ETV Bharat / sports

Tokyo Olympics : পদক জয়ের দৌড় থেকে ছিটকে গেলেন মনু ভাকের ও যশস্বিনী সিং দেশওয়াল - ভারতীয় শ্যুটার

যোগ্যতা নির্ণয়কারী পর্বে মনু ভাকের শেষ করলেন 12 তম স্থানে ৷ এক ধাপ পরে অর্থাৎ 13 তম স্থানে শেষ করলেন যশস্বিনী সিং দেশওয়াল ৷ ফাইনালের যোগ্যতা অর্জনের জন্য প্রথম 8 স্থানে থাকতে হত ৷

Manu BHAKER and Yashaswini Singh
Manu BHAKER and Yashaswini Singh
author img

By

Published : Jul 25, 2021, 7:08 AM IST

Updated : Jul 25, 2021, 8:30 AM IST

টোকিয়ো, 25 জুলাই : টোকিয়ো অলিম্পিকসের দ্বিতীয় দিনে ভারতীয় মেয়েরা দুরন্ত পারফরমেন্স করেন ৷ ভারতের প্রথম পদক জেতেন মীরাবাঈ চানু ৷ টেবিল টেনিসের দ্বিতীয় রাউন্ডে ওঠেন সুতীর্থা মুখোপাধ্যায় ৷ তৃতীয় দিনেও ভারতীয় মেয়েরা দাপট দেখাবে বলেই আশা করেছিল দেশবাসী ৷ তবে দিনের শুরুতেই হতাশ করলেন মনু ভাকের ও যশস্বিনী সিং দেশওয়াল ৷ মহিলাদের 10 মিটার এয়ার রাইফেলর ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারলেন না এই ভারতীয় শ্যুটাররা ৷

যোগ্যতা নির্ণয়কারী পর্বে মনু ভাকের শেষ করলেন 12 তম স্থানে ৷ এক ধাপ পরে অর্থাৎ 13 তম স্থানে শেষ করলেন যশস্বিনী সিং দেশওয়াল ৷ ফাইনালের যোগ্যতা অর্জনের জন্য প্রথম 8 স্থানে থাকতে হত ৷ কিন্তু দুই ভারতীয় শ্যুটারই সেই স্থান দখল করতে পারেননি ৷ তবে পদক জয়ের দৌড় থেকে এই দুই মহিলা শ্যুটার ছিটকে গেলেও দৌড়ে আছেন দুই পুরুষ শ্যুটার মিরাজ আহমেদ খান ও অঙ্গদ বাজোয়া ৷

আরও পড়ুন : Sharmila-Mirabai : শর্মিলার পর শনিবার সকালে ভারত চিনল ইম্ফলের নতুন চানুকে

রিও অলিম্পিকসে রুপোজয়ী সিন্ধু এবারও পদক জয়ের অন্যতম দাবিদার ৷ অলিম্পিকস পদকের রং বদলাতে মরিয়া সিন্ধু রবিবার সিঙ্গলসে গ্রুপ পর্বের ম্যাচে খেলবেন ৷ তাঁর প্রতিপক্ষ ইজরায়েলের সেনিয়া পোলিকারপোভা ৷ সিন্ধুর ম্যাচ শুরুর একটু পরই কোর্টে নেমে পড়বেন সানিয়া মির্জা ৷ মহিলাদের ডাবলসে অঙ্কিতা রায়নাকে সঙ্গী করেছেন তিনি ৷ প্রথম রাউন্ডে ইউক্রেনের জুটি লিউধমাইলা কিচেনক এবং নাদিয়া কিচেনকের বিরুদ্ধে খেলবেন তাঁরা ৷ মহিলাদের বক্সিং ফ্লাইওয়েটে নামছেন মেরি কম ৷ তাঁর প্রতিপক্ষ ডমিনিকান রিপাবলিকের মিগুইলিনা হার্নান্ডেজ গ্রেসিয়া ৷

টোকিয়ো, 25 জুলাই : টোকিয়ো অলিম্পিকসের দ্বিতীয় দিনে ভারতীয় মেয়েরা দুরন্ত পারফরমেন্স করেন ৷ ভারতের প্রথম পদক জেতেন মীরাবাঈ চানু ৷ টেবিল টেনিসের দ্বিতীয় রাউন্ডে ওঠেন সুতীর্থা মুখোপাধ্যায় ৷ তৃতীয় দিনেও ভারতীয় মেয়েরা দাপট দেখাবে বলেই আশা করেছিল দেশবাসী ৷ তবে দিনের শুরুতেই হতাশ করলেন মনু ভাকের ও যশস্বিনী সিং দেশওয়াল ৷ মহিলাদের 10 মিটার এয়ার রাইফেলর ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারলেন না এই ভারতীয় শ্যুটাররা ৷

যোগ্যতা নির্ণয়কারী পর্বে মনু ভাকের শেষ করলেন 12 তম স্থানে ৷ এক ধাপ পরে অর্থাৎ 13 তম স্থানে শেষ করলেন যশস্বিনী সিং দেশওয়াল ৷ ফাইনালের যোগ্যতা অর্জনের জন্য প্রথম 8 স্থানে থাকতে হত ৷ কিন্তু দুই ভারতীয় শ্যুটারই সেই স্থান দখল করতে পারেননি ৷ তবে পদক জয়ের দৌড় থেকে এই দুই মহিলা শ্যুটার ছিটকে গেলেও দৌড়ে আছেন দুই পুরুষ শ্যুটার মিরাজ আহমেদ খান ও অঙ্গদ বাজোয়া ৷

আরও পড়ুন : Sharmila-Mirabai : শর্মিলার পর শনিবার সকালে ভারত চিনল ইম্ফলের নতুন চানুকে

রিও অলিম্পিকসে রুপোজয়ী সিন্ধু এবারও পদক জয়ের অন্যতম দাবিদার ৷ অলিম্পিকস পদকের রং বদলাতে মরিয়া সিন্ধু রবিবার সিঙ্গলসে গ্রুপ পর্বের ম্যাচে খেলবেন ৷ তাঁর প্রতিপক্ষ ইজরায়েলের সেনিয়া পোলিকারপোভা ৷ সিন্ধুর ম্যাচ শুরুর একটু পরই কোর্টে নেমে পড়বেন সানিয়া মির্জা ৷ মহিলাদের ডাবলসে অঙ্কিতা রায়নাকে সঙ্গী করেছেন তিনি ৷ প্রথম রাউন্ডে ইউক্রেনের জুটি লিউধমাইলা কিচেনক এবং নাদিয়া কিচেনকের বিরুদ্ধে খেলবেন তাঁরা ৷ মহিলাদের বক্সিং ফ্লাইওয়েটে নামছেন মেরি কম ৷ তাঁর প্রতিপক্ষ ডমিনিকান রিপাবলিকের মিগুইলিনা হার্নান্ডেজ গ্রেসিয়া ৷

Last Updated : Jul 25, 2021, 8:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.