ETV Bharat / sports

Tokyo Paralympics 2020 : ইতিহাস গড়ে টেবিল টেনিসের সেমিফাইনালে ভাবিনা - সেমিফাইনালে ভাবিনা

ভাবিনা প্যাটেলের হাত ধরে প্রথমবার প্যারালিম্পিকসের টেবিল টেনিসে পদক জয়ের স্বপ্ন দেখছেন দেশবাসী ৷

Tokyo Paralympics 2020
Tokyo Paralympics 2020
author img

By

Published : Aug 27, 2021, 5:16 PM IST

টোকিয়ো, 27 অগস্ট : সেমিফাইনালে পৌঁছে গেলেন ভাবিনা প্যাটেল ৷ আজ টোকিয়োয় চলতি প্যারালিম্পিকসের মেয়েদের টেবিল টেনিস সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে সার্বিয়ার বরিসলাভা ব়্যানকোভিচের মুখোমুখি হয়েছিলেন ভাবিনা ৷ বিশ্ব ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে থাকা সার্বিয়ান তারকাকে হারিয়ে সেমিফাইনালে পা রাখলেন ভারতীয় প্যাডলার ৷ তাঁর পক্ষে ম্যাচের ফলাফল 11-5, 11-6, 11-7 ৷ ভাবিনা প্যাটেলের হাত ধরে প্রথমবার প্যারালিম্পিকসের টেবিল টেনিসে পদক জয়ের স্বপ্ন দেখছে দেশবাসী ৷ পদক জয়ের থেকে মাত্র একধাপ দূরে তিনি ৷

অথচ প্যারালিম্পিকসের শুরুটা মোটেও ভাল হয়নি ভাবিনার ৷ গ্রুপের প্রথম ম্যাচে হার দিয়ে প্রতিযোগিতা শুরু করেছিলেন তিনি ৷ বিশ্বের একনম্বর প্যারা টেবিল টেনিস তারকা ঝৌ ইংয়ের বিরুদ্ধে হেরে যান ৷ কিন্তু এরপরই দুরন্ত প্রত্যাবর্তন দেখা গিয়েছে ভাবিনার ৷ প্রথম ম্যাচে হার থেকে সেমিফাইনালে পা দিলেন তিনি ৷ এই যাত্রাপথে ভাবিনা ক্রমতালিকায় থাকা বিশ্বের অষ্টম ও নবম স্থানাধিকারীকে হারিয়েছেন ৷ এরপর কোয়ার্টার ফাইনালে বিশ্বের দ্বিতীয় সেরা প্যারা টেবিল টেনিস খেলোয়াড় বরিসলাভাকেও হারিয়ে দিলেন ৷ তাও আবার স্ট্রেট গেমে ৷

আরও পড়ুন : Chris Cairns : হার্টে অস্ত্রোপচার চলাকালীনই স্ট্রোক, পক্ষাঘাতে আক্রান্ত ক্রিস কেয়ার্নস

এর আগে গ্রেট ব্রিটেনের মেগান শ্যাকলেটনকে হারিয়ে শেষ ষোলোয় পা রাখেন ভারতীয় প্যাডলার ৷ এরপর কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচে তাঁর প্রতিপক্ষ ছিলেন ব্রাজিলের জোয়েস দি ওলিভিয়েরা ৷ 3-0 ব্যবধানে ব্রাজিলিয়ান প্যাডলারকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখেন ভাবিনা ৷

টোকিয়ো, 27 অগস্ট : সেমিফাইনালে পৌঁছে গেলেন ভাবিনা প্যাটেল ৷ আজ টোকিয়োয় চলতি প্যারালিম্পিকসের মেয়েদের টেবিল টেনিস সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে সার্বিয়ার বরিসলাভা ব়্যানকোভিচের মুখোমুখি হয়েছিলেন ভাবিনা ৷ বিশ্ব ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে থাকা সার্বিয়ান তারকাকে হারিয়ে সেমিফাইনালে পা রাখলেন ভারতীয় প্যাডলার ৷ তাঁর পক্ষে ম্যাচের ফলাফল 11-5, 11-6, 11-7 ৷ ভাবিনা প্যাটেলের হাত ধরে প্রথমবার প্যারালিম্পিকসের টেবিল টেনিসে পদক জয়ের স্বপ্ন দেখছে দেশবাসী ৷ পদক জয়ের থেকে মাত্র একধাপ দূরে তিনি ৷

অথচ প্যারালিম্পিকসের শুরুটা মোটেও ভাল হয়নি ভাবিনার ৷ গ্রুপের প্রথম ম্যাচে হার দিয়ে প্রতিযোগিতা শুরু করেছিলেন তিনি ৷ বিশ্বের একনম্বর প্যারা টেবিল টেনিস তারকা ঝৌ ইংয়ের বিরুদ্ধে হেরে যান ৷ কিন্তু এরপরই দুরন্ত প্রত্যাবর্তন দেখা গিয়েছে ভাবিনার ৷ প্রথম ম্যাচে হার থেকে সেমিফাইনালে পা দিলেন তিনি ৷ এই যাত্রাপথে ভাবিনা ক্রমতালিকায় থাকা বিশ্বের অষ্টম ও নবম স্থানাধিকারীকে হারিয়েছেন ৷ এরপর কোয়ার্টার ফাইনালে বিশ্বের দ্বিতীয় সেরা প্যারা টেবিল টেনিস খেলোয়াড় বরিসলাভাকেও হারিয়ে দিলেন ৷ তাও আবার স্ট্রেট গেমে ৷

আরও পড়ুন : Chris Cairns : হার্টে অস্ত্রোপচার চলাকালীনই স্ট্রোক, পক্ষাঘাতে আক্রান্ত ক্রিস কেয়ার্নস

এর আগে গ্রেট ব্রিটেনের মেগান শ্যাকলেটনকে হারিয়ে শেষ ষোলোয় পা রাখেন ভারতীয় প্যাডলার ৷ এরপর কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচে তাঁর প্রতিপক্ষ ছিলেন ব্রাজিলের জোয়েস দি ওলিভিয়েরা ৷ 3-0 ব্যবধানে ব্রাজিলিয়ান প্যাডলারকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখেন ভাবিনা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.