ETV Bharat / sports

Tokyo Olympics : নির্লজ্জ ! জিততে না পেরে রবির হাতে মরণ কামড়, ধুয়ে দিলেন নেটিজেনরা

author img

By

Published : Aug 6, 2021, 1:15 PM IST

সেমিফাইনালের বাউট শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগের ঘটনা ৷ রবি পিন ডাউন করার চেষ্টা করেছিলেন সানাইয়েভকে ৷ হার নিশ্চিত জেনেই রবির বাহুতে বিশাল কামড় বসান ৷ যন্ত্রণায় কাতরাতে থাকেন ভারতীয় কুস্তিগীর ৷

tokyo olympics 2020
tokyo olympics 2020

টোকিয়ো, 6 অগস্ট : পাড়ার কুস্তির আখড়া বা জেলাস্তরের কোনও প্রতিযোগিতায় এমন ঘটনা ঘটলে মেনে নেওয়া যেত ৷ তা বলে অলিম্পিকসের মঞ্চে ! বাউট চলাকালীন ভারতীয় কুস্তিগীর রবি দাহিয়াকে কামড়ে দিলেন প্রতিপক্ষ ৷ বুধবার 57 কেজি ফ্রিস্টাইল কুস্তির সেমিফাইনালের ম্যাচ চলাকালীন এই দৃশ্য দেখা গিয়েছে ৷ আন্তর্জাতিক স্তরে খেলাধুলোয় নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে আসা এক প্রতিযোগী স্পোর্টসম্যান স্পিরিটটাই খুইয়ে ফেললেন ৷ দেখে চরম ক্ষুব্ধ ভারতীয় সমর্থকরা ৷ ক্ষুব্ধ নেটিজেনরা বলছেন, পাড়ার কুস্তি আখড়াতেও হয়ত এমন দৃশ্য দেখা যায় না ৷

সোনা জেতার স্বপ্ন পূরণ হয়নি ৷ ফাইনালে রাশিয়ান প্রতিযোগী জাভুর ইউগুয়েভের কাছে হেরে যান কুস্তিগীর রবি দাহিয়া ৷ কিন্তু জানেন কি সেমিফাইনালের ম্যাচে হাতে যন্ত্রণা নিয়ে লড়েছিলেন রবি কুমার দাহিয়া ৷ নাহ, কোনও চোট ছিল না ৷ বরং সেমিফাইনালের প্রতিপক্ষ নুরিসলাম সানাইয়েভের অখেলোয়াড়সুলভ মনোভাবের জন্যই এটা হয়েছে ৷ জিততে না পেরে রবির হাতে বিশাল কামড় বসান নুরিসলাম ৷ চামড়া টেনে ধরেছিলেন ৷ বাহুতে কামড়ের দাগ স্পষ্ট ছিল ৷

সেমিফাইনালের বাউট শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগের ঘটনা ৷ রবি পিন ডাউন করার চেষ্টা করেছিলেন সানাইয়েভকে ৷ হার নিশ্চিত জেনেই রবির বাহুতে বিশাল কামড় বসান ৷ যন্ত্রণায় কাতরাতে থাকেন ভারতীয় কুস্তিগীর ৷ কিন্তু হাল ছাড়েননি ৷ প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালের টিকিট জোগাড় করে নেন ৷ রবি নিজে এই বিষয়ে কোনও মন্তব্য না করলেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় কামড় বসানোর ছবি ও ভিডিয়ো ৷ বাউট শেষে হাত তুলে রেফারিকে কামড়ানোর জায়গা দেখান রবি দাহিয়া ৷

আরও পড়ুন : Tokyo Olympics : জয়ের আনন্দে ভয়ঙ্কর লাফ ! পায়ে চোট নিয়ে বিদায় বক্সারের

কাজাখস্তানের কুস্তিগীরের কাণ্ড দেখে নেটিজেনরা রেগে আগুন ৷ পাশাপাশি রবির হার না মানা মনোভাবের প্রশংসা উপচে পড়েছে নেটমাধ্যমে ৷ তবে প্রশংসার থেকে ক্ষোভের পরিমাণ বেশি ৷ নেটমাধ্যমে কাজাখস্তানের কুস্তিগীরকে ধুয়ে দিয়েছেন ভারতীয় সমর্থকরা ৷ সেমিফাইনাল বাউটের ওই কয়েক সেকেন্ডের ভিডিয়ো টুইট করে একজন লেখেন, নুরিসলাম জেতার জন্য সবরকম প্রচেষ্টা করে ফেলেছে ৷ অন্য একজন লেখেন, "কাজাখস্তানের নুরিস্লাম সানাইয়েভ রবি কুমারকে কামড়ে দিয়েছেন ৷ ভাবা যায় ৷ জেতার জন্য স্পোর্টসম্যান স্পিরিট খুইয়ে ফেললেন ৷"

  • Yesterday, the Kazakh wrestler who lost thought "If you can't beat Ravi, Eat Ravi".

    Despite the injury, a valiant performance by #RaviKumar to win a #Silver medal. He certainly is going to get a lot of fans, there is something very genuine and wonderful about him #Wrestling pic.twitter.com/d2ub9Erchu

    — Virender Sehwag (@virendersehwag) August 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

Yesterday, the Kazakh wrestler who lost thought "If you can't beat Ravi, Eat Ravi".

Despite the injury, a valiant performance by #RaviKumar to win a #Silver medal. He certainly is going to get a lot of fans, there is something very genuine and wonderful about him #Wrestling pic.twitter.com/d2ub9Erchu

— Virender Sehwag (@virendersehwag) August 5, 2021

ঘটনার ব্যাপক সমালোচনা করেছেন জাতীয় দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ ৷ কাজাখস্তানের প্রতিযোগীকে নির্লজ্জ বলতেও ছাড়েননি তিনি ৷ টুইটারে বীরু লেখেন, "ভীষণ অন্যায় ৷ আমাদের দেশের কুস্তিগীর রবি দাহিয়ার মনোবলে আঘাত করতে পারেনি ৷ তাই হাতে কামড় বসিয়েছে ৷ হেরে যাওয়া কাজাখের সানাইয়েভ নির্লজ্জ খেলোয়াড় ৷" এর পাশাপাশি রবি কুমারের প্রশংসা করেছেন সেহওয়াগ ৷

  • Can you imagine that Kazakhstan Nuislam Sanayev bite Ravi Kumar while loosing against sportsman spirits.
    A comeback for the ages! 💪💪💪
    India's Ravi Kumar Dahiya staged a thrilling last-gasp win over to book a place in the men's 57kg wrestling final! #Tokyo2020 pic.twitter.com/8M3naASAqd

    — Shivashakti (@Shivatandavama) August 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টোকিয়ো, 6 অগস্ট : পাড়ার কুস্তির আখড়া বা জেলাস্তরের কোনও প্রতিযোগিতায় এমন ঘটনা ঘটলে মেনে নেওয়া যেত ৷ তা বলে অলিম্পিকসের মঞ্চে ! বাউট চলাকালীন ভারতীয় কুস্তিগীর রবি দাহিয়াকে কামড়ে দিলেন প্রতিপক্ষ ৷ বুধবার 57 কেজি ফ্রিস্টাইল কুস্তির সেমিফাইনালের ম্যাচ চলাকালীন এই দৃশ্য দেখা গিয়েছে ৷ আন্তর্জাতিক স্তরে খেলাধুলোয় নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে আসা এক প্রতিযোগী স্পোর্টসম্যান স্পিরিটটাই খুইয়ে ফেললেন ৷ দেখে চরম ক্ষুব্ধ ভারতীয় সমর্থকরা ৷ ক্ষুব্ধ নেটিজেনরা বলছেন, পাড়ার কুস্তি আখড়াতেও হয়ত এমন দৃশ্য দেখা যায় না ৷

সোনা জেতার স্বপ্ন পূরণ হয়নি ৷ ফাইনালে রাশিয়ান প্রতিযোগী জাভুর ইউগুয়েভের কাছে হেরে যান কুস্তিগীর রবি দাহিয়া ৷ কিন্তু জানেন কি সেমিফাইনালের ম্যাচে হাতে যন্ত্রণা নিয়ে লড়েছিলেন রবি কুমার দাহিয়া ৷ নাহ, কোনও চোট ছিল না ৷ বরং সেমিফাইনালের প্রতিপক্ষ নুরিসলাম সানাইয়েভের অখেলোয়াড়সুলভ মনোভাবের জন্যই এটা হয়েছে ৷ জিততে না পেরে রবির হাতে বিশাল কামড় বসান নুরিসলাম ৷ চামড়া টেনে ধরেছিলেন ৷ বাহুতে কামড়ের দাগ স্পষ্ট ছিল ৷

সেমিফাইনালের বাউট শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগের ঘটনা ৷ রবি পিন ডাউন করার চেষ্টা করেছিলেন সানাইয়েভকে ৷ হার নিশ্চিত জেনেই রবির বাহুতে বিশাল কামড় বসান ৷ যন্ত্রণায় কাতরাতে থাকেন ভারতীয় কুস্তিগীর ৷ কিন্তু হাল ছাড়েননি ৷ প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালের টিকিট জোগাড় করে নেন ৷ রবি নিজে এই বিষয়ে কোনও মন্তব্য না করলেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় কামড় বসানোর ছবি ও ভিডিয়ো ৷ বাউট শেষে হাত তুলে রেফারিকে কামড়ানোর জায়গা দেখান রবি দাহিয়া ৷

আরও পড়ুন : Tokyo Olympics : জয়ের আনন্দে ভয়ঙ্কর লাফ ! পায়ে চোট নিয়ে বিদায় বক্সারের

কাজাখস্তানের কুস্তিগীরের কাণ্ড দেখে নেটিজেনরা রেগে আগুন ৷ পাশাপাশি রবির হার না মানা মনোভাবের প্রশংসা উপচে পড়েছে নেটমাধ্যমে ৷ তবে প্রশংসার থেকে ক্ষোভের পরিমাণ বেশি ৷ নেটমাধ্যমে কাজাখস্তানের কুস্তিগীরকে ধুয়ে দিয়েছেন ভারতীয় সমর্থকরা ৷ সেমিফাইনাল বাউটের ওই কয়েক সেকেন্ডের ভিডিয়ো টুইট করে একজন লেখেন, নুরিসলাম জেতার জন্য সবরকম প্রচেষ্টা করে ফেলেছে ৷ অন্য একজন লেখেন, "কাজাখস্তানের নুরিস্লাম সানাইয়েভ রবি কুমারকে কামড়ে দিয়েছেন ৷ ভাবা যায় ৷ জেতার জন্য স্পোর্টসম্যান স্পিরিট খুইয়ে ফেললেন ৷"

  • Yesterday, the Kazakh wrestler who lost thought "If you can't beat Ravi, Eat Ravi".

    Despite the injury, a valiant performance by #RaviKumar to win a #Silver medal. He certainly is going to get a lot of fans, there is something very genuine and wonderful about him #Wrestling pic.twitter.com/d2ub9Erchu

    — Virender Sehwag (@virendersehwag) August 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ঘটনার ব্যাপক সমালোচনা করেছেন জাতীয় দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ ৷ কাজাখস্তানের প্রতিযোগীকে নির্লজ্জ বলতেও ছাড়েননি তিনি ৷ টুইটারে বীরু লেখেন, "ভীষণ অন্যায় ৷ আমাদের দেশের কুস্তিগীর রবি দাহিয়ার মনোবলে আঘাত করতে পারেনি ৷ তাই হাতে কামড় বসিয়েছে ৷ হেরে যাওয়া কাজাখের সানাইয়েভ নির্লজ্জ খেলোয়াড় ৷" এর পাশাপাশি রবি কুমারের প্রশংসা করেছেন সেহওয়াগ ৷

  • Can you imagine that Kazakhstan Nuislam Sanayev bite Ravi Kumar while loosing against sportsman spirits.
    A comeback for the ages! 💪💪💪
    India's Ravi Kumar Dahiya staged a thrilling last-gasp win over to book a place in the men's 57kg wrestling final! #Tokyo2020 pic.twitter.com/8M3naASAqd

    — Shivashakti (@Shivatandavama) August 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.