ETV Bharat / sports

Tokyo Olympics : দীপিকার পদকের লড়াই, আগামী কাল নামছেন সিন্ধু - টোকিয়ো অলিম্পিকস

বুধবার সকালে পিভি সিন্ধু এবং দুপুরে তিরন্দাজ দীপিকা কুমারীর খেলা রয়েছে ৷

Olympics
Olympics
author img

By

Published : Jul 27, 2021, 3:35 PM IST

টোকিয়ো, 27 জুলাই : পাঁচটি দিন পার হয়ে গিয়েছে ৷ ভারতের ঝুলিতে এসেছে মাত্র একটি পদক ৷ কালকের মতো আজও খালি হাতে ফিরতে হয়েছে দেশের অধিকাংশ অ্যাথলিটকে ৷ টেবিল টেনিস, শুটিংয়ে হতাশার মাঝে ছেলেদের হকিতে জয় এবং বক্সার লভলিনা বরগোঁহাইয়ের কোয়ার্টার ফাইনালে ওঠা স্বস্তি নিয়ে এসেছে ৷ আগামী কাল লড়াইয়ে নামছেন পিভি সিন্ধু, দীপিকা কুমারীরা ৷ সিন্ধুর গ্রুপ পর্বের ম্যাচ থাকলেও দীপিকা পদক জয়ের লড়াইয়ে নামবেন ৷

ব্যাডমিন্টন সিঙ্গলসে সিন্ধু ছাড়াও নামবেন বি সাই প্রণীত ৷ দীপিকার পাশাপাশি তিরন্দাজিতে পদক জয়ের লড়াই নামবেন দুই তিরন্দাজ প্রবীণ যাদব এবং তরুণদীপ রাই ৷ বক্সিং মিডলওয়েটের বাউটে নামবেন পূজা রানি ৷ এছাড়া ব্রিটেনের বিরুদ্ধে খেলবে ভারতীয় মহিলা হকি দল ৷

অলিম্পিকসে 28 জুলাইয়ের সূচি -

আর্চারি

সকাল 7:31 : পুরুষদের এলিমিনেশন ( তরুণদীপ রাই )

দুপুর 12:30 : পুরুষদের এলিমিনেশন (প্রবীণ যাদব)

দুপুর 2: 14 : মহিলাদের এলিমিনেশন (দীপিকা কুমারী)

ব্যাডমিন্টন

সকাল 7: 30 : মেয়েদের সিঙ্গলস গ্রুপ পর্বের ম্যাচ (পিভি সিন্ধু)

দুপুর 2:30 : ছেলেদের সিঙ্গলস গ্রুপ পর্বের ম্যাচ (বি সাই প্রণীত)

বক্সিং

দুপুর 2:33 : মহিলাদের মিডলওয়েট (পূজা রানি)

হকি

বিকেল 6:30 : মেয়েদের হকি পুল এ ম্যাচ (ভারত বনাম গ্রেট ব্রিটেন)

রোয়িং

সকাল 8:00টা : মেনস লাইটওয়েট ডাবলস স্কালস সেমিফাইনাল ()

সেলিং

সকাল 8:35 (রেস 4), সকাল 9:30 (রেস 5), সকাল 10.25 (রেস 6)

টোকিয়ো, 27 জুলাই : পাঁচটি দিন পার হয়ে গিয়েছে ৷ ভারতের ঝুলিতে এসেছে মাত্র একটি পদক ৷ কালকের মতো আজও খালি হাতে ফিরতে হয়েছে দেশের অধিকাংশ অ্যাথলিটকে ৷ টেবিল টেনিস, শুটিংয়ে হতাশার মাঝে ছেলেদের হকিতে জয় এবং বক্সার লভলিনা বরগোঁহাইয়ের কোয়ার্টার ফাইনালে ওঠা স্বস্তি নিয়ে এসেছে ৷ আগামী কাল লড়াইয়ে নামছেন পিভি সিন্ধু, দীপিকা কুমারীরা ৷ সিন্ধুর গ্রুপ পর্বের ম্যাচ থাকলেও দীপিকা পদক জয়ের লড়াইয়ে নামবেন ৷

ব্যাডমিন্টন সিঙ্গলসে সিন্ধু ছাড়াও নামবেন বি সাই প্রণীত ৷ দীপিকার পাশাপাশি তিরন্দাজিতে পদক জয়ের লড়াই নামবেন দুই তিরন্দাজ প্রবীণ যাদব এবং তরুণদীপ রাই ৷ বক্সিং মিডলওয়েটের বাউটে নামবেন পূজা রানি ৷ এছাড়া ব্রিটেনের বিরুদ্ধে খেলবে ভারতীয় মহিলা হকি দল ৷

অলিম্পিকসে 28 জুলাইয়ের সূচি -

আর্চারি

সকাল 7:31 : পুরুষদের এলিমিনেশন ( তরুণদীপ রাই )

দুপুর 12:30 : পুরুষদের এলিমিনেশন (প্রবীণ যাদব)

দুপুর 2: 14 : মহিলাদের এলিমিনেশন (দীপিকা কুমারী)

ব্যাডমিন্টন

সকাল 7: 30 : মেয়েদের সিঙ্গলস গ্রুপ পর্বের ম্যাচ (পিভি সিন্ধু)

দুপুর 2:30 : ছেলেদের সিঙ্গলস গ্রুপ পর্বের ম্যাচ (বি সাই প্রণীত)

বক্সিং

দুপুর 2:33 : মহিলাদের মিডলওয়েট (পূজা রানি)

হকি

বিকেল 6:30 : মেয়েদের হকি পুল এ ম্যাচ (ভারত বনাম গ্রেট ব্রিটেন)

রোয়িং

সকাল 8:00টা : মেনস লাইটওয়েট ডাবলস স্কালস সেমিফাইনাল ()

সেলিং

সকাল 8:35 (রেস 4), সকাল 9:30 (রেস 5), সকাল 10.25 (রেস 6)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.