টোকিয়ো, 25 জুলাই : টেবিল টেনিস সিঙ্গলসে দেশের মেয়েরা জয় দিয়ে শুভ সূচনা করেছে ৷ সিঙ্গলসের প্রথম রাউন্ডে সুতীর্থা মুখোপাধ্যায়, মণিকা বাত্রারা দাপুটে জয় পেয়েছেন ৷ কিন্তু হতাশ করল পুরুষ বিভাগ ৷ পুরুষদের একক বিভাগের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গেলেন সাথিয়ান গণেশাকরন ৷ প্রথম রাউন্ডে বাই পেয়েছিলেন এই টিটি তারকা ৷ আজ টোকিয়োর মেট্রোপলিটান জিমন্যাসিয়াম স্টেডিয়ামে হংকংয়ের প্রতিপক্ষের বিরুদ্ধে 3-4 এ হেরে ছিটকে গেলেন ৷
ম্যাচ হারলেও হংকংয়ের প্রতিপক্ষ সিউ হাং ল্যামের বিরুদ্ধে ভাল লড়াই দিয়েছেন সাথিয়ান ৷ ক্রমতালিকায় নিজের থেকে নিচে থাকা প্রতিযোগীর বিরুদ্ধে ম্যাচের শুরুটা ভাল হয়নি তাঁর ৷ প্রথম গেম হারেন 7-11 ব্যবধানে ৷ দ্বিতীয় গেমে দুরন্ত কামব্যাক করেন ৷ দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ গেমে তাঁর স্কোর ছিল যথাক্রমে 11-7, 11-4 and 11-5 ৷ কিন্তু পঞ্চম ও ষষ্ঠ গেম যথাক্রমে 9-11, 10-12 কম ব্যবধানে হেরে যান ৷
-
Siu Hang Lam of #HKG snatched a come-from-behind 4-3 win against Sathiyan Gnanasekaran in the Men's Table Tennis Singles match 🏓
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) July 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Tough luck, @sathiyantt! 🇮🇳#BestOfTokyo | #Tokyo2020 | #StrongerTogether | #UnitedByEmotion
">Siu Hang Lam of #HKG snatched a come-from-behind 4-3 win against Sathiyan Gnanasekaran in the Men's Table Tennis Singles match 🏓
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) July 25, 2021
Tough luck, @sathiyantt! 🇮🇳#BestOfTokyo | #Tokyo2020 | #StrongerTogether | #UnitedByEmotionSiu Hang Lam of #HKG snatched a come-from-behind 4-3 win against Sathiyan Gnanasekaran in the Men's Table Tennis Singles match 🏓
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) July 25, 2021
Tough luck, @sathiyantt! 🇮🇳#BestOfTokyo | #Tokyo2020 | #StrongerTogether | #UnitedByEmotion
আরও পড়ুন : Tokyo Olympics : জয়ের দোরগোড়া থেকে হার, ডবলসে প্রথম রাউন্ড থেকে বিদায় সানিয়া-রায়না জুটির
সপ্তম রাউন্ড বা ম্যাচ নির্ণায়ক রাউন্ডে স্নায়ুর চাপ ধরে রাখতে পারেননি সাথিয়ান ৷ আগের রাউন্ডের মতো লড়াই দিতে পারেননি শেষ রাউন্ডে ৷ অন্তিম রাউন্ডে তাঁর স্কোর ছিল 6-11 ৷