ক্রিয় করার সময় বম স্কয়্যাডের কর্মীরা সেফটি জ্যাকেট পরলেও সেফটি গ্লাভস তাঁদের হাতে ছিল না ।
প্রসঙ্গত, আলিপুরদুয়ারেই 2013 সালের 29 অগাস্ট উপযুক্ত সুরক্ষা ছাড়াই শক্তিশালী বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে মৃত্যু হয় CID আধিকারিক লাল বাহাদুর লোহারের ।
আজ এই প্রসঙ্গে 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ দাস অভিযোগ করেন, "BJP বাইরে থেকে বোমা বানানোর লোক নিয়ে এসে এলাকায় বোমের কারখানা তৈরি করছে ।" অন্যদিকে BJP-র জেলা সাধারণ সম্পাদক জয়ন্ত রায়ের অভিযোগ, নির্বাচনের সময় গন্ডগোল পাকানোর জন্য এইগুলো মজুত করছিল তৃণমূল । কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় তা আর সম্ভব হয়নি । তাই বোমা গুলো মাঠে ফেলে রেখেছে ।
তবে গ্লাভস ছাড়া খালি হাতে কেন বোমাগুলো CID-র বম স্কয়্যার্ড সরিয়ে নিয়ে গেল এর কোনও উত্তর পাওয়া যায়নি CID কিংবা জেলা পুলিশের তরফ থেকে।