ETV Bharat / sports

Mirabai Chanu : জঙ্গল থেকে ভারী কাঠ বয়ে আনতেন, চানুর প্রতিভার পরিচয় 12 বছরেই

রিও অলিম্পিকসের ব্যর্থতায় ভেঙে পড়েছিলেন ৷ পরে নিজেকে সামলে ব্যর্থতা শিক্ষা নিয়ে অনুশীলনে ডুবে গিয়েছিলেন মীরাবাঈ চানু ৷ সেই পরিশ্রমের ফল পেলেন মীরাবাঈ চানু ৷

Mirabai Chanu
Mirabai Chanu
author img

By

Published : Jul 24, 2021, 3:22 PM IST

নয়াদিল্লি, 24 জুলাই : বয়স তখন বারো কি তেরো ৷ ওই বয়সেই কাঠের ভারী বোঝা জঙ্গল থেকে বয়ে নিয়ে আসত মেয়েটি ৷ যে বোঝা বইতে তার বড় ভাই পর্যন্ত হিমসিম খেত তা অবলীলায় তুলে ফেলত ৷ বাড়ির মেয়েটির শারীরিক ক্ষমতা সম্পর্কে তখনই ধারনা হয়ে যায় ইম্ফলের পরিবারটির ৷ মীরাবাঈ চানুর (Saikhom Mirabai Chanu) প্রতিভার পরিচয় সামনে আসে তখনই ৷ এক সময়ে জঙ্গলের সেই কাঠ কুড়ানি মেয়েটিই আজ অলিম্পিকসের (Tokyo Olympics) মঞ্চে তেরঙ্গা উড়িয়েছেন ৷ ভারোত্তোলনে জিতেছেন রুপোর পদক ৷

ছোট বয়সেই ভাইবোন মিলে কাঠ কুড়াতে জঙ্গলে যেতেন ৷ ইম্ফলের নোংপোক কাকচিংয়ের মেয়ে মীরাবাঈ চানুর পারিবারিক অবস্থাটা আলাদা করে বলে দিতে হয় না ৷ সেখান থেকে অলিম্পিকসের মঞ্চ ৷ লড়াইটা ছিল বরাবর ৷ চোট আঘাতও ভুগিয়েছে বারবার ৷ রিও অলিম্পিকসে 100 শতাংশ উজাড় করে দিয়েও পদক আসেনি ৷ প্রথমবার অলিম্পিকসে গিয়ে চোখের জলে মঞ্চ ছেড়েছিলেন ৷ স্বপ্নভঙ্গের কষ্টে কান্নায় ভেঙে পড়েছিলেন ৷ কিন্তু ছোট থেকে কঠিন লড়াইয়ের মধ্যে বড় হওয়া মীরাবাঈ জানতেন সাফল্যের কোনও শর্টকার্ট হয় না ৷ তাই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে অনুশীলনে ডুবে গিয়েছিলেন ৷

লাগাতার পরিশ্রমের ফল পান বছর খানেকের মধ্যেই ৷ 2017 সালে বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন ৷ এরপর 2018 কমনওয়েলথ গেমসে 48 বিভাগে জেতেন সোনা ৷ এতদিন চানুর কেরিয়ারে সেটাই ছিল সবচেয়ে বড় সাফল্য ৷ কিন্তু আজকের পারফরম্যান্স ছাপিয়ে গেল বাকি সব কিছুকে ৷ অলিম্পিকসের আগে কোচের সঙ্গে আমেরিকায় গিয়ে প্রশিক্ষণ নিয়েছিলেন ৷ কাঁধের চোট ভোগাচ্ছিল ৷ সেটারও চিকিৎসা করান ৷ অবশেষে পরিশ্রমের সাফল্য পেলেন পদক জয়ের মাধ্যমে ৷

আরও পড়ুন : Tokyo Olympics : দারুণ শুরু, চানুর সাফল্যে উচ্ছ্বসিত দেশ, অভিনন্দন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

এতদিন মণিপুর মানেই ছিল মেরি কম ৷ আন্তর্জাতিক মঞ্চে এই তারকা বক্সার দেশকে বহুবার সাফল্য এনে দিয়েছেন ৷ অলিম্পিকসেও পদক জিতেছেন ৷ মেরির পর এবার চানুর জন্যও গর্বিত মণিপুর ৷ কর্নম মালেশ্বরীর পর ভারোত্তোলনে অলিম্পিকস পদকজয়ী দ্বিতীয় ভারতীয় তিনি ৷

নয়াদিল্লি, 24 জুলাই : বয়স তখন বারো কি তেরো ৷ ওই বয়সেই কাঠের ভারী বোঝা জঙ্গল থেকে বয়ে নিয়ে আসত মেয়েটি ৷ যে বোঝা বইতে তার বড় ভাই পর্যন্ত হিমসিম খেত তা অবলীলায় তুলে ফেলত ৷ বাড়ির মেয়েটির শারীরিক ক্ষমতা সম্পর্কে তখনই ধারনা হয়ে যায় ইম্ফলের পরিবারটির ৷ মীরাবাঈ চানুর (Saikhom Mirabai Chanu) প্রতিভার পরিচয় সামনে আসে তখনই ৷ এক সময়ে জঙ্গলের সেই কাঠ কুড়ানি মেয়েটিই আজ অলিম্পিকসের (Tokyo Olympics) মঞ্চে তেরঙ্গা উড়িয়েছেন ৷ ভারোত্তোলনে জিতেছেন রুপোর পদক ৷

ছোট বয়সেই ভাইবোন মিলে কাঠ কুড়াতে জঙ্গলে যেতেন ৷ ইম্ফলের নোংপোক কাকচিংয়ের মেয়ে মীরাবাঈ চানুর পারিবারিক অবস্থাটা আলাদা করে বলে দিতে হয় না ৷ সেখান থেকে অলিম্পিকসের মঞ্চ ৷ লড়াইটা ছিল বরাবর ৷ চোট আঘাতও ভুগিয়েছে বারবার ৷ রিও অলিম্পিকসে 100 শতাংশ উজাড় করে দিয়েও পদক আসেনি ৷ প্রথমবার অলিম্পিকসে গিয়ে চোখের জলে মঞ্চ ছেড়েছিলেন ৷ স্বপ্নভঙ্গের কষ্টে কান্নায় ভেঙে পড়েছিলেন ৷ কিন্তু ছোট থেকে কঠিন লড়াইয়ের মধ্যে বড় হওয়া মীরাবাঈ জানতেন সাফল্যের কোনও শর্টকার্ট হয় না ৷ তাই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে অনুশীলনে ডুবে গিয়েছিলেন ৷

লাগাতার পরিশ্রমের ফল পান বছর খানেকের মধ্যেই ৷ 2017 সালে বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন ৷ এরপর 2018 কমনওয়েলথ গেমসে 48 বিভাগে জেতেন সোনা ৷ এতদিন চানুর কেরিয়ারে সেটাই ছিল সবচেয়ে বড় সাফল্য ৷ কিন্তু আজকের পারফরম্যান্স ছাপিয়ে গেল বাকি সব কিছুকে ৷ অলিম্পিকসের আগে কোচের সঙ্গে আমেরিকায় গিয়ে প্রশিক্ষণ নিয়েছিলেন ৷ কাঁধের চোট ভোগাচ্ছিল ৷ সেটারও চিকিৎসা করান ৷ অবশেষে পরিশ্রমের সাফল্য পেলেন পদক জয়ের মাধ্যমে ৷

আরও পড়ুন : Tokyo Olympics : দারুণ শুরু, চানুর সাফল্যে উচ্ছ্বসিত দেশ, অভিনন্দন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

এতদিন মণিপুর মানেই ছিল মেরি কম ৷ আন্তর্জাতিক মঞ্চে এই তারকা বক্সার দেশকে বহুবার সাফল্য এনে দিয়েছেন ৷ অলিম্পিকসেও পদক জিতেছেন ৷ মেরির পর এবার চানুর জন্যও গর্বিত মণিপুর ৷ কর্নম মালেশ্বরীর পর ভারোত্তোলনে অলিম্পিকস পদকজয়ী দ্বিতীয় ভারতীয় তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.