টোকিয়ো, 27 জুলাই : টেবিল টেনিস সিঙ্গলসে পদকের আশা শেষ হয়ে গেল ৷ চিনা প্রতিপক্ষ লং মা-র বিরুদ্ধে 4-1 গেমে হেরে গেলেন শরথ কমল ৷ তবে বিশ্বের তিন নম্বর টেবিল টেনিস তারকাকে ভাল লড়াই দিয়েছিলেন শরথ ৷ কিন্তু জয়ের জন্য তা যথেষ্ট ছিল না ৷ ভারতীয় টেবিল টেনিস তারকার বিপক্ষে ম্যাচের ফলাফল 7-11, 11-8, 13-11, 4-11, 4-11 ৷
প্রথম গেমে 7-11 ব্যবধানে হার দিয়ে ম্যাচ শুরু করেন ৷ দ্বিতীয় গেম 11-8 ব্যবধানে জিতে নেন শরথ ৷ তৃতীয় গেম 13-11 একটুর জন্য হাতছাড়া করতে হয় ৷ পরের দুটি সেটে শরথকে প্রায় উড়িয়ে দেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং বর্তমানে টেবিল টেনিসে বিশ্ব চ্যাম্পিয়ন লং মা ৷ পরাজয়ের মুখ দেখলেও ক্রমতালিকার প্রথম সারিতে থাকা প্রতিযোগীর বিরুদ্ধে শরথ কমলের লড়াইকে বাহবা জানিয়েছেন ক্রীড়াপ্রেমীরা ৷
আরও পড়ুন : Tokyo Olympics : হল না লক্ষ্যভেদ, পদকের লড়াই থেকে বাইরে মনু-সৌরভ জুটি
এবারের অলিম্পিকসে আশা জাগিয়েছিলেন দেশের টেবিল টেনিস খেলোয়াড়রা ৷ প্রথমবার মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে পা রাখেন সুতীর্থা মুখোপাধ্যায় ও মণিকা বাত্রা ৷ মণিকা তৃতীয় রাউন্ডেও ওঠেন ৷ কিন্তু তার বেশি এগোতে পারেননি ৷ হেরে যান সুতীর্থাও ৷ গতকালই সিঙ্গলস থেকে বিদায় নেন দুজন ৷ পুরুষদের সিঙ্গলসে আগেই ছিটকে গিয়েছিলেন জি সাথিয়ান ৷ ফলে ভরসা বলতে ছিলেন একমাত্র শরথ কমল ৷ কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়নের কাছে হেরে তিনিও বিদায় নিলেন ৷