ETV Bharat / sports

চার বছরের কৌশলগত পরিকল্পনা ঘোষণা বিশ্ব অ্যাথলেটিক্স- এর - বিশ্ব অ্যাথলেটিক্স এর নতুন পরিকল্পনা

লকডাউন পরবর্তী সময়ে অ্যাথলেটিক্স কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চার বছরের নতুন কৌশলগত পরিকল্পনা ঘোষণা করল বিশ্ব অ্যাথলেটিক্স । একইসঙ্গে দেওয়া হল অলিম্পিকে যোগ্যতা নির্ণয়কারী আপডেট।

Image
অলিম্পিক
author img

By

Published : Jun 4, 2020, 6:12 PM IST

কোয়াই অন্তইনে ( মোনাকো ), 4 জুন: বুধবার নিজেদের নতুন ভাবে এগিয়ে যাওয়ার জন্য চার বছরের কৌশলগত পরিকল্পনা ঘোষণা করল বিশ্ব অ্যাথলেটিক্স।একইসঙ্গে ঘোষণা করা হল টোকিও অলিম্পিকে যোগ্যতা নির্ণয়কারী আপডেট । ফেডারেশনে 214 জন সদস্যের মধ্যে তিনবার অনলাইনে মিটিংয়ের পর এই ঘোষণা করা হয়।

সংস্থার পক্ষ থেকে জানানো হয় যে এর হেডকোয়ার্টারটি এই সপ্তাহে পুনরায় খোলা হয়েছে । এবং এই সুযোগটা কাজে লাগিয়েই এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে।

একটি বিবৃতি দিয়ে বিশ্ব অ্যাথলেটিক্সের তরফে জানানো হয়, “ তিনটি অনলাইন মিটিং হয়েছে, যেখানে বিশ্বজুড়ে সদস্যরা যোগ দিয়েছিলেন। বিশ্ব অ্যাথলেটিক্স এবং এর সদস্য ফেডারেশন গুলি অ্যাথলেটিক্সের দিক নির্ণয়ের ও পরবর্তী চার বছরের ক্রীড়াক্ষেত্রে সুযোগ ও প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করা হয়েছে।”

এই কৌশলগত পরিকল্পনার লক্ষ্য হল, অ্যাথলেটিক্স ও অ্যাথলিটদের শক্তি ও গ্রহণযোগ্যতাকে ব্যবহার করা। এবং একটি সুস্থ সবল পৃথিবী গড়ে তোলা। বিশ্ব অ্যাথলেটিক্স এর পক্ষ থেকে জানানো হয়, জুনের শেষ দিকে করি সম্পূর্ণ কৌশলগত পরিকল্পনাটি পাওয়া যাবে।

কোরোনা ভাইরাসের জেরে 2020 টোকিও অলিম্পিক স্থগিত করে দিতে হয়েছে । অলিম্পিকের পরবর্তী দিনক্ষণ ঠিক করা হয়েছে 2021 সালের 23 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত । প্যারা অলিম্পিক হবে 2021 সালের 24 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত।

অলিম্পিকের যোগ্যতা নির্ণয়কারী ম্যাচগুলো স্থগিত করা হয়েছিল 6 এপ্রিল থেকে। বিশ্ব অ্যাথলেটিক্স এদিন ঘোষণা করে 1 ডিসেম্বর থেকে পুনরায় তা শুরু করা হবে ।

বিশ্ব অ্যাথলেটিক্স এর পক্ষ থেকে আজ এটাও জানিয়ে দেয়া হয় যে যোগ্যতা নির্ণয়ের মাপকাঠি থাকছে। 2019 সালে যোগ্যতা অর্জনকারী খেলাগুলো শুরু হওয়ার পর থেকে যে সমস্ত অ্যাথলিট যোগ্যতা অর্জন করেছেন তাঁরা অলিম্পিকে সরাসরি অংশ নেবেন । অন্যান্য অ্যাথলিটদের বর্ধিত সময়ের মধ্যে যোগ্যতা অর্জন করতে হবে।

বিশ্ব অ্যাথলেটিক্স এর সভাপতি সেবাস্তিয়ান কয়ি (coe) বলেন, “প্রতিকূল পরিস্থিতি থেকে উত্তরণ এবং দিক নির্ণয়ের জন্য সদস্য ফেডারেশনের সঙ্গে সর্বদা যোগাযোগ বজায় রাখতে হবে। ”

কোয়াই অন্তইনে ( মোনাকো ), 4 জুন: বুধবার নিজেদের নতুন ভাবে এগিয়ে যাওয়ার জন্য চার বছরের কৌশলগত পরিকল্পনা ঘোষণা করল বিশ্ব অ্যাথলেটিক্স।একইসঙ্গে ঘোষণা করা হল টোকিও অলিম্পিকে যোগ্যতা নির্ণয়কারী আপডেট । ফেডারেশনে 214 জন সদস্যের মধ্যে তিনবার অনলাইনে মিটিংয়ের পর এই ঘোষণা করা হয়।

সংস্থার পক্ষ থেকে জানানো হয় যে এর হেডকোয়ার্টারটি এই সপ্তাহে পুনরায় খোলা হয়েছে । এবং এই সুযোগটা কাজে লাগিয়েই এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে।

একটি বিবৃতি দিয়ে বিশ্ব অ্যাথলেটিক্সের তরফে জানানো হয়, “ তিনটি অনলাইন মিটিং হয়েছে, যেখানে বিশ্বজুড়ে সদস্যরা যোগ দিয়েছিলেন। বিশ্ব অ্যাথলেটিক্স এবং এর সদস্য ফেডারেশন গুলি অ্যাথলেটিক্সের দিক নির্ণয়ের ও পরবর্তী চার বছরের ক্রীড়াক্ষেত্রে সুযোগ ও প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করা হয়েছে।”

এই কৌশলগত পরিকল্পনার লক্ষ্য হল, অ্যাথলেটিক্স ও অ্যাথলিটদের শক্তি ও গ্রহণযোগ্যতাকে ব্যবহার করা। এবং একটি সুস্থ সবল পৃথিবী গড়ে তোলা। বিশ্ব অ্যাথলেটিক্স এর পক্ষ থেকে জানানো হয়, জুনের শেষ দিকে করি সম্পূর্ণ কৌশলগত পরিকল্পনাটি পাওয়া যাবে।

কোরোনা ভাইরাসের জেরে 2020 টোকিও অলিম্পিক স্থগিত করে দিতে হয়েছে । অলিম্পিকের পরবর্তী দিনক্ষণ ঠিক করা হয়েছে 2021 সালের 23 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত । প্যারা অলিম্পিক হবে 2021 সালের 24 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত।

অলিম্পিকের যোগ্যতা নির্ণয়কারী ম্যাচগুলো স্থগিত করা হয়েছিল 6 এপ্রিল থেকে। বিশ্ব অ্যাথলেটিক্স এদিন ঘোষণা করে 1 ডিসেম্বর থেকে পুনরায় তা শুরু করা হবে ।

বিশ্ব অ্যাথলেটিক্স এর পক্ষ থেকে আজ এটাও জানিয়ে দেয়া হয় যে যোগ্যতা নির্ণয়ের মাপকাঠি থাকছে। 2019 সালে যোগ্যতা অর্জনকারী খেলাগুলো শুরু হওয়ার পর থেকে যে সমস্ত অ্যাথলিট যোগ্যতা অর্জন করেছেন তাঁরা অলিম্পিকে সরাসরি অংশ নেবেন । অন্যান্য অ্যাথলিটদের বর্ধিত সময়ের মধ্যে যোগ্যতা অর্জন করতে হবে।

বিশ্ব অ্যাথলেটিক্স এর সভাপতি সেবাস্তিয়ান কয়ি (coe) বলেন, “প্রতিকূল পরিস্থিতি থেকে উত্তরণ এবং দিক নির্ণয়ের জন্য সদস্য ফেডারেশনের সঙ্গে সর্বদা যোগাযোগ বজায় রাখতে হবে। ”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.