টোকিয়ো , 4 অগস্ট : টোকিয়ো অলিম্পিকসে রেসলিংয়ে 57 কেজি বিভাগের সেমিফাইনালে পৌঁছালেন ভারতীয় রেসলার রবি দাহিয়া ৷ কোয়ার্টার ফাইনালে হারালেন বুলগেরিয়ার জর্জি ভানগেলভকে ৷
বুলগেরিয়ান প্রতিযোগীকে হারালেন 14-4 ব্যবধানে ৷ 2016 সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকজয়ী জর্জি ভানগেলভ ছিলেন দুরন্ত ফর্মে ৷ কিন্তু দাহিয়ার সামনে দাঁড়াতে পারেননি তিনি ৷ এর আগে প্রি-কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার প্রতিযোগীকে হারান ভারতীয় রেসলার ৷ রাউন্ড অফ 16 বাউটে হারালেন কলম্বিয়ার এদুয়ার্দো টিগ্রেরসকে ৷
আরও পড়ুন : Tokyo Olympics : লভলিনার জন্য প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা মুখ্যমন্ত্রীর, ম্যাচ চলাকালীন বন্ধ থাকবে বিধানসভা
57 কেজি বিভাগে টুর্নামেন্টের চতুর্থ বাছাই ফ্রি-স্টাইল রেসলার রবি দাহিয়া প্রথম থেকেই প্রতিপক্ষ রেসলারের বিরুদ্ধে দাপট দেখিয়েছেন ৷ তবে কামব্যাকও করেছেন এদুয়ার্দো ৷ দ্বিতীয় পিরিয়ডে অপ্রতিরোধ্য দেখায় দাহিয়াকে ৷ প্রতিপক্ষকে প্রায় বিনা বাধায় ধরাশায়ী করেন ভারতীয় রেসলার ৷ প্রি-কোয়ার্টার ফাইনালে খেলার ফলাফল ছিল 13 -2 ৷