টোকিয়ো, 26 জুলাই : প্রথমে পিছিয়ে পড়েও ছিনিয়ে নিলেন জয় ৷ পর্তুগালের টিয়াগো অ্যাপোলিয়ার (Tiago Apolonia) বিরুদ্ধে 2-11 ব্যবধানে প্রথম গেম হেরে ম্যাচ শুরু করেছিলেন ভারতীয় টেবিল টেনিস তারকা শরথ কমল ৷ সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে 4-2 ব্যবধানে ম্যাচ জিতে তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন শরথ ৷ ম্যাচের ফলাফল 2-11, 11-8, 11-5, 9-11, 11-6, 11-9 ৷
টেবিল টেনিস সিঙ্গলসে দারুণ ছন্দে ভারতীয় প্যাডলাররা ৷ মহিলাদের সিঙ্গলসে সুতীর্থা মুখোপাধ্যায়, মণিকা বাত্রারা অলিম্পিকসের মঞ্চে দাপট দেখাচ্ছেন ৷ মণিকা ও সুতীর্থা যথাক্রমে তৃতীয় ও দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছেন ৷ যদিও দাপট দেখাতে পারছিলেন না দেশের ছেলেরা ৷ গতকাল জি সাথিয়ান বিদায় নেন ৷ টিটিতে ছেলেদের বিভাগে হতাশা মেটাল শরথের জয় ৷ টিয়াগো অ্যাপোলিয়ার প্রথম গেম হেরে যান শরথ ৷ পরের গেমেই ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জেতেন 11-8 ব্যবধানে ৷ পরের গেমও জিতে নেন ৷
আরও পড়ুন : Tokyo Olympics : তিরন্দাজিতে পদক জয়ের আভাস, কোয়ার্টার ফাইনালে অতনুরা
চতুর্থ গেমে প্রতিপক্ষ ফের ঘুরে দাঁড়ায় ৷ 9-11 ব্যবধানে চতুর্থ গেম হারলেও দমে যাননি ৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরের দুটি গেম জিতে পরের রাউন্ডে পা রাখলেন 38 বছরের এই টিটি তারকা ৷ প্রি কোয়ার্টারে ওঠার ম্যাচে তাঁর সামনে কঠিন লড়াই ৷ প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন চিনের মা লং ৷ টেবিল টেনিসে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নের বিরুদ্ধে শরথ কতটা লড়াই দিতে পারেন সেটাই দেখার ৷