টোকিয়ো, 3 অগস্ট : 24 ঘণ্টা পার হয়ে গিয়েছে ৷ কিন্তু অলিম্পিকস পদক জয়ের ঘোর এখনও কাটেনি ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুর ৷ অলিম্পিকস পদক জয়ের স্বাদ অতীতেও পেয়েছেন তিনি ৷ তা সত্ত্বেও টোকিয়ো ব্রোঞ্জ পদক জেতার অভিজ্ঞতাকে ভাষায় কিভাবে প্রকাশ করবেন খুঁজে পাচ্ছেন না হায়দরাবাদি শাটলার ৷ 26 জুলাইয়ের পর ফোন, সোশ্যাল মিডিয়া থেকে দূরেই ছিলেন ৷ ব্রোঞ্জ জয়ের 24 ঘণ্টা পর প্রথমবার টুইট করেন সিন্ধু ৷ সমর্থনের জন্য দেশবাসীকে ধন্যবাদ ও অনুরাগীদের সঙ্গে টোকিয়োয় পদক জয়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি ৷
একটা নয়, দু দুটো অলিম্পিকস পদক জয় ৷ যে নজির আর কোনও ভারতীয় মহিলা খেলোয়াড়ের নেই ৷ আর এতেই টোকিয়ো অলিম্পিকসে ইতিহাস গড়ে ফেলেছেন 26 বছরে পিভি সিন্ধু ৷ সোমবার টুইটারে অনুরাগীদের উদ্দেশে বার্তা দেন সিন্ধু ৷ লেখেন, "আপনাদের সমর্থন এবং শুভেচ্ছার জন্য আন্তরিক ধন্যবাদ ৷ গোটা প্রতিযোগিতা জুড়ে আমি প্রচুর শুভেচ্ছা পেয়েছি ৷ আমার কাছে এর তাৎপর্য ততটাই যতটা দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে নেমে এই মেডেল আমার কাছে গুরুত্বপূর্ণ ৷"
রিও অলিম্পিকসে রুপো জেতার থেকেও টোকিয়োয় ব্রোঞ্জ জেতা কঠিন ছিল ৷ পদক জয়ের পর বলেছিলেন এই ভারতীয় শাটলার ৷ আর টুইটারে লিখলেন, "টোকিয়ো অলিম্পিকসের এই অভিজ্ঞতা কখনও ভুলব না ৷ 5 বছর ধরে এর জন্য প্রস্তুতি নেওয়া থেকে পোডিয়ামে দাঁড়ানো - এর প্রতিটি মুহূর্ত আমার সঙ্গে জীবনভর থেকে যাবে ৷ একটা গোটা দিন পার হয়ে গিয়েছে ৷ কিন্তু অলিম্পিকস পদক জয়ের অনুভূতিটা প্রকাশ করার মতো ভাষা এখনও আমার কাছে নেই ৷ প্রতিবারই অলিম্পিকসে পদক জয় স্বপ্ন সত্যি হওয়ার মতো মনে হয় ৷"
আরও পড়ুন : Tokyo Olympics : মঙ্গলে দেশে ফেরার সম্ভাবনা সিন্ধুর, মোদির সঙ্গে খাবেন আইসক্রিম
- — Pvsindhu (@Pvsindhu1) August 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Pvsindhu (@Pvsindhu1) August 2, 2021
">— Pvsindhu (@Pvsindhu1) August 2, 2021
— Pvsindhu (@Pvsindhu1) August 2, 2021
তাঁর অলিম্পিকস পদক জয়ের যাত্রাপথে যারা রয়েছেন তাঁদের সকলকে ধন্যবাদ জানিয়ে সিন্ধু লেখেন, "আমি আজ যে জায়গায় পৌঁছেছি এই যাত্রাপথটা কখনই আমার একার ছিল না ৷ আমার এই যাত্রাপথে যাঁরা সর্বদা পাশে ছিলেন তাঁদের সকলকে অসংখ্য ধন্যবাদ ৷ সবাইকে হয়ত ধরে ধরে ধন্যবাদ জানাতে পারব না ৷ তবে এই সমর্থনের জন্য আমি আপ্লুত ৷"
দুটো অলিম্পিকস পদক জিতেছেন বলে এই সফরটা শেষ করতে চান না সিন্ধু ৷ আগামীকালে আরও উদ্যম নিয়ে নেমে পড়বেন সিন্ধু ৷ বলছেন, জার্নিটা এখানেই শেষ হচ্ছে না ৷ ভবিষ্যতে আরও অনেকবার আন্তর্জাতিক মঞ্চে তেরঙ্গা উঁচুতে তুলে ধরবেন সিন্ধু ৷