টোকিয়ো, 26 জুলাই : ভারতীয় তিরন্দাজিতে সুখবর ৷ দলগত বিভাগের কোয়ার্টার ফাইনালে উঠল দেশের পুরুষ তিরন্দাজ দল ৷ কাজাখস্তানকে 6-2 ব্যবধানে হারিয়ে পদক জয়ের লড়াইয়ে টিকে রইলেন অতনু দাস, প্রবীণ যাদবরা ৷
আজ ভারতের বিরুদ্ধে দলগত তিরন্দাজির প্রথম এলিমিনেশন রাউন্ডের শুরুতেই কাজাখের স্কোর ছিল 10-9-9 ৷ ভারতীয় দলের পাল্টা স্কোর দাঁড়ায় 9-9-8 ৷ এরপর কাজাখস্তানের দল নেমে যায় 8-8-10 তে ৷ ফলে ভারতের কাছে ম্যাচে ফেরার সুযোগ ছিল ৷ প্রবীণ এবং অতনুর 10 পয়েন্টে প্রথম সেটে 2 পয়েন্ট ঘরে ঢোকে ভারতের ৷
দ্বিতীয় সেটে ধারাবাহিকতা বজায় রেখেছিল ভারতীয় দল ৷ দ্বিতীয় সেটের প্রথম রাউন্ডে কাজাখের আবদুল্লিন ইলফাত, গানকিন ডেনিস এবং সানঝরদের স্কোর ছিল 8-8-8 ৷ এই সুযোগ হাতছাড়া করেনি অতনুরা ৷ আরও দুটি পয়েন্ট নিয়ে দ্বিতীয় সেটও কব্জা করে ভারতীয় দল ৷
আরও পড়ুন : Tokyo Olympics : ফেন্সিংয়ে ভারতের প্রথম জয়, ইতিহাস গড়ে পরের রাউন্ডে ভবানী দেবী
তৃতীয় সেটে প্রত্যাবর্তন করে কাজাখস্তানের তিরন্দাজ দল ৷ যদিও চতুর্থ সেট হাতছাড়া হতে দেয়নি ভারত ৷ দেশের তিন তিরন্দাজ চতুর্থ সেট থেকে 2 পয়েন্ট আদায় করে কোয়ার্টার ফাইনালে পা রাখেন ৷ কোয়ার্টার ফাইনালে তাঁদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ৷