ETV Bharat / state

White Backed Vulture: রাজাভাতখাওয়া প্রজনন কেন্দ্র থেকে মুক্ত হল 13টি হোয়াইট ব্যাকড শকুন, চলবে স্যাটেলাইটে নজরদারি - বনদফতর

প্রজনন কেন্দ্র রাজাভাতখাওয়া থেকে 13টি হোয়াইট ব্যাকড শকুনকে (White Backed Vulture) ছেড়ে দেওয়া হল। স্যাটেলাইটের মাধ্যমে নজরদারি চালানো হবে শকুনগুলির উপর ৷

White Backed Vulture
হোয়াইট ব্যাকড শকুন
author img

By

Published : Feb 12, 2023, 4:42 PM IST

রাজ্যের প্রজনন কেন্দ্র থেকে মুক্ত হল 13টি হোয়াইট ব্যাকড শকু

আলিপুরদুয়ার, 12 ফেব্রুয়ারি: বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়া শকুন প্রজনন কেন্দ্র (Raja bhat khawa Breeding Centre) থেকে ফের 13টি হোয়াইট ব্যাকড শকুনকে (White Backed Vulture) পরিবেশে মুক্ত করল বন দফতর । শুক্রবার রাজাভাতখাওয়া শকুন প্রজনন কেন্দ্র থেকে হোয়াইট ব্যাকড ও হিমালয়ান গ্রিফন প্রজাতির মোট 20টি শকুন পরিবেশে ছেড়ে দেয় বক্সা বন দফতর । জানা গিয়েছে, এদের মধ্যে রয়েছে 13টি হোয়াইট ব্যাক প্রজাতির শকুন রাজাভাতখাওয়া কেন্দ্রে প্রজনন হয়েছে এছাড়া বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হয়েছে 7টি হিমালয়ান গ্রিফেন প্রজাতির শকুন।

প্রসঙ্গত, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হারিয়ে যাওয়া শকুন প্রজননের উদ্যোগ গ্রহণ করে বন দফতর ও বোম্বে নাচারাল হিস্ট্রি সোসাইটি । বাম আমলে তৎকালীন বনমন্ত্রী অনন্ত রায় রাজাভাতখাওয়া শকুন প্রজনন কেন্দ্রটির উদ্বোধন করেছিলেন । 2021 সালে রাজাভাতখাওয়া থেকে পরীক্ষামূলকভাবে ধাপে ধাপে শকুন খোলা আকাশে ছাড়া শুরু হয় ।

জানা গিয়েছে, এবারে ছাড়া প্রত্যেকটি শকুনকেই ট্রান্সমিটার টারমিনালের সঙ্গে ট্যাগ করা হয়েছে । যার মাধ্যমে 24 ঘণ্টা স্যাটেলাইটের মাধ্যমে ছেড়ে দেওয়া শকুনগুলোর প্রতি নজরদারি করা হবে । এর আগেও শকুনগুলিকে কলার আইডি লাগিয়ে ছাড়া হয়েছিল । এরপর তাদের গতিবিধির উপর নজর রাখে বনদফতর । সেই পরীক্ষা সাফল্য হওয়ায় এই নিয়ে তিন দফায় মোট 31টি হোয়াইট ব্যাক এবং 50টি হিমালয়ান গ্রিফেন শকুন আকাশে ছাড়ল বনদফতর ।

সূত্রের খবর, মূলত বনদফতরের উদ্যোগেই বক্সা ব্যাঘ্র প্রকল্পের অধীনস্ত রাজাভাতখাওয়া'তে শকুন প্রজনন কেন্দ্র গড়ে তোলা হয়। বর্তমানে সফলভাবেই এই প্রজনন কেন্দ্রটি চলছে । এখানেও শুকুনদেরও আনাগোনা শুরু হয়েছে বলে জানা গিয়েছে । বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়া শকুন প্রয়োজন কেন্দ্রে 40টি হোয়াইট ব্যাক এবং 55টি লং বিল্ড ও স্লেন্ডার বিল্ড শকুন রয়েছে । আগামিদিনে এই শকুনগুলিকে ধাপে ধাপে পরিবেশে মুক্ত করে দেওয়া হবে বলে জানান বক্সা ব্যাঘ্র প্রকল্পের ডিএফডি প্রবীন খাসওয়ান । তিনি আরও জানান, স্যাটেলাইটের মাধ্যমে পরিবেশে ছেড়ে দেওয়া শকুনগুলির উপর নজরদারি চালানো হচ্ছে । তারা ভালোই আছে । 2021 সাল থেকে ধাপে ধাপে 31টি হোয়াইট ব্যাকড প্রজাতির শকুন ছাড়া হয়েছে পরিবেশে ।

আরও পড়ুন: গাজলডোবার মৎস্যজীবীদের রুটি-রুজি বদলে দিয়েছে পরিযায়ী পাখিরা

রাজ্যের প্রজনন কেন্দ্র থেকে মুক্ত হল 13টি হোয়াইট ব্যাকড শকু

আলিপুরদুয়ার, 12 ফেব্রুয়ারি: বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়া শকুন প্রজনন কেন্দ্র (Raja bhat khawa Breeding Centre) থেকে ফের 13টি হোয়াইট ব্যাকড শকুনকে (White Backed Vulture) পরিবেশে মুক্ত করল বন দফতর । শুক্রবার রাজাভাতখাওয়া শকুন প্রজনন কেন্দ্র থেকে হোয়াইট ব্যাকড ও হিমালয়ান গ্রিফন প্রজাতির মোট 20টি শকুন পরিবেশে ছেড়ে দেয় বক্সা বন দফতর । জানা গিয়েছে, এদের মধ্যে রয়েছে 13টি হোয়াইট ব্যাক প্রজাতির শকুন রাজাভাতখাওয়া কেন্দ্রে প্রজনন হয়েছে এছাড়া বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হয়েছে 7টি হিমালয়ান গ্রিফেন প্রজাতির শকুন।

প্রসঙ্গত, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হারিয়ে যাওয়া শকুন প্রজননের উদ্যোগ গ্রহণ করে বন দফতর ও বোম্বে নাচারাল হিস্ট্রি সোসাইটি । বাম আমলে তৎকালীন বনমন্ত্রী অনন্ত রায় রাজাভাতখাওয়া শকুন প্রজনন কেন্দ্রটির উদ্বোধন করেছিলেন । 2021 সালে রাজাভাতখাওয়া থেকে পরীক্ষামূলকভাবে ধাপে ধাপে শকুন খোলা আকাশে ছাড়া শুরু হয় ।

জানা গিয়েছে, এবারে ছাড়া প্রত্যেকটি শকুনকেই ট্রান্সমিটার টারমিনালের সঙ্গে ট্যাগ করা হয়েছে । যার মাধ্যমে 24 ঘণ্টা স্যাটেলাইটের মাধ্যমে ছেড়ে দেওয়া শকুনগুলোর প্রতি নজরদারি করা হবে । এর আগেও শকুনগুলিকে কলার আইডি লাগিয়ে ছাড়া হয়েছিল । এরপর তাদের গতিবিধির উপর নজর রাখে বনদফতর । সেই পরীক্ষা সাফল্য হওয়ায় এই নিয়ে তিন দফায় মোট 31টি হোয়াইট ব্যাক এবং 50টি হিমালয়ান গ্রিফেন শকুন আকাশে ছাড়ল বনদফতর ।

সূত্রের খবর, মূলত বনদফতরের উদ্যোগেই বক্সা ব্যাঘ্র প্রকল্পের অধীনস্ত রাজাভাতখাওয়া'তে শকুন প্রজনন কেন্দ্র গড়ে তোলা হয়। বর্তমানে সফলভাবেই এই প্রজনন কেন্দ্রটি চলছে । এখানেও শুকুনদেরও আনাগোনা শুরু হয়েছে বলে জানা গিয়েছে । বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়া শকুন প্রয়োজন কেন্দ্রে 40টি হোয়াইট ব্যাক এবং 55টি লং বিল্ড ও স্লেন্ডার বিল্ড শকুন রয়েছে । আগামিদিনে এই শকুনগুলিকে ধাপে ধাপে পরিবেশে মুক্ত করে দেওয়া হবে বলে জানান বক্সা ব্যাঘ্র প্রকল্পের ডিএফডি প্রবীন খাসওয়ান । তিনি আরও জানান, স্যাটেলাইটের মাধ্যমে পরিবেশে ছেড়ে দেওয়া শকুনগুলির উপর নজরদারি চালানো হচ্ছে । তারা ভালোই আছে । 2021 সাল থেকে ধাপে ধাপে 31টি হোয়াইট ব্যাকড প্রজাতির শকুন ছাড়া হয়েছে পরিবেশে ।

আরও পড়ুন: গাজলডোবার মৎস্যজীবীদের রুটি-রুজি বদলে দিয়েছে পরিযায়ী পাখিরা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.