ETV Bharat / sports

দুর্নীতিতে অভিযুক্ত তিন শ্রীলঙ্কান ক্রিকেটার, তদন্ত শুরু ICCর

author img

By

Published : Jun 4, 2020, 8:39 PM IST

শ্রীলঙ্কা তিন ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত শুরু ICCর। তবে এই তিন ক্রিকেটারকে বর্তমান জাতীয় দলের ক্রিকেটার নন বলে জানায় শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।

Image
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

কলম্বো, 4 জুন : দুর্নীতির অভিযোগে তিনজনশ্রীলঙ্কান ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত শুরু করল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।বুধবার শ্রীলংকা ক্রিকেট বোর্ডের একজন আধিকারিক এই কথা জানান ।

তবেতিনি এটাও পরিষ্কার করে দেন যে বর্তমান শ্রীলঙ্কা দলের কোন ক্রিকেটারের বিরুদ্ধেদুর্নীতির অভিযোগ নেই। ICCরদুর্নীতি দমন শাখা তিনজন প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ।যদিওকোন তিন ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে তা জানাননি সেই আধিকারিক ।

শ্রীলঙ্কারক্রীড়ামন্ত্রী দুল্লাস আলাহাপারুমা মঙ্গলবার ইঙ্গিত দিয়েছিলেন ম্যাচ ফিক্সিংনিয়ে 3 বর্তমানক্রিকেটার এর বিরুদ্ধে ICC তদন্তকরতে পারে । তারপরই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে এই বিবৃতি দেয়া হয়

বোনেরতরফ একটি বিবৃতি দিয়ে জানানো হয়," সম্মানীয় মন্ত্রীর তরফে যা জানানোহয়েছে, তা হল ICCর দুর্নীতি দমন শাখা তিনজন প্রাক্তনক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত করবে। বর্তমান জাতীয় দলের কোনও ক্রিকেটারের বিরুদ্ধেনয় ।"

যদিওবিশ্বক্রিকেটের নিয়ামক সংস্থার তরফে এই বিষয়ে কোন মন্তব্য করা হয়নি।

গতবছর নভেম্বরে, শ্রীলঙ্কাক্রিকেটকে দুর্নীতিমুক্ত করতে ম্যাচ ফিক্সিং করলে কঠোর জরিমানার প্রবর্তন করা হয়।এছাড়া বেটিং এর উপর আরও কঠোর নিষেধজ্ঞা জারি করা হয় ।

দেশেম্যাচ ফিক্সিং কে বেআইনি ঘোষণা করা হয়। কিন্তু নতুন গাইডলাইন অনুযায়ী শ্রীলঙ্কারকোন অধিবাসী যদি দেশের বাইরেও ম্যাচ ফিক্সিং এ ধরা পড়েন তাহলে তার বিরুদ্ধে কঠোরব্যবস্থা নেয়া হবে। অভিযোগ প্রমাণিত হলে তার দশ বছরের জেল পর্যন্ত হতে পারে।

কলম্বো, 4 জুন : দুর্নীতির অভিযোগে তিনজনশ্রীলঙ্কান ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত শুরু করল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।বুধবার শ্রীলংকা ক্রিকেট বোর্ডের একজন আধিকারিক এই কথা জানান ।

তবেতিনি এটাও পরিষ্কার করে দেন যে বর্তমান শ্রীলঙ্কা দলের কোন ক্রিকেটারের বিরুদ্ধেদুর্নীতির অভিযোগ নেই। ICCরদুর্নীতি দমন শাখা তিনজন প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ।যদিওকোন তিন ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে তা জানাননি সেই আধিকারিক ।

শ্রীলঙ্কারক্রীড়ামন্ত্রী দুল্লাস আলাহাপারুমা মঙ্গলবার ইঙ্গিত দিয়েছিলেন ম্যাচ ফিক্সিংনিয়ে 3 বর্তমানক্রিকেটার এর বিরুদ্ধে ICC তদন্তকরতে পারে । তারপরই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে এই বিবৃতি দেয়া হয়

বোনেরতরফ একটি বিবৃতি দিয়ে জানানো হয়," সম্মানীয় মন্ত্রীর তরফে যা জানানোহয়েছে, তা হল ICCর দুর্নীতি দমন শাখা তিনজন প্রাক্তনক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত করবে। বর্তমান জাতীয় দলের কোনও ক্রিকেটারের বিরুদ্ধেনয় ।"

যদিওবিশ্বক্রিকেটের নিয়ামক সংস্থার তরফে এই বিষয়ে কোন মন্তব্য করা হয়নি।

গতবছর নভেম্বরে, শ্রীলঙ্কাক্রিকেটকে দুর্নীতিমুক্ত করতে ম্যাচ ফিক্সিং করলে কঠোর জরিমানার প্রবর্তন করা হয়।এছাড়া বেটিং এর উপর আরও কঠোর নিষেধজ্ঞা জারি করা হয় ।

দেশেম্যাচ ফিক্সিং কে বেআইনি ঘোষণা করা হয়। কিন্তু নতুন গাইডলাইন অনুযায়ী শ্রীলঙ্কারকোন অধিবাসী যদি দেশের বাইরেও ম্যাচ ফিক্সিং এ ধরা পড়েন তাহলে তার বিরুদ্ধে কঠোরব্যবস্থা নেয়া হবে। অভিযোগ প্রমাণিত হলে তার দশ বছরের জেল পর্যন্ত হতে পারে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.