ETV Bharat / sports

Tokyo Olympics : সোনার স্বপ্ন শেষ, দারুণ লড়েও বিশ্ব চ্যাম্পিয়ন বেলজিয়ামের বিরুদ্ধে হার মনপ্রীতদের

দুরন্ত ছন্দে থাকা মনপ্রীত সিং অ্যান্ড কম্পানিকে ঘিরে দেশবাসীর প্রত্যাশা বেড়ে গিয়েছিল ৷ কিন্তু হল কই ৷

author img

By

Published : Aug 3, 2021, 8:47 AM IST

Updated : Aug 3, 2021, 9:50 AM IST

Tokyo Olympics 2020
Tokyo Olympics 2020

টোকিয়ো, 3 অগস্ট : মঙ্গলবার সকালে গোটা দেশের নজর ছিল টিভির পর্দায় ৷ 49 বছর পর অলিম্পিকস হকিতে ফাইনালে ওঠার হাতছানি ৷ দুরন্ত ছন্দে থাকা মনপ্রীত সিং অ্যান্ড কম্পানিকে ঘিরে দেশবাসীর প্রত্যাশা বেড়ে গিয়েছিল ৷ কিন্তু হল কই ৷ দুর্দান্ত লড়াই করেও সেমিফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন বেলজিয়ামের বিরুদ্ধে 2-5 গোলে হারের মুখ দেখল ভারত ৷ ছেলেদের হকিতে সোনা-রুপো জয়ের স্বপ্নের শেষ এখানেই ৷ তবে ব্রোঞ্জ পদক জয়ের সুযোগ এখনও রয়েছে ভারতের সামনে ৷

শুধুমাত্র ম্যাচের স্কোরলাইন দেখে ভারতের পারফরম্যান্স আন্দাজ করা মুশকিল হবে ৷ ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও বিশ্ব চ্যাম্পিয়নদের ছেড়ে কথা বলেননি মনপ্রীতরা ৷ ম্যাচ শুরুর 2 মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে গোল করেন বেলজিয়ামের লোইয়েক লুয়েপার্ত ৷ মিনিট দুয়েকের মধ্যেই সমতা ফেরায় ভারত ৷ পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে লড়াইয়ে ফেরান হরমনপ্রীত ৷ বিশ্ব চ্যাম্পিয়নদের চাপ বাড়িয়ে পাঁচ মিনিটের মধ্যে লিড নেয় ভারত ৷ মনদীপের সিংয়ের ফিল্ড গোলে প্রথম কোয়ার্টারে 2-1 ব্যবধানে এগিয়ে যায় ভারত ৷

এরপর ভারতের উপর মুহুর্মুহু আক্রমণ হানতে থাকে বেলজিয়াম ৷ দ্বিতীয় কোয়ার্টারে বেলজিয়ামের তিনটি পেনাল্টি কর্নার সেভ করে ভারত ৷ কিন্তু সমতা ফেরাতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ৷ দ্বিতীয় কোয়ার্টারের 4 মিনিটের মাথায় স্কোর 2-2 করেন ড্র্যাগফ্লিকার আলেক্সজান্ডার হেনড্রিক্স ৷ দ্বিতীয় কোয়ার্টারের শেষদিকে পেনাল্টি কর্নার থেকে ফের গোল করেন আলেক্সজান্ডার ৷ শেষ আট মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে লিড দ্বিগুণ করে নেয় বেলজিয়াম ৷

আরও পড়ুন : PV Sindhu : অনুভূতি প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছেন না সিন্ধু

ম্যাচ শেষ হওয়ার মিনিট খানেক আগে আরও একটি গোল করে ফাইনালে জায়গা করে নেয় বেলজিয়াম ৷ সেমিফাইনালে হারলেও মনপ্রীতদের লড়াই মন জয় করে নিয়েছে ৷ বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে এই হারের পর ভারতীয় দলের উদ্দেশে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লেখেন, "জেতা হারা আমাদের জীবনের অঙ্গ ৷ আমাদের পুরুষ হকি টিম তাদের সেরাটা দিয়েছে ৷ পরের ম্যাচ এবং ভবিষ্যতের জন্য শুভকামনা রইল ৷ দেশ আমাদের খেলোয়াড়দের জন্য গর্বিত ৷"

  • Wins and losses are a part of life. Our Men’s Hockey Team at #Tokyo2020 gave their best and that is what counts. Wishing the Team the very best for the next match and their future endeavours. India is proud of our players.

    — Narendra Modi (@narendramodi) August 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টোকিয়ো, 3 অগস্ট : মঙ্গলবার সকালে গোটা দেশের নজর ছিল টিভির পর্দায় ৷ 49 বছর পর অলিম্পিকস হকিতে ফাইনালে ওঠার হাতছানি ৷ দুরন্ত ছন্দে থাকা মনপ্রীত সিং অ্যান্ড কম্পানিকে ঘিরে দেশবাসীর প্রত্যাশা বেড়ে গিয়েছিল ৷ কিন্তু হল কই ৷ দুর্দান্ত লড়াই করেও সেমিফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন বেলজিয়ামের বিরুদ্ধে 2-5 গোলে হারের মুখ দেখল ভারত ৷ ছেলেদের হকিতে সোনা-রুপো জয়ের স্বপ্নের শেষ এখানেই ৷ তবে ব্রোঞ্জ পদক জয়ের সুযোগ এখনও রয়েছে ভারতের সামনে ৷

শুধুমাত্র ম্যাচের স্কোরলাইন দেখে ভারতের পারফরম্যান্স আন্দাজ করা মুশকিল হবে ৷ ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও বিশ্ব চ্যাম্পিয়নদের ছেড়ে কথা বলেননি মনপ্রীতরা ৷ ম্যাচ শুরুর 2 মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে গোল করেন বেলজিয়ামের লোইয়েক লুয়েপার্ত ৷ মিনিট দুয়েকের মধ্যেই সমতা ফেরায় ভারত ৷ পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে লড়াইয়ে ফেরান হরমনপ্রীত ৷ বিশ্ব চ্যাম্পিয়নদের চাপ বাড়িয়ে পাঁচ মিনিটের মধ্যে লিড নেয় ভারত ৷ মনদীপের সিংয়ের ফিল্ড গোলে প্রথম কোয়ার্টারে 2-1 ব্যবধানে এগিয়ে যায় ভারত ৷

এরপর ভারতের উপর মুহুর্মুহু আক্রমণ হানতে থাকে বেলজিয়াম ৷ দ্বিতীয় কোয়ার্টারে বেলজিয়ামের তিনটি পেনাল্টি কর্নার সেভ করে ভারত ৷ কিন্তু সমতা ফেরাতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ৷ দ্বিতীয় কোয়ার্টারের 4 মিনিটের মাথায় স্কোর 2-2 করেন ড্র্যাগফ্লিকার আলেক্সজান্ডার হেনড্রিক্স ৷ দ্বিতীয় কোয়ার্টারের শেষদিকে পেনাল্টি কর্নার থেকে ফের গোল করেন আলেক্সজান্ডার ৷ শেষ আট মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে লিড দ্বিগুণ করে নেয় বেলজিয়াম ৷

আরও পড়ুন : PV Sindhu : অনুভূতি প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছেন না সিন্ধু

ম্যাচ শেষ হওয়ার মিনিট খানেক আগে আরও একটি গোল করে ফাইনালে জায়গা করে নেয় বেলজিয়াম ৷ সেমিফাইনালে হারলেও মনপ্রীতদের লড়াই মন জয় করে নিয়েছে ৷ বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে এই হারের পর ভারতীয় দলের উদ্দেশে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লেখেন, "জেতা হারা আমাদের জীবনের অঙ্গ ৷ আমাদের পুরুষ হকি টিম তাদের সেরাটা দিয়েছে ৷ পরের ম্যাচ এবং ভবিষ্যতের জন্য শুভকামনা রইল ৷ দেশ আমাদের খেলোয়াড়দের জন্য গর্বিত ৷"

  • Wins and losses are a part of life. Our Men’s Hockey Team at #Tokyo2020 gave their best and that is what counts. Wishing the Team the very best for the next match and their future endeavours. India is proud of our players.

    — Narendra Modi (@narendramodi) August 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Last Updated : Aug 3, 2021, 9:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.