ETV Bharat / state

Children drown in Torsa : তোর্সায় তলিয়ে গেল একই পরিবারের দুই নাবালিকা - তোর্ষা নদী

বুধবার দুপুর নাগাদ দুই নাবালিকা তোর্সা নদীর ধারে শৌচকর্ম করতে যায়। আচমকা পাড় ভাঙার ফলে দু'জনেই নদীতে তলিয়ে যায় । প্রত‍্যক্ষদর্শীরা তাদের বাঁচানোর জন‍্য প্রাণপণ চেষ্টা করেও শেষমেশ ব্যর্থ হয় ৷ তোর্সার প্রবল স্রোত দুই নাবালিকাকে ভাসিয়ে নিয়ে যায় ।

Torsha Child Death
জয়গাঁর তোর্ষায় তলিয়ে গেল একই পরিবারের দুই শিশু
author img

By

Published : Oct 20, 2021, 6:55 PM IST

Updated : Oct 21, 2021, 7:16 PM IST

আলিপুরদুয়ার, 20 অক্টোবর : ভারত-ভুটান সীমান্ত লাগোয়া জয়গাঁর তোর্সা নদীতে ভেসে গেল এক পরিবারের দুই কন‍্যাসন্তান। বুধবার মর্মান্তিক এই ঘটনা ঘটেছে জয়গাঁ এক নম্বর গ্ৰাম পঞ্চায়েতে ৷ সেখানকার ছোটো মেচিয়াবস্তি এলাকার বাসিন্দা সফিক আনসারির দুই কন‍্যা ৷ যার মধ্যে একজনের বয়স 8, অপরজনের বয়স 10।

এদিন দুপুর নাগাদ দুই নাবালিকা তোর্সা নদীর ধারে শৌচকর্ম করতে যায়। আচমকা পাড় ভাঙার ফলে দু'জনেই নদীতে তলিয়ে যায় । প্রত‍্যক্ষদর্শীরা শিশু দুটিকে বাঁচানোর জন‍্য প্রাণপণ চেষ্টা করেও শেষমেশ ব্যর্থ হয় ৷ তোর্সার প্রবল স্রোত দুই শিশুকে ভাসিয়ে নিয়ে যায় । ঘটনাস্থলে পৌঁছয় জয়গাঁ থানার পুলিশ । প্রবল স্রোতের কারণে এখনও পর্যন্ত দুই শিশুর উদ্ধারকাজ থমকে রয়েছে। ভুটান পাহাড়ে তিনদিন ধরে লাগাতার বৃষ্টির ফলে তোর্সা নদীতে জারি করা হয়েছে হলুদ সংকেত ৷

আরও পড়ুন : তোর্সায় উদ্ধার পূর্ণবয়স্ক গন্ডারের মৃতদেহ, শিং অক্ষত

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জয়গাঁ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা । তিনি জানান, প্রশাসন তলিয়ে যাওয়া দুই শিশুকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে । তিনি লাগাতার জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। তোর্ষার গ্রাসে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব এদের ক্ষতিপূরণের সিদ্ধান্ত নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ৷

আলিপুরদুয়ার, 20 অক্টোবর : ভারত-ভুটান সীমান্ত লাগোয়া জয়গাঁর তোর্সা নদীতে ভেসে গেল এক পরিবারের দুই কন‍্যাসন্তান। বুধবার মর্মান্তিক এই ঘটনা ঘটেছে জয়গাঁ এক নম্বর গ্ৰাম পঞ্চায়েতে ৷ সেখানকার ছোটো মেচিয়াবস্তি এলাকার বাসিন্দা সফিক আনসারির দুই কন‍্যা ৷ যার মধ্যে একজনের বয়স 8, অপরজনের বয়স 10।

এদিন দুপুর নাগাদ দুই নাবালিকা তোর্সা নদীর ধারে শৌচকর্ম করতে যায়। আচমকা পাড় ভাঙার ফলে দু'জনেই নদীতে তলিয়ে যায় । প্রত‍্যক্ষদর্শীরা শিশু দুটিকে বাঁচানোর জন‍্য প্রাণপণ চেষ্টা করেও শেষমেশ ব্যর্থ হয় ৷ তোর্সার প্রবল স্রোত দুই শিশুকে ভাসিয়ে নিয়ে যায় । ঘটনাস্থলে পৌঁছয় জয়গাঁ থানার পুলিশ । প্রবল স্রোতের কারণে এখনও পর্যন্ত দুই শিশুর উদ্ধারকাজ থমকে রয়েছে। ভুটান পাহাড়ে তিনদিন ধরে লাগাতার বৃষ্টির ফলে তোর্সা নদীতে জারি করা হয়েছে হলুদ সংকেত ৷

আরও পড়ুন : তোর্সায় উদ্ধার পূর্ণবয়স্ক গন্ডারের মৃতদেহ, শিং অক্ষত

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জয়গাঁ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা । তিনি জানান, প্রশাসন তলিয়ে যাওয়া দুই শিশুকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে । তিনি লাগাতার জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। তোর্ষার গ্রাসে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব এদের ক্ষতিপূরণের সিদ্ধান্ত নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ৷

Last Updated : Oct 21, 2021, 7:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.