ETV Bharat / state

আলিপুরদুয়ারে শিক্ষাকেন্দ্রের পাশের মাঠ থেকে উদ্ধার বোমা

আলিপুরদুয়ারে আজ সকাল 11টা নাগাদ মহেশ দাস স্মৃতি মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের পাশের মাঠে একটি ব্যাগ থেকে 8টি তাজা বোমা উদ্ধার করে আলিপুরদুয়ার থানার পুলিশ ।

তাজা বোমা উদ্ধার
author img

By

Published : Apr 23, 2019, 4:00 PM IST

Updated : Apr 23, 2019, 10:50 PM IST

আলিপুরদুয়ার, 23 এপ্রিল: ব্যাগ থেকে উদ্ধার হল হাতে বাঁধা 8টি তাজা বোমা । আলিপুরদুয়ারের 2 নম্বর ব্লকের চাপুরের পাড় 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের চালনির পাক ধারেয়ার হাট এলাকায় মহেশ দাস স্মৃতি মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের পাশের মাঠে একটি ব্যাগে ওই বোমাগুলি রাখা ছিল । বোমাগুলি নিষ্ক্রিয় করতে ঘটনাস্থানে পৌঁছায় বম স্কয়্যাড ও দমকলের ইঞ্জিন । কিন্তু বোমা নিষ্ক্রিয় করার সময় বম স্কয়্যাডের কর্মীরা সেফটি জ্যাকেট পরলেও হাতে তাঁদের কোনও গ্লাভস বা ওই ধরনের কিছু ছিল না ।

আজ সকাল 11টা নাগাদ স্থানীয়রা ওই ব্যাগটি দেখতে পান । এরপর তাঁরাই পুলিশে খবর দেন । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বম স্কয়্যাড ও দমকলের ইঞ্জিন । আলিপুরদুয়ার থানার IC-র নেতৃত্বে পৌঁছায় পুলিশ । অন্যদিকে ঘটনার জেরে ছুটি দিয়ে দেওয়া হয়েছে শিক্ষাকেন্দ্রে । কিন্তু বোমা নিষ্ক্রিয় করার সময় বম স্কয়্যাডের কর্মীরা সেফটি জ্যাকেট পরলেও সেফটি গ্লাভস তাঁদের হাতে ছিল না ।

ভিডিয়োয় দেখুন

প্রসঙ্গত, আলিপুরদুয়ারেই 2013 সালের 29 অগাস্ট উপযুক্ত সুরক্ষা ছাড়াই শক্তিশালী বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে মৃত্যু হয় CID আধিকারিক লাল বাহাদুর লোহারের ।

আজ এই প্রসঙ্গে 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ দাস অভিযোগ করেন, "BJP বাইরে থেকে বোমা বানানোর লোক নিয়ে এসে এলাকায় বোমের কারখানা তৈরি করছে ।" অন্যদিকে BJP-র জেলা সাধারণ সম্পাদক জয়ন্ত রায়ের অভিযোগ, নির্বাচনের সময় গন্ডগোল পাকানোর জন্য এইগুলো মজুত করছিল তৃণমূল । কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় তা আর সম্ভব হয়নি । তাই বোমা গুলো মাঠে ফেলে রেখেছে ।

তবে গ্লাভস ছাড়া খালি হাতে কেন বোমাগুলো CID-র বম স্কয়্যার্ড সরিয়ে নিয়ে গেল এর কোনও উত্তর পাওয়া যায়নি CID কিংবা জেলা পুলিশের তরফ থেকে।

আলিপুরদুয়ার, 23 এপ্রিল: ব্যাগ থেকে উদ্ধার হল হাতে বাঁধা 8টি তাজা বোমা । আলিপুরদুয়ারের 2 নম্বর ব্লকের চাপুরের পাড় 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের চালনির পাক ধারেয়ার হাট এলাকায় মহেশ দাস স্মৃতি মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের পাশের মাঠে একটি ব্যাগে ওই বোমাগুলি রাখা ছিল । বোমাগুলি নিষ্ক্রিয় করতে ঘটনাস্থানে পৌঁছায় বম স্কয়্যাড ও দমকলের ইঞ্জিন । কিন্তু বোমা নিষ্ক্রিয় করার সময় বম স্কয়্যাডের কর্মীরা সেফটি জ্যাকেট পরলেও হাতে তাঁদের কোনও গ্লাভস বা ওই ধরনের কিছু ছিল না ।

আজ সকাল 11টা নাগাদ স্থানীয়রা ওই ব্যাগটি দেখতে পান । এরপর তাঁরাই পুলিশে খবর দেন । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বম স্কয়্যাড ও দমকলের ইঞ্জিন । আলিপুরদুয়ার থানার IC-র নেতৃত্বে পৌঁছায় পুলিশ । অন্যদিকে ঘটনার জেরে ছুটি দিয়ে দেওয়া হয়েছে শিক্ষাকেন্দ্রে । কিন্তু বোমা নিষ্ক্রিয় করার সময় বম স্কয়্যাডের কর্মীরা সেফটি জ্যাকেট পরলেও সেফটি গ্লাভস তাঁদের হাতে ছিল না ।

ভিডিয়োয় দেখুন

প্রসঙ্গত, আলিপুরদুয়ারেই 2013 সালের 29 অগাস্ট উপযুক্ত সুরক্ষা ছাড়াই শক্তিশালী বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে মৃত্যু হয় CID আধিকারিক লাল বাহাদুর লোহারের ।

আজ এই প্রসঙ্গে 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ দাস অভিযোগ করেন, "BJP বাইরে থেকে বোমা বানানোর লোক নিয়ে এসে এলাকায় বোমের কারখানা তৈরি করছে ।" অন্যদিকে BJP-র জেলা সাধারণ সম্পাদক জয়ন্ত রায়ের অভিযোগ, নির্বাচনের সময় গন্ডগোল পাকানোর জন্য এইগুলো মজুত করছিল তৃণমূল । কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় তা আর সম্ভব হয়নি । তাই বোমা গুলো মাঠে ফেলে রেখেছে ।

তবে গ্লাভস ছাড়া খালি হাতে কেন বোমাগুলো CID-র বম স্কয়্যার্ড সরিয়ে নিয়ে গেল এর কোনও উত্তর পাওয়া যায়নি CID কিংবা জেলা পুলিশের তরফ থেকে।

sample description
Last Updated : Apr 23, 2019, 10:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.