ETV Bharat / sports

PV Sindhu : অনুভূতি প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছেন না সিন্ধু - sindhu tweet

26 জুলাইয়ের পর ফোন, সোশ্যাল মিডিয়া থেকে দূরেই ছিলেন ৷ ব্রোঞ্জ জয়ের 24 ঘণ্টা পর প্রথমবার টুইট করেন সিন্ধু ৷

PV Sindhu
PV Sindhu
author img

By

Published : Aug 3, 2021, 8:08 AM IST

টোকিয়ো, 3 অগস্ট : 24 ঘণ্টা পার হয়ে গিয়েছে ৷ কিন্তু অলিম্পিকস পদক জয়ের ঘোর এখনও কাটেনি ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুর ৷ অলিম্পিকস পদক জয়ের স্বাদ অতীতেও পেয়েছেন তিনি ৷ তা সত্ত্বেও টোকিয়ো ব্রোঞ্জ পদক জেতার অভিজ্ঞতাকে ভাষায় কিভাবে প্রকাশ করবেন খুঁজে পাচ্ছেন না হায়দরাবাদি শাটলার ৷ 26 জুলাইয়ের পর ফোন, সোশ্যাল মিডিয়া থেকে দূরেই ছিলেন ৷ ব্রোঞ্জ জয়ের 24 ঘণ্টা পর প্রথমবার টুইট করেন সিন্ধু ৷ সমর্থনের জন্য দেশবাসীকে ধন্যবাদ ও অনুরাগীদের সঙ্গে টোকিয়োয় পদক জয়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি ৷

একটা নয়, দু দুটো অলিম্পিকস পদক জয় ৷ যে নজির আর কোনও ভারতীয় মহিলা খেলোয়াড়ের নেই ৷ আর এতেই টোকিয়ো অলিম্পিকসে ইতিহাস গড়ে ফেলেছেন 26 বছরে পিভি সিন্ধু ৷ সোমবার টুইটারে অনুরাগীদের উদ্দেশে বার্তা দেন সিন্ধু ৷ লেখেন, "আপনাদের সমর্থন এবং শুভেচ্ছার জন্য আন্তরিক ধন্যবাদ ৷ গোটা প্রতিযোগিতা জুড়ে আমি প্রচুর শুভেচ্ছা পেয়েছি ৷ আমার কাছে এর তাৎপর্য ততটাই যতটা দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে নেমে এই মেডেল আমার কাছে গুরুত্বপূর্ণ ৷"

রিও অলিম্পিকসে রুপো জেতার থেকেও টোকিয়োয় ব্রোঞ্জ জেতা কঠিন ছিল ৷ পদক জয়ের পর বলেছিলেন এই ভারতীয় শাটলার ৷ আর টুইটারে লিখলেন, "টোকিয়ো অলিম্পিকসের এই অভিজ্ঞতা কখনও ভুলব না ৷ 5 বছর ধরে এর জন্য প্রস্তুতি নেওয়া থেকে পোডিয়ামে দাঁড়ানো - এর প্রতিটি মুহূর্ত আমার সঙ্গে জীবনভর থেকে যাবে ৷ একটা গোটা দিন পার হয়ে গিয়েছে ৷ কিন্তু অলিম্পিকস পদক জয়ের অনুভূতিটা প্রকাশ করার মতো ভাষা এখনও আমার কাছে নেই ৷ প্রতিবারই অলিম্পিকসে পদক জয় স্বপ্ন সত্যি হওয়ার মতো মনে হয় ৷"

আরও পড়ুন : Tokyo Olympics : মঙ্গলে দেশে ফেরার সম্ভাবনা সিন্ধুর, মোদির সঙ্গে খাবেন আইসক্রিম

তাঁর অলিম্পিকস পদক জয়ের যাত্রাপথে যারা রয়েছেন তাঁদের সকলকে ধন্যবাদ জানিয়ে সিন্ধু লেখেন, "আমি আজ যে জায়গায় পৌঁছেছি এই যাত্রাপথটা কখনই আমার একার ছিল না ৷ আমার এই যাত্রাপথে যাঁরা সর্বদা পাশে ছিলেন তাঁদের সকলকে অসংখ্য ধন্যবাদ ৷ সবাইকে হয়ত ধরে ধরে ধন্যবাদ জানাতে পারব না ৷ তবে এই সমর্থনের জন্য আমি আপ্লুত ৷"

দুটো অলিম্পিকস পদক জিতেছেন বলে এই সফরটা শেষ করতে চান না সিন্ধু ৷ আগামীকালে আরও উদ্যম নিয়ে নেমে পড়বেন সিন্ধু ৷ বলছেন, জার্নিটা এখানেই শেষ হচ্ছে না ৷ ভবিষ্যতে আরও অনেকবার আন্তর্জাতিক মঞ্চে তেরঙ্গা উঁচুতে তুলে ধরবেন সিন্ধু ৷

টোকিয়ো, 3 অগস্ট : 24 ঘণ্টা পার হয়ে গিয়েছে ৷ কিন্তু অলিম্পিকস পদক জয়ের ঘোর এখনও কাটেনি ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুর ৷ অলিম্পিকস পদক জয়ের স্বাদ অতীতেও পেয়েছেন তিনি ৷ তা সত্ত্বেও টোকিয়ো ব্রোঞ্জ পদক জেতার অভিজ্ঞতাকে ভাষায় কিভাবে প্রকাশ করবেন খুঁজে পাচ্ছেন না হায়দরাবাদি শাটলার ৷ 26 জুলাইয়ের পর ফোন, সোশ্যাল মিডিয়া থেকে দূরেই ছিলেন ৷ ব্রোঞ্জ জয়ের 24 ঘণ্টা পর প্রথমবার টুইট করেন সিন্ধু ৷ সমর্থনের জন্য দেশবাসীকে ধন্যবাদ ও অনুরাগীদের সঙ্গে টোকিয়োয় পদক জয়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি ৷

একটা নয়, দু দুটো অলিম্পিকস পদক জয় ৷ যে নজির আর কোনও ভারতীয় মহিলা খেলোয়াড়ের নেই ৷ আর এতেই টোকিয়ো অলিম্পিকসে ইতিহাস গড়ে ফেলেছেন 26 বছরে পিভি সিন্ধু ৷ সোমবার টুইটারে অনুরাগীদের উদ্দেশে বার্তা দেন সিন্ধু ৷ লেখেন, "আপনাদের সমর্থন এবং শুভেচ্ছার জন্য আন্তরিক ধন্যবাদ ৷ গোটা প্রতিযোগিতা জুড়ে আমি প্রচুর শুভেচ্ছা পেয়েছি ৷ আমার কাছে এর তাৎপর্য ততটাই যতটা দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে নেমে এই মেডেল আমার কাছে গুরুত্বপূর্ণ ৷"

রিও অলিম্পিকসে রুপো জেতার থেকেও টোকিয়োয় ব্রোঞ্জ জেতা কঠিন ছিল ৷ পদক জয়ের পর বলেছিলেন এই ভারতীয় শাটলার ৷ আর টুইটারে লিখলেন, "টোকিয়ো অলিম্পিকসের এই অভিজ্ঞতা কখনও ভুলব না ৷ 5 বছর ধরে এর জন্য প্রস্তুতি নেওয়া থেকে পোডিয়ামে দাঁড়ানো - এর প্রতিটি মুহূর্ত আমার সঙ্গে জীবনভর থেকে যাবে ৷ একটা গোটা দিন পার হয়ে গিয়েছে ৷ কিন্তু অলিম্পিকস পদক জয়ের অনুভূতিটা প্রকাশ করার মতো ভাষা এখনও আমার কাছে নেই ৷ প্রতিবারই অলিম্পিকসে পদক জয় স্বপ্ন সত্যি হওয়ার মতো মনে হয় ৷"

আরও পড়ুন : Tokyo Olympics : মঙ্গলে দেশে ফেরার সম্ভাবনা সিন্ধুর, মোদির সঙ্গে খাবেন আইসক্রিম

তাঁর অলিম্পিকস পদক জয়ের যাত্রাপথে যারা রয়েছেন তাঁদের সকলকে ধন্যবাদ জানিয়ে সিন্ধু লেখেন, "আমি আজ যে জায়গায় পৌঁছেছি এই যাত্রাপথটা কখনই আমার একার ছিল না ৷ আমার এই যাত্রাপথে যাঁরা সর্বদা পাশে ছিলেন তাঁদের সকলকে অসংখ্য ধন্যবাদ ৷ সবাইকে হয়ত ধরে ধরে ধন্যবাদ জানাতে পারব না ৷ তবে এই সমর্থনের জন্য আমি আপ্লুত ৷"

দুটো অলিম্পিকস পদক জিতেছেন বলে এই সফরটা শেষ করতে চান না সিন্ধু ৷ আগামীকালে আরও উদ্যম নিয়ে নেমে পড়বেন সিন্ধু ৷ বলছেন, জার্নিটা এখানেই শেষ হচ্ছে না ৷ ভবিষ্যতে আরও অনেকবার আন্তর্জাতিক মঞ্চে তেরঙ্গা উঁচুতে তুলে ধরবেন সিন্ধু ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.