ETV Bharat / sports

Tokyo Olympics : জয়ের দোরগোড়া থেকে হার, ডবলসে প্রথম রাউন্ড থেকে বিদায় সানিয়া-রায়না জুটির - Sania Mirza & Ankita Raina knocked OUT in Doubles

টোকিয়ো অলিম্পিকসে মহিলাদের ডবলসের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন সানিয়া-রায়না জুটি ৷

প্রথম রাউন্ড থেকে ছিটকে গেলেন সানিয়া ও রায়না জুটি
প্রথম রাউন্ড থেকে ছিটকে গেলেন সানিয়া ও রায়না জুটি
author img

By

Published : Jul 25, 2021, 9:45 AM IST

Updated : Jul 25, 2021, 10:56 AM IST

টোকিয়ো, 25 জুলাই : এক হায়দরাবাদী ব্যাডমিন্টন সুন্দরী পেরেছেন ৷ তবে আরেক হায়দরাবদী টেনিস সুন্দরী পারলেন না ৷ টোকিয়ো অলিম্পিকসে মহিলাদের ডবলসের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন সানিয়া-রায়না জুটি ৷ হারলেন ইউক্রেনের যমজ বোন লুইডমাইলা কিচেনক ও নাদিয়া কিচেনকের কাছে ৷ খেলার ফলাফল 6-0, 6-7 ও 8-10 ৷

যদিও দাপটের সঙ্গে শুরু করেন ভারতীয় দুটি সানিয়া ও অঙ্কিতা ৷ 6-0 ব্যবধানে জিতে নেন প্রথম সেট ৷ এমনকি দ্বিতীয় সেটেও একসময় 5-3 ব্যবধানে এগিয়ে ছিলেন ৷ তারপরই দুর্দান্ত লড়াই করেন কিচেনক যমজ বোন ৷ দ্বিতীয় সেট 7-6 ব্যবধানে জেতে ৷

আরও পড়ুন : Tokyo Olympics : পদক জয়ের দৌড় থেকে ছিটকে গেলেন মনু ভাকের ও যশস্বিনী সিং দেশওয়াল

তৃতীয় সেটটি সুপার টাই ব্রেকার হয় ৷ সেখানে রায়না ও মির্জা জুটি এক সময় 1-8 ব্যবধানে পিছিয়ে থাকে ৷ কিন্তু দুরন্ত কামব্যাক করে পরপর সাতটি স্ট্রেট পয়েন্ট নিয়ে স্কোর লেভেল করেন ৷ কিন্তু পরের দুটি স্ট্রেট পয়েন্ট হারিয়ে টুর্নামেন্টের বাইরে যেতে হয় এই ভারতীয় জুটিকে ৷

এই জুটি ছিটকে যাওয়ায়, টোকিয়ো অলিম্পিকসে টেনিসে ভারতের এখন একমাত্র আশা সুমিত নাগেল ৷ ইতিমধ্যে প্রথম রাউন্ডে উজবেকিস্তানের ডেনিস ইস্টোমিনকে হারিয়েছেন সুমিত ৷ তবে দ্বিতীয় রাউন্ডে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি তিনি ৷ বিশ্বের দুই নম্বর টেনিস তারকা ড্যানিল মেদভেদেভের বিরুদ্ধে নামবেন তিনি ৷

টোকিয়ো, 25 জুলাই : এক হায়দরাবাদী ব্যাডমিন্টন সুন্দরী পেরেছেন ৷ তবে আরেক হায়দরাবদী টেনিস সুন্দরী পারলেন না ৷ টোকিয়ো অলিম্পিকসে মহিলাদের ডবলসের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন সানিয়া-রায়না জুটি ৷ হারলেন ইউক্রেনের যমজ বোন লুইডমাইলা কিচেনক ও নাদিয়া কিচেনকের কাছে ৷ খেলার ফলাফল 6-0, 6-7 ও 8-10 ৷

যদিও দাপটের সঙ্গে শুরু করেন ভারতীয় দুটি সানিয়া ও অঙ্কিতা ৷ 6-0 ব্যবধানে জিতে নেন প্রথম সেট ৷ এমনকি দ্বিতীয় সেটেও একসময় 5-3 ব্যবধানে এগিয়ে ছিলেন ৷ তারপরই দুর্দান্ত লড়াই করেন কিচেনক যমজ বোন ৷ দ্বিতীয় সেট 7-6 ব্যবধানে জেতে ৷

আরও পড়ুন : Tokyo Olympics : পদক জয়ের দৌড় থেকে ছিটকে গেলেন মনু ভাকের ও যশস্বিনী সিং দেশওয়াল

তৃতীয় সেটটি সুপার টাই ব্রেকার হয় ৷ সেখানে রায়না ও মির্জা জুটি এক সময় 1-8 ব্যবধানে পিছিয়ে থাকে ৷ কিন্তু দুরন্ত কামব্যাক করে পরপর সাতটি স্ট্রেট পয়েন্ট নিয়ে স্কোর লেভেল করেন ৷ কিন্তু পরের দুটি স্ট্রেট পয়েন্ট হারিয়ে টুর্নামেন্টের বাইরে যেতে হয় এই ভারতীয় জুটিকে ৷

এই জুটি ছিটকে যাওয়ায়, টোকিয়ো অলিম্পিকসে টেনিসে ভারতের এখন একমাত্র আশা সুমিত নাগেল ৷ ইতিমধ্যে প্রথম রাউন্ডে উজবেকিস্তানের ডেনিস ইস্টোমিনকে হারিয়েছেন সুমিত ৷ তবে দ্বিতীয় রাউন্ডে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি তিনি ৷ বিশ্বের দুই নম্বর টেনিস তারকা ড্যানিল মেদভেদেভের বিরুদ্ধে নামবেন তিনি ৷

Last Updated : Jul 25, 2021, 10:56 AM IST

For All Latest Updates

TAGGED:

Sania Mirza
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.