ETV Bharat / sports

Tokyo Olympics : সেমিফাইনালে হার, ব্রোঞ্জের জন্য লড়বেন দীপক পুনিয়া - ব্রোঞ্জের জন্য লড়বেন দীপক পুনিয়া

আমেরিকার ডেভিড মরিস টেলরের কাছে হারতে হল ভারতীয় কুস্তিগীরকে ৷ তবে ব্রোঞ্জের জন্য লড়বেন তিনি ৷

deepak punia
deepak punia
author img

By

Published : Aug 4, 2021, 3:31 PM IST

Updated : Aug 4, 2021, 5:50 PM IST

টোকিয়ো, 4 অগস্ট : টোকিয়ো অলিম্পিকসে কুস্তির 86 কেজি বিভাগের ফাইনালে হারলেন ভারতীয় কুস্তিগীর দীপক পুনিয়া ৷ আমেরিকার ডেভিড মরিস টেলরের কাছে হারতে হল তাঁকে ৷ তবে ব্রোঞ্জের জন্য লড়বেন তিনি ৷

এদিন আমেরিকার কুস্তিগীর দাঁড়াতেই দেননি দীপককে ৷ ফার্স্ট পর্বেই বাউট শেষ করে দেন ডেভিড । শেষ পর্যন্ত 10-0 পয়েন্টের ব্যবধানে ফাইনালে দীপককে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন ডেভিড মরিস টেলর ৷ ফলে দ্বিতীয় পর্ব অবধি গড়ায়নি খেলা ৷

আরও পড়ুন: Tokyo Olympics 2020 : সেমিফাইনালে জয়, সোনার দৌড়ে দাহিয়া

সেমিফাইনালের হারায় সোনা ও রুপোর দৌড় থেকে ছিটকে গেলেও ব্রোঞ্জ জয়ের সুযোগ রয়েছে দীপক পুনিয়ার সামনে ৷ এদিকে এদিনই 57 কেজি বিভাগে ফ্রি স্টাইল কুস্তির ফাইনালে উঠেছেন ভারতের রবি দাহিয়া ৷ সোনা জিততে হলে রবিকে হারাতে হবে দু'বারের বিশ্ব চাম্পিয়ান জাভুর উগুয়েভকে ৷

টোকিয়ো, 4 অগস্ট : টোকিয়ো অলিম্পিকসে কুস্তির 86 কেজি বিভাগের ফাইনালে হারলেন ভারতীয় কুস্তিগীর দীপক পুনিয়া ৷ আমেরিকার ডেভিড মরিস টেলরের কাছে হারতে হল তাঁকে ৷ তবে ব্রোঞ্জের জন্য লড়বেন তিনি ৷

এদিন আমেরিকার কুস্তিগীর দাঁড়াতেই দেননি দীপককে ৷ ফার্স্ট পর্বেই বাউট শেষ করে দেন ডেভিড । শেষ পর্যন্ত 10-0 পয়েন্টের ব্যবধানে ফাইনালে দীপককে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন ডেভিড মরিস টেলর ৷ ফলে দ্বিতীয় পর্ব অবধি গড়ায়নি খেলা ৷

আরও পড়ুন: Tokyo Olympics 2020 : সেমিফাইনালে জয়, সোনার দৌড়ে দাহিয়া

সেমিফাইনালের হারায় সোনা ও রুপোর দৌড় থেকে ছিটকে গেলেও ব্রোঞ্জ জয়ের সুযোগ রয়েছে দীপক পুনিয়ার সামনে ৷ এদিকে এদিনই 57 কেজি বিভাগে ফ্রি স্টাইল কুস্তির ফাইনালে উঠেছেন ভারতের রবি দাহিয়া ৷ সোনা জিততে হলে রবিকে হারাতে হবে দু'বারের বিশ্ব চাম্পিয়ান জাভুর উগুয়েভকে ৷

Last Updated : Aug 4, 2021, 5:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.