ETV Bharat / sports

Neeraj Chopra : নীরজের হাত ধরে সোনা এল ঘরে - নীরজ চোপড়া

2018 সালে এশিয়ান গেমসে সোনা পান নীরজ ৷ এছাড়া বিশ্ব অ্যথলিট জুনিয়রেও সোনা জেতেন ৷ পাতিয়ালায় ইন্ডিয়ান গ্র্যান্ড প্রিক্স 3-তে 88.07 মিটার থ্রো করে জাতীয় রেকর্ড গড়েন নীরজ ৷

neeraj Chopra
neeraj Chopra
author img

By

Published : Aug 7, 2021, 5:39 PM IST

Updated : Aug 7, 2021, 6:48 PM IST

টোকিয়ো, 7 অগস্ট : নীরজের হাত ধরে সোনা এল ভারতে ৷ টোকিয়ো অলিম্পিকসে জ্যাভলিন থ্রো-তে সোনা জয় ভারতের ৷ সৌজন্যে নীরজ চোপড়া ৷ শ্যুটার অভিনব বিন্দ্রার পর ব্যক্তিগত ইভেন্টে সোনা এল ভারতের ঘরে ৷ সর্বোচ্চ জ্যাভলিন ছুড়লেন 87.58 মিটার ৷

প্রথম থ্রো-তেই নিজের যোগ্যতা নির্ণয়ের রেকর্ডকে ছাপিয়ে যান নীরজ ৷ ছোড়েন 87.03 মিটার ৷ নিজের দ্বিতীয় থ্রো-তে নীরজ ছোড়েন 87.58 মিটার ৷ তখনই প্রায় নিশ্চিত হয়ে যায় সোনা আসছে ভারতের ঘরে ৷

2018 সালে এশিয়ান গেমসে সোনা পান নীরজ ৷ এছাড়া বিশ্ব অ্যথলিট জুনিয়রেও সোনা জেতেন ৷ পাতিয়ালায় ইন্ডিয়ান গ্র্যান্ড প্রিক্স 3-তে 88.07 মিটার থ্রো করে জাতীয় রেকর্ড গড়েন নীরজ ৷

টোকিয়ো অলিম্পিকসে জ্যাভলিন থ্রোর ফাইনালে যোগ্যতা অর্জনে সর্বাধিক 86.65 মিটার থ্রো করেন তিনি ৷ 2018 সালে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে কমনওয়েলথ গেমসেও সোনা জেতেন নীরজ ৷

এই সংক্রান্ত খবর : দেশে আরও এক পদক, ব্রোঞ্জ জিতলেন পুনিয়া

টোকিয়ো, 7 অগস্ট : নীরজের হাত ধরে সোনা এল ভারতে ৷ টোকিয়ো অলিম্পিকসে জ্যাভলিন থ্রো-তে সোনা জয় ভারতের ৷ সৌজন্যে নীরজ চোপড়া ৷ শ্যুটার অভিনব বিন্দ্রার পর ব্যক্তিগত ইভেন্টে সোনা এল ভারতের ঘরে ৷ সর্বোচ্চ জ্যাভলিন ছুড়লেন 87.58 মিটার ৷

প্রথম থ্রো-তেই নিজের যোগ্যতা নির্ণয়ের রেকর্ডকে ছাপিয়ে যান নীরজ ৷ ছোড়েন 87.03 মিটার ৷ নিজের দ্বিতীয় থ্রো-তে নীরজ ছোড়েন 87.58 মিটার ৷ তখনই প্রায় নিশ্চিত হয়ে যায় সোনা আসছে ভারতের ঘরে ৷

2018 সালে এশিয়ান গেমসে সোনা পান নীরজ ৷ এছাড়া বিশ্ব অ্যথলিট জুনিয়রেও সোনা জেতেন ৷ পাতিয়ালায় ইন্ডিয়ান গ্র্যান্ড প্রিক্স 3-তে 88.07 মিটার থ্রো করে জাতীয় রেকর্ড গড়েন নীরজ ৷

টোকিয়ো অলিম্পিকসে জ্যাভলিন থ্রোর ফাইনালে যোগ্যতা অর্জনে সর্বাধিক 86.65 মিটার থ্রো করেন তিনি ৷ 2018 সালে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে কমনওয়েলথ গেমসেও সোনা জেতেন নীরজ ৷

এই সংক্রান্ত খবর : দেশে আরও এক পদক, ব্রোঞ্জ জিতলেন পুনিয়া

Last Updated : Aug 7, 2021, 6:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.