টোকিয়ো, 30 জুলাই : থালার একপাশে সাজানো ভাত ৷ পাশেই বাটিতে ডাল, সবজি, ভাজা ইত্যাদি ইত্যাদি ৷ হাঁটু মুড়ে মেঝেয় বসে মীরাবাঈ চানু তৃপ্তি করে খেয়েছেন বাড়ির খাবার ৷ দেখলে মনে হবে না কিছুদিন আগেই বিদেশের মাটিতে 202 কেজি ওজন তুলে রুপোর পদক জিতেছেন ৷ মনে হবে পাশের বাড়ির মেয়ে ৷ টোকিয়ো অলিম্পিকসে রুপোজয়ী চানু এখন দেশের আইকন ৷ চানুর সহজ সরল জীবনযাত্রা মুগ্ধ করেছে সবাইকে ৷ কোন পরিস্থিতি থেকে উঠে এসে অলিম্পিকসে পদক জিতেছেন সেটাও বুঝেছে দেশবাসী ৷
পরিবার কোনওদিনই সেভাবে স্বচ্ছল ছিল না ৷ উত্তর-পূর্ব ভারতের মণিপুরের মেয়ে মীরাবাঈ চানু সব প্রতিবন্ধকতাকে দূরে হটিয়ে অলিম্পিকে সাফল্য পেয়েছেন ৷ যে সাফল্যকে পাখির চোখ করে টানা পাঁচবছর ধরে পরিশ্রম করে চলেছিলেন ৷ বাড়ি গিয়েছেন মাত্র পাঁচবার ৷ করোনা, অলিম্পিকসের প্রস্তুতি সব মিলিয়ে গত দু'বছর ধরে তো বাড়িই ফিরতে পারেননি ৷ মুখে তুলতে পারেননি মায়ের হাতের খাবার ৷ তাই টোকিয়োয় পদক জিতে দেশে ফিরেই পৌঁছে গিয়েছেন ইম্ফলের বাড়িতে ৷ বহুদিন পর প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছেন ৷ মেঝেতে বসে ভাত খাওয়ার ছবি নিজেই টুইট করেন চানু ৷ ক্যাপশনে লেখা, "দীর্ঘ দু'বছর পর বাড়ির খাবার খাওয়ার সুযোগ পেলে মুখে এমন হাসি দেখা যায় ৷"
মীরার সাধারণ জীবনযাত্রায় মুগ্ধ বলিউড তারকা মাধবন ৷ মেঝেয় বসে চানুর ভাত খাওয়ার ছবি দেখে ভাষা হারিয়েছেন থ্রি ইডিয়টসের ফারহান ৷ টুইটারে চানুর সেই ছবি পোস্ট করে লেখেন, "এটা সত্যি হতেই পারে না ৷ আমি ভাষা হারিয়েছি ৷"
-
That smile when you finally eat ghar ka khana after 2 years. pic.twitter.com/SrjNqCXZsm
— Saikhom Mirabai Chanu (@mirabai_chanu) July 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">That smile when you finally eat ghar ka khana after 2 years. pic.twitter.com/SrjNqCXZsm
— Saikhom Mirabai Chanu (@mirabai_chanu) July 29, 2021That smile when you finally eat ghar ka khana after 2 years. pic.twitter.com/SrjNqCXZsm
— Saikhom Mirabai Chanu (@mirabai_chanu) July 29, 2021
আরও পড়ুন : 'জুনিয়র চানু', টিভিতে মীরাবাঈকে অনুকরণ খুদে ভারোত্তোলকের
ইতিমধ্যেই মীরাবাঈ চানুকে অতিরিক্ত পুলিশ সুপারের পদ দিয়েছে মণিপুর সরকার ৷ ইম্ফলে ফেরার পর মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের চানুকে তাঁর নতুন অফিসে নিয়ে যান ৷ রুপোজয়ীকে এএসপির-র চেয়ারে বসিয়ে দিয়ে আসেন ৷ তখন চানুর পাশেই ছিল তাঁর বাবা-মা ৷ চানুকে বড় কোনও সরকারি পদ দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ৷ বলেছিলেন, তোমাকে আর টিকিট পরীক্ষকের কাজ করতে হবে না ৷