টোকিয়ো, 24 জুলাই : বক্সিংয়ে পদকের আশা শেষ হয়ে গেল বিকাশ কৃষাণের ৷ 69 কেজি বিভাগের প্রথম রাউন্ডে হেরে ছিটকে গেলেন হরিয়ানার এই বক্সার ৷ প্রথম রাউন্ডে বিকাশের প্রতিপক্ষ ছিল জাপানের সেওনরেটস ওকাজাওয়া ৷ ঘরের মাঠে জাপানি প্রতিপক্ষ বিকাশকে 5-0তে উড়িয়ে দেন ৷ ভারতের পুরুষ বক্সারদের মধ্যে অন্যতম অভিজ্ঞ 29 বছরের বিকাশ কৃষাণ ৷ এই নিয়ে তিনবার অলিম্পিকসের মঞ্চে পা রাখা তাঁর ৷ কিন্তু অভিজ্ঞতা কাজে লাগল না ৷ টোকিয়ো অলিম্পিকসে বিকাশ কৃষাণের দৌড় শেষ হয়ে গেল প্রথম রাউন্ডেই ৷
এদিন প্রতিপক্ষের পাঞ্চে রীতিমতো রক্তাক্ত হন ভারতের বিকাশ ৷ তাঁর বাঁ চোখে আঘাত লাগে ৷ তার আগে প্রথম রাউন্ডে ঘাড়ে চোট লাগে বিকাশ কিষাণের ৷ সেই চোট নিয়ে লড়াই চালালেও জাপানি প্রতিপক্ষের সঙ্গে পেরে ওঠেননি তিনি ৷
আরও পড়ুন: Tokyo olympics : অলিম্পিকসে সুপার সানডে, লড়াইয়ে নামবেন সানিয়া-সিন্ধু-মেরি
শনিবার টোকিও অলেম্পিকসে একমাত্র ভারতীয় বক্সার হিসেবে রিংয়ে নেমেছিলেন বিকাশ কিষাণ ৷ শেষ পর্যন্ত তাঁকে বিশ্রিভাবে হারতে হল ৷ যদিও গত বছর এই জাপানি প্রতিপক্ষকেই অলিম্পিকস কোয়ালিফায়ারে হারিয়েছিলেন বিকাশ ৷