ETV Bharat / sports

ক্রিকেটে COVID পরিবর্তন নিয়ে চিন্তাভাবনা ICC-র - আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল

টেস্ট ম্যাচের COVID 19 লাইক ফর লাইক পরিবর্তন নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ।

Image
Covid-19 substitute in cricket
author img

By

Published : Jun 6, 2020, 1:39 AM IST

লন্ডন, 5 জুন: টেস্ট ম্যাচ চলাকালীন যদি কোনও ক্রিকেটার কোরোনা আক্রান্ত হয় তাহলে তাঁর পরিবর্ত নামানোর বিষয়টি নিয়ে আলোচনা করছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC)। আজ এ কথা জানান ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের স্পেশাল প্রজেক্ট ডিরেক্টর স্টিভ এলোর্দি।

বর্তমান ক্রিকেটে লাইক ফর লাইক পরিবর্তন করা যায়। তবে তা শুধুমাত্র কনকাশন এর সময় প্রযোজ্য। অর্থাৎ ক্রিকেটার যদি মাথায় চোট পায় তবে তার পরিবর্ত মাঠে নামতে পারে।অন্যান্য চোটের জন্য একজন ফিল্ডার মাঠে নামতে পারে কিন্তু তিনি ব্যাট বল কিছুই করতে পারবেন না।

স্কাই স্পোর্টসে একটি সাক্ষাৎকার দেওয়ার সময় এলোর্দি বলেন, “ COVID পরিবর্তন নিয়ে ইতিমধ্যে ICC নিজেদের মধ্যে আলোচনা করছে। আমি এই বিষয়ে আলোচনা হতে দেখেছি। এবং আমি আশাবাদী হয়তো ICC এটার অনুমতি দেবে, বিশেষ করে টেস্ট ম্যাচের ক্ষেত্রে।"

যদি ICC-র তরফে COVID-19 পরিবর্তন দেওয়া হয়, তাহলে তা আসন্ন ওয়েস্ট ইন্ডিজ় ও ইংল্যান্ডের তিন ম্যাচের টেস্ট সিরিজ়ে দেখা যেতে পারে।

সূচি অনুযায়ী ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ় প্রথম টেস্ট হতে চলেছে 8 জুলাই ।দ্বিতীয় ম্যাচ ওল্ড ট্রাফোর্ডে 16 জুলাই। ওল্ড ট্রাফোর্ডে তৃতীয় ম্যাচটি হবে 24 জুলাই।

ক্রিকেটারদের মধ্যে কোনও ভাইরাসের সংক্রমণ রুখতে ICCর ক্রিকেট কমিটি ইতিমধ্যে বলে লালার ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারির প্রস্তাব দিয়েছে।

লন্ডন, 5 জুন: টেস্ট ম্যাচ চলাকালীন যদি কোনও ক্রিকেটার কোরোনা আক্রান্ত হয় তাহলে তাঁর পরিবর্ত নামানোর বিষয়টি নিয়ে আলোচনা করছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC)। আজ এ কথা জানান ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের স্পেশাল প্রজেক্ট ডিরেক্টর স্টিভ এলোর্দি।

বর্তমান ক্রিকেটে লাইক ফর লাইক পরিবর্তন করা যায়। তবে তা শুধুমাত্র কনকাশন এর সময় প্রযোজ্য। অর্থাৎ ক্রিকেটার যদি মাথায় চোট পায় তবে তার পরিবর্ত মাঠে নামতে পারে।অন্যান্য চোটের জন্য একজন ফিল্ডার মাঠে নামতে পারে কিন্তু তিনি ব্যাট বল কিছুই করতে পারবেন না।

স্কাই স্পোর্টসে একটি সাক্ষাৎকার দেওয়ার সময় এলোর্দি বলেন, “ COVID পরিবর্তন নিয়ে ইতিমধ্যে ICC নিজেদের মধ্যে আলোচনা করছে। আমি এই বিষয়ে আলোচনা হতে দেখেছি। এবং আমি আশাবাদী হয়তো ICC এটার অনুমতি দেবে, বিশেষ করে টেস্ট ম্যাচের ক্ষেত্রে।"

যদি ICC-র তরফে COVID-19 পরিবর্তন দেওয়া হয়, তাহলে তা আসন্ন ওয়েস্ট ইন্ডিজ় ও ইংল্যান্ডের তিন ম্যাচের টেস্ট সিরিজ়ে দেখা যেতে পারে।

সূচি অনুযায়ী ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ় প্রথম টেস্ট হতে চলেছে 8 জুলাই ।দ্বিতীয় ম্যাচ ওল্ড ট্রাফোর্ডে 16 জুলাই। ওল্ড ট্রাফোর্ডে তৃতীয় ম্যাচটি হবে 24 জুলাই।

ক্রিকেটারদের মধ্যে কোনও ভাইরাসের সংক্রমণ রুখতে ICCর ক্রিকেট কমিটি ইতিমধ্যে বলে লালার ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারির প্রস্তাব দিয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.