ETV Bharat / sports

Deepak Punia : ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচেও হার, খালি হাতে ফিরতে হচ্ছে পুনিয়াকে - ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে হারলেন সান মারিনোর প্রতিযোগীর কাছে

প্রত্যাশা পূরণে ব্যর্থ দীপক পুনিয়া ৷ ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে হারলেন সান মারিনোর প্রতিযোগীর কাছে ৷ খেলার ফলাফল 4-2 ৷

দীপক পুনিয়া
দীপক পুনিয়া
author img

By

Published : Aug 5, 2021, 5:04 PM IST

Updated : Aug 5, 2021, 5:16 PM IST

টোকিয়ো, 5 অগস্ট : খালি হাতেই টোকিয়ো অলিম্পিকস থেকে ফিরতে হচ্ছে ভারতীয় কুস্তিগীর দীপক পুনিয়াকে ৷ রেসলিংয়ে 86 কেজি বিভাগে ব্রোঞ্জ পদকের ম্যাচে সান মারিনোর প্রতিযোগী নাজেম আমিনির কাছে হারলেন দীপক ৷ খেলার ফলাফল 4-2 ৷

হারলেও তুল্যমূল্য লড়াই করলেন ভারতীয় কুস্তিগীর পুনিয়া ৷ প্রথম পিরিয়ডে এগিয়েও ছিলেন 2-1 পয়েন্টে ৷ কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না ৷ দ্বিতীয় পিরিয়ডে সান মারিনোর প্রতিযোগীর কাছে হারলেন 4-2 ব্যবধানে ৷ ফলে শেষ হল পদক জয়ের আশা ৷

আরও পড়ুন : Ravi Kumar Dahiya : সোনা অধরা, ফাইনাল হেরে রুপো জয় দাহিয়ার

এর আগে রেসলিংয়ের 57 কেজি বিভাগে ফাইনালে হেরে যান ভারতীয় প্রতিযোগী রবি দাহিয়া ৷ সোনা জয়ের কাছাকাছি চলে এলেও কাপ আর ঠোঁটের ফারাকটা রয়েই গেল ৷ ছুঁতে পারলেন না অভিনব বিন্দ্রাকে ৷ ফাইনালে রাশিয়ান অলিম্পিকস কমিটির প্রতিযোগী জাভুর ইউগুয়েভের কাছে 7-4 পয়েন্টে হারেন দাহিয়া ৷

টোকিয়ো, 5 অগস্ট : খালি হাতেই টোকিয়ো অলিম্পিকস থেকে ফিরতে হচ্ছে ভারতীয় কুস্তিগীর দীপক পুনিয়াকে ৷ রেসলিংয়ে 86 কেজি বিভাগে ব্রোঞ্জ পদকের ম্যাচে সান মারিনোর প্রতিযোগী নাজেম আমিনির কাছে হারলেন দীপক ৷ খেলার ফলাফল 4-2 ৷

হারলেও তুল্যমূল্য লড়াই করলেন ভারতীয় কুস্তিগীর পুনিয়া ৷ প্রথম পিরিয়ডে এগিয়েও ছিলেন 2-1 পয়েন্টে ৷ কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না ৷ দ্বিতীয় পিরিয়ডে সান মারিনোর প্রতিযোগীর কাছে হারলেন 4-2 ব্যবধানে ৷ ফলে শেষ হল পদক জয়ের আশা ৷

আরও পড়ুন : Ravi Kumar Dahiya : সোনা অধরা, ফাইনাল হেরে রুপো জয় দাহিয়ার

এর আগে রেসলিংয়ের 57 কেজি বিভাগে ফাইনালে হেরে যান ভারতীয় প্রতিযোগী রবি দাহিয়া ৷ সোনা জয়ের কাছাকাছি চলে এলেও কাপ আর ঠোঁটের ফারাকটা রয়েই গেল ৷ ছুঁতে পারলেন না অভিনব বিন্দ্রাকে ৷ ফাইনালে রাশিয়ান অলিম্পিকস কমিটির প্রতিযোগী জাভুর ইউগুয়েভের কাছে 7-4 পয়েন্টে হারেন দাহিয়া ৷

Last Updated : Aug 5, 2021, 5:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.