ETV Bharat / state

উত্তরবঙ্গের জন্য আসছে 250 ভেন্টিলেটর মেশিন - North Bengal

আগামী এক সপ্তাহের মধ্যে 250 টি ভেন্টিলেটর এসে পৌঁছাবে । এই 250টি-র মধ্যে 150 টি বরাদ্দ করা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য় । আর মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য আসছে 100 টি ভেন্টিলেটর ।

Ventilator Machine
ভেন্টিলেটর মেশিন
author img

By

Published : Aug 1, 2020, 5:27 PM IST

আলিপুরদুয়ার , 1 অগাস্ট : কোরোনা রোগীদের চিকিৎসার জন্য এবার উত্তরবঙ্গে আসছে ভেন্টিলেটর । আগামী এক সপ্তাহের মধ্যে জলপাইগুড়িসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় 250 টি ভেন্টিলেশন মেশিন এসে পৌঁছাবে । আজ এমনই জানালেন উত্তরবঙ্গের OSD সুশান্ত রায় ।

উত্তরবঙ্গের আলিপুরদুয়ার , জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহারের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে 150টি ভেন্টিলেটর আসবে । আর মালদা , দক্ষিণ দিনাজপুর , মুর্শিদাবাদের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে আসবে 100 টি ভেন্টিলেটর ।

এবিষয়ে সুশান্ত রায় বলেন , "আগামী এক সপ্তাহের মধ্যে বা তার আগেই এই ভেন্টিলেটরগুলি এসে পৌঁছে যাবে । কোরোনা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের দিকে বিশেষ নজর দিয়েছেন । ভেন্টিলেটরগুলিকে জলপাইগুড়ি , আলিপুরদুয়ার , কোচবিহার , দার্জিলিঙের বিভিন্ন কোরোনা হাসপাতালে কাজে লাগানো হবে । জলপাইগুড়ি জেলায় একটি বড় স্টোর রুম করা হচ্ছে , যাতে আপদকালীন পরিস্থিতিতে এখান থেকেই জিনিসপত্রগুলি দেওয়া যায় । এছাড়া, মাল্টি চ্যানেল মনিটর, ECGসহ অন্যান্য মেশিনগুলি চলে আসছে । " পাশাপাশি তিনি জানান , গত সপ্তাহ থেকে জলপাইগুড়ি কোরোনা হাসপাতালে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করা হয়েছে । যেখানে খুব তাড়াতাড়ি কোরোনার রিপোর্ট পাওয়া যাবে ।

আলিপুরদুয়ার , 1 অগাস্ট : কোরোনা রোগীদের চিকিৎসার জন্য এবার উত্তরবঙ্গে আসছে ভেন্টিলেটর । আগামী এক সপ্তাহের মধ্যে জলপাইগুড়িসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় 250 টি ভেন্টিলেশন মেশিন এসে পৌঁছাবে । আজ এমনই জানালেন উত্তরবঙ্গের OSD সুশান্ত রায় ।

উত্তরবঙ্গের আলিপুরদুয়ার , জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহারের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে 150টি ভেন্টিলেটর আসবে । আর মালদা , দক্ষিণ দিনাজপুর , মুর্শিদাবাদের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে আসবে 100 টি ভেন্টিলেটর ।

এবিষয়ে সুশান্ত রায় বলেন , "আগামী এক সপ্তাহের মধ্যে বা তার আগেই এই ভেন্টিলেটরগুলি এসে পৌঁছে যাবে । কোরোনা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের দিকে বিশেষ নজর দিয়েছেন । ভেন্টিলেটরগুলিকে জলপাইগুড়ি , আলিপুরদুয়ার , কোচবিহার , দার্জিলিঙের বিভিন্ন কোরোনা হাসপাতালে কাজে লাগানো হবে । জলপাইগুড়ি জেলায় একটি বড় স্টোর রুম করা হচ্ছে , যাতে আপদকালীন পরিস্থিতিতে এখান থেকেই জিনিসপত্রগুলি দেওয়া যায় । এছাড়া, মাল্টি চ্যানেল মনিটর, ECGসহ অন্যান্য মেশিনগুলি চলে আসছে । " পাশাপাশি তিনি জানান , গত সপ্তাহ থেকে জলপাইগুড়ি কোরোনা হাসপাতালে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করা হয়েছে । যেখানে খুব তাড়াতাড়ি কোরোনার রিপোর্ট পাওয়া যাবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.