নয়াদিল্লি, 2 অগস্ট : টোকিয়ো যাওয়ার আগে দেশের অ্যাথলিটদের অনুপ্রাণিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ অলিম্পিকসে অংশ নেওয়া অ্যাথলিটদের মনোবল বাড়িয়েছিলেন ৷ ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুকে মোটিভেট করতে গিয়ে একসঙ্গে আইসক্রিম খাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ প্রধানমন্ত্রীর এই ব্যবহারে মুগ্ধ সিন্ধুর বাবা পিভি রামানা ৷ মেয়েকে নিয়ে গর্বে বুক ফুলে উঠেছে ৷ পিভি রামানা বলছেন, দেশে ফিরে অবশ্যই মোদিজির সঙ্গে আইসক্রিম খাবে সিন্ধু ৷
সোনা আসেনি ঠিকই ৷ তাতে গৌরব কিছু কম নয় ৷ টোকিয়ো অলিম্পিকসে ব্রোঞ্জ জয়ী পিভি সিন্ধুর জন্য গর্ব হচ্ছে তাঁর বাবা পিভি রামানা ও মা পি বিজয়ার ৷ প্রাক্তন ভলিবল খেলোয়াড় রামানা বলছেন, "সোনার আশা করেছিলাম ৷ একটু খারাপ লেগেছিল ঠিকই ৷ তবে মেয়ে ব্রোঞ্জ জেতায় খুব খুশি ৷ পদক তো এসেছে ৷ তা সোনা হোক বা ব্রোঞ্জ ৷ অলিম্পিকসে পদক জেতাটাই কঠিন বিষয় ৷ সেখানে সিন্ধু পরপর দুটো অলিম্পিকস থেকে মেডেল জিতল ৷ আমরা ওকে নিয়ে গর্বিত ৷"
রামানা বলেছেন, চিনা তাইপেই তাই জু ইং-য়ের বিরুদ্ধে সেমিফাইনাল হেরে খারাপ লেগেছিল সিন্ধুর ৷ বাড়িতে ফোন করে বলেছিলেন, দিনটা তাঁর ছিল না ৷ 26 বছরের মেয়েকে মোটিভেট করেন পিভি রামানা ৷ বলেন, "এই পদকটা আমাকে উপহার দিতে চাও এটা ভেবে খেল ৷ দেখবে সাফল্য আসবে ৷ বাস্তবেও সেটাই হয়েছে ৷"
আরও পড়ুন : P. V. Sindhu : জোড়া অলিম্পিকস পদক জয়, মোদি-মমতার শুভেচ্ছায় ভাসলেন সিন্ধু
রবিবার সিন্ধুর ম্যাচ জয়ের পর থেকে হায়দরাবাদে সিন্ধুর বাড়িতে ভিড় জমে যায় ৷ আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবরা অভিনন্দন জানাতে আসেন ৷ বাড়ির বাইরে সংবাদমাধ্যমের ভিড় লেগে ছিল ৷ যতদূর সম্ভব 3 অগস্ট দেশে ফিরছেন সিন্ধু ৷ মেয়েকে স্বাগত জানাতে তার আগে দিল্লি যেতে চান রামানা ৷