কলকাতা, 9 অগস্ট : সূর্যোদয়ের দেশে অলিম্পিক প্রতিযোগিতায় দেশের নাম উজ্জ্বল করার পর ভারতে ফিরে এলেন ক্রীড়াবিদরা ৷ সোমবার বিকেলে নয়াদিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ভারতীয় দল ৷
এবারের টোকিয়ো অলিম্পিকসে (Tokyo Olympics) ভারত সর্বকালের সেরা পারফর্ম করেছে ৷ মোট সাতটি পদক এসেছে ৷ তার মধ্যে একটি সোনা ৷ যা পেয়েছেন নীরজ চোপড়া (Neeraj Chopra) ৷ 13 বছর পর ভারত অলিম্পিকসে সোনা পেল ৷ আর এই প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে সোনা এল ৷
আরও পড়ুন : Cricket : বিশ্বকাপজয়ী ক্রিকেটার এখন সবজি বিক্রেতা, টোকিয়োর আলোর পাশে অন্ধকারের ছবি
ক্রীড়াবিদদের বিমানবন্দরে স্বাগত জানান স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাইয়ের ডিরেক্টর জেনারেল সন্দীপ প্রধান৷ তাঁর সঙ্গে ছিলেন ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশনের প্রধান আদিল সুমারিওয়ালা৷ পরে সরকারের তরফে ওই খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হবে৷ সেখানে থাকবেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর৷
তাই সোমবার মূল আকর্ষণ ছিল নীরজকে ঘিরে ৷ দিল্লি বিমানবন্দরে তাঁকে ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো ৷ নীরজকে স্বাগত জানাতে দিল্লি বিমানবন্দরে পৌঁছে যান বিজেপি (BJP) সাংসদ তথা কেন্দ্রের শাসক দলের যুব সংগঠনের জাতীয় সভাপতি তেজস্বী সূর্য (Tejasvi Surya) ও ওই সংগঠনের জাতীয় সাধারণ সম্পাদক তথা দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা (Raju Bista) ৷
তাছাড়া অন্য যে পদকজয়ীরা এদিন ফিরলেন, তাঁদের ঘিরেও অনুরাগীদের ভিড় দেখা গিয়েছে ৷ রবি কুমার দাহিয়ার পরিবারের সদস্যরাও এসেছিলেন দিল্লি বিমানবন্দরে ৷ রবিকে স্বাগত জানানোর জন্য তাঁরা বিমানবন্দরের বাইরে বর্ণাঢ্য আয়োজন করেছিলেন ৷
-
🇮🇳 Athletics team is back from #Tokyo2020
— SAIMedia (@Media_SAI) August 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Let's welcome them by sharing our #Cheer4India messages and encourage them for their future competitions. #Olympics #TeamIndia pic.twitter.com/UOubtFBas2
">🇮🇳 Athletics team is back from #Tokyo2020
— SAIMedia (@Media_SAI) August 9, 2021
Let's welcome them by sharing our #Cheer4India messages and encourage them for their future competitions. #Olympics #TeamIndia pic.twitter.com/UOubtFBas2🇮🇳 Athletics team is back from #Tokyo2020
— SAIMedia (@Media_SAI) August 9, 2021
Let's welcome them by sharing our #Cheer4India messages and encourage them for their future competitions. #Olympics #TeamIndia pic.twitter.com/UOubtFBas2
আরও পড়ুন : Hockey : হকিকে জাতীয় খেলা ঘোষণার আবেদন, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা
এবার নীরজের সোনা ছাড়াও রবি কুমার দাহিয়া (Ravi kumar Dahiya) ও মীরাবাঈ চানু (Mirabai Chanu) পেয়েছেন রুপো ৷ এছাড়া লাভলিনা, পিভি সিন্ধু (PV Sindhu), বজরং পুনিয়া ব্রোঞ্জ পেয়েছেন ৷ ব্রোঞ্জ এসেছে পুরুষদের হকিতেও ৷
-
#TokyoOlympics gold medalist javelin thrower Neeraj Chopra arrives at Delhi airport from Japan; welcomed by BJP MP Tejasvi Surya and others
— ANI (@ANI) August 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
(Photo source: Tejasvi Surya's Twitter account) pic.twitter.com/pkyRyYEuGR
">#TokyoOlympics gold medalist javelin thrower Neeraj Chopra arrives at Delhi airport from Japan; welcomed by BJP MP Tejasvi Surya and others
— ANI (@ANI) August 9, 2021
(Photo source: Tejasvi Surya's Twitter account) pic.twitter.com/pkyRyYEuGR#TokyoOlympics gold medalist javelin thrower Neeraj Chopra arrives at Delhi airport from Japan; welcomed by BJP MP Tejasvi Surya and others
— ANI (@ANI) August 9, 2021
(Photo source: Tejasvi Surya's Twitter account) pic.twitter.com/pkyRyYEuGR
তবে মহিলাদের হকি, গলফে অদিতি অশোক-সহ বেশ কয়েকজন একটুর জন্য পদক পাননি ৷ তাই সামগ্রিকভাবে ভারত এবার ভালই পারফর্ম করেছে অলিম্পিকসে ৷ তাই এবার উন্মাদনা অনেক বেশি ৷
আরও পড়ুন : Neeraj Chopra Biopic : এখনও অনেক কাহিনী যোগ হওয়া বাকি, বলছেন নীরজ
বজরং পুনিয়া বলেন, ‘‘আমরা পরেরবার আরও ভাল করার চেষ্টা করব ৷ এবার আমার হাঁটুতে চোট ছিল৷’’ 20 কিমি হাঁটা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কে টি ইরফান বলেন, ‘‘এই প্রথমবার আমরা এই ধরনের অভ্যর্থনা পেলাম৷ মন ছুঁয়ে গেল৷’’ কংগ্রেস নেতা দীপেন্দর সিং হুডাও হাজির হয়েছিলেন বিমানবন্দরে৷ তিনি বলে, ‘‘দেশ ও হরিয়ানার জন্য গর্বের মুহূর্ত৷ নীরজ ও রবি দু’জনেই হরিয়ানার৷’’