মেলবোর্ন, 4 জুন: ফের প্রতিযোগিতামূলক ক্রিকেটেফিরতে চলেছে অস্ট্রেলিয়ায়। একটি টি-20 ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে চলেছেঅস্ট্রেলিয়ার ডারউইনে। মার্চ মাস থেকেই বিশ্বব্যাপী কোন ভাইরাসের প্রকোপে ক্রিকেটবন্ধ আছে।
অস্ট্রেলিয়ানক্রিকেট বোর্ডের হিসেব অনুযায়ী এ টুর্নামেন্ট হবে । ডারউইন প্রিমিয়ার গ্রিড এরসাতটি ক্লাব ও অন্য একটি দল আমন্ত্রিত হবে।
রাউন্ডরবিন ফরমেটের 15 টিম্যাচ খেলা হবে 6 জুন থেকে8 জুনেরমধ্যে । ম্যাচ গুলি হবে মারারা ক্রিকেট গ্রাউন্ড, গার্ডেন ওভাল, ও কাজলি ওভালে।
রিপোর্টেবলা হয়েছে যে প্রায় 200 জনদর্শকের খেলা দেখার জন্য অনুমতি দেয়া হবে। কারণ 21 মে এর পর থেকে ওই এলাকায় একটিওকোরোনা পজেটিভ সামনে আসেনি ।
তবেবলে লালা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা দেয়া হবে কিনা তা এখনও ঠিক হয়নি। ডারউইনক্রিকেট ম্যানেজমেন্ট এর চেয়ারম্যান লাচ্লান বেয়ার্ড জানান তারা ক্রিকেটঅস্ট্রেলিয়ার উত্তরের অপেক্ষায় আছেন।
চলতিবছরের 28 অক্টোবরথেকে 15 ইনভেম্বর পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়া পুরুষদের টি-20 বিশ্বকাপ আয়োজন করার কথা ছিল । যদিওকোরোনা ভাইরাস পরবর্তী পরিস্থিতিতে এই টুর্নামেন্টের আয়োজন এখন বিশবাঁও জলে।