ETV Bharat / state

দুই দাঁতালের তাণ্ডবে তছনছ গ্রাম, গৃহহীন 60

আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানে হাতির তাণ্ডব । রাতে গ্রামের প্রায় 15টি বাড়ি ভেঙে গুড়িয়ে দেয় দুটি হাতি । আতঙ্কে গ্রামছাড়া এলাকাবাসী ।

alipurduar elephant
আলিপুরদুয়ারে হাতির হানা
author img

By

Published : Sep 6, 2020, 3:50 PM IST

আলিপুরদুয়ার, 6 সেপ্টেম্বর : খাবারের খোঁজে জনবসতি এলাকায় ঢুকে তাণ্ডবলীলা চালাল দুই বুনো দাঁতাল । প্রায় 15টি কাঁচা বাড়ি ও দোকান ভেঙে গুড়িয়ে দিয়েছে তারা । ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগান এলাকায় । স্থানীয় সূত্রে খবর, আজ ভোরে দুই বুনো হাতি তাসাটি চা বাগানে ঢুকে পড়ে । এরপর বাগানের সান্তাল লাইন, দামু লাইন, বালি লাইন, মিশন লাইন, হাট খোলা লাইনে শুরু করে তাণ্ডবলীলা ।

alipurduar elephant attack
হাতির তাণ্ডবে তছনছ গ্রাম

খাবারের খোঁজে একের পর এক বাড়ি ও দোকান গুড়িয়ে দেয় তারা । স্থানীয়দের দাবি, হাতি দুটি সান্তাল লাইনের বাসিন্দা প্রধান সান্তাল, মিলন সান্তাল, প্রধান মুন্ডা এবং সিরাজ বাঘোয়ারের দোকানের ঝাপ ভেঙে ফেলে । এরপর দামু লাইনে বেশকয়েকটি ঘর ভেঙে দেয় তারা । এই ভাবে একের পর এক ঘর ও দোকানে তাণ্ডব চালায় হাতি দুটি । পরে ভোরের আলো ফুটতেই জঙ্গলে ফিরে যায় তারা । রাতভর হাতির তাণ্ডবে গৃহহীন হয়ে পড়েছেন 60 জন গ্রামবাসী । আতঙ্কে ওই গ্রাম ছেড়ে পাশের গ্রামে আশ্রয় নিয়েছেন তাঁরা ।

alipurduar elephant attack
ভেঙে গিয়েছে ঘর

ক্ষতিগ্রস্তদের দাবি, "প্রায় প্রতি রাতেই গ্রামে হানা দেয় হাতির দল । গ্রামের সঞ্চিত চাল, ডাল, গম, আটা, শাক-সবজি খেয়ে ঘর-বাড়ি তছনছ করে তারা । হাতির হানায় আতঙ্কে দিন কাটাতে হয় তাঁদের ।" খবর পেয়েই আজ সকালে ঘটনাস্থান পরিদর্শনে যান জলদাপাড়া বন দপ্তরের আধিকারকিরা । তাঁরা জানিয়েছেন, হাতির তাণ্ডবে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে । পাশাপাশি নিয়ম মেনে ক্ষতিগ্রস্থদের আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন তাঁরা ।

আলিপুরদুয়ার, 6 সেপ্টেম্বর : খাবারের খোঁজে জনবসতি এলাকায় ঢুকে তাণ্ডবলীলা চালাল দুই বুনো দাঁতাল । প্রায় 15টি কাঁচা বাড়ি ও দোকান ভেঙে গুড়িয়ে দিয়েছে তারা । ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগান এলাকায় । স্থানীয় সূত্রে খবর, আজ ভোরে দুই বুনো হাতি তাসাটি চা বাগানে ঢুকে পড়ে । এরপর বাগানের সান্তাল লাইন, দামু লাইন, বালি লাইন, মিশন লাইন, হাট খোলা লাইনে শুরু করে তাণ্ডবলীলা ।

alipurduar elephant attack
হাতির তাণ্ডবে তছনছ গ্রাম

খাবারের খোঁজে একের পর এক বাড়ি ও দোকান গুড়িয়ে দেয় তারা । স্থানীয়দের দাবি, হাতি দুটি সান্তাল লাইনের বাসিন্দা প্রধান সান্তাল, মিলন সান্তাল, প্রধান মুন্ডা এবং সিরাজ বাঘোয়ারের দোকানের ঝাপ ভেঙে ফেলে । এরপর দামু লাইনে বেশকয়েকটি ঘর ভেঙে দেয় তারা । এই ভাবে একের পর এক ঘর ও দোকানে তাণ্ডব চালায় হাতি দুটি । পরে ভোরের আলো ফুটতেই জঙ্গলে ফিরে যায় তারা । রাতভর হাতির তাণ্ডবে গৃহহীন হয়ে পড়েছেন 60 জন গ্রামবাসী । আতঙ্কে ওই গ্রাম ছেড়ে পাশের গ্রামে আশ্রয় নিয়েছেন তাঁরা ।

alipurduar elephant attack
ভেঙে গিয়েছে ঘর

ক্ষতিগ্রস্তদের দাবি, "প্রায় প্রতি রাতেই গ্রামে হানা দেয় হাতির দল । গ্রামের সঞ্চিত চাল, ডাল, গম, আটা, শাক-সবজি খেয়ে ঘর-বাড়ি তছনছ করে তারা । হাতির হানায় আতঙ্কে দিন কাটাতে হয় তাঁদের ।" খবর পেয়েই আজ সকালে ঘটনাস্থান পরিদর্শনে যান জলদাপাড়া বন দপ্তরের আধিকারকিরা । তাঁরা জানিয়েছেন, হাতির তাণ্ডবে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে । পাশাপাশি নিয়ম মেনে ক্ষতিগ্রস্থদের আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.