ETV Bharat / sports

Tokyo Olympic : প্রি-কোয়ার্টারেই দৌড় শেষ তরুণদীপের - Tokyo Olympic

শেষ ষোলোর লড়াইয়ে তরুণদীপের প্রতিদ্বন্দ্বী ছিলেন ইজরায়েলের ইটায় শানি ৷ মাত্র এক পয়েন্টের জন্য তাঁর কাছে হেরে যান তরুণদীপ ৷ পাঁচ সেটের লড়াইয়ের ম্যাচ টাই হয় ৷ চতুর্থ সেটের শেষেও 5-3 ব্যবধানে এগিয়ে ছিলেন তরুণদীপ ৷ তবে ট্রাইব্রেকারে হেরে যান তরুণদীপ ৷

তরুণদীপ রাই
তরুণদীপ রাই
author img

By

Published : Jul 28, 2021, 9:45 AM IST

Updated : Jul 28, 2021, 10:52 AM IST

টোকিয়ো, 28 জুলাই : শেষ ষোলোর ম্যাচে হেরে টোকিয়ো অলিম্পিকস থেকে ছিটকে গেলেন ভারতীয় তিরন্দাজ তরুণদীপ রাই ৷ ইজরায়েলি প্রতিযোগীর কাছে হারলেন 6-5 পয়েন্টের ব্যবধানে ৷

শেষ ষোলোর লড়াইয়ে তরুণদীপের প্রতিদ্বন্দ্বী ছিলেন ইজরায়েলের ইটায় শানি ৷ মাত্র এক পয়েন্টের জন্য তাঁর কাছে হেরে যান তরুণদীপ ৷ পাঁচ সেটের লড়াইয়ের ম্যাচ টাই হয় ৷ চতুর্থ সেটের শেষেও 5-3 ব্যবধানে এগিয়ে ছিলেন তরুণদীপ ৷ তবে ট্রাইব্রেকারে হেরে যান তরুণদীপ ৷

আজ দিনের শুরুটা দারুন করেছিলেন তরুণদীপ ৷ আজ ভারতের হয়ে প্রথম জয় তুল নেন তিনি ৷ পৌঁছে যান শেষ ষোলোর লড়াইয়ে ৷ সেখান থেকে প্রি-কোয়ার্টারে লড়াই করেও হারতে হল এই তিরন্দাজকে ৷ তিরন্দাজিতে ভারতের এখন ভরসা প্রবীন যাদব ও দীপিকা কুমারী ৷

আরও পড়ুন : Tokyo Olympics : টোকিয়ো অলিম্পিকসের প্রি-কোয়ার্টারে সিন্ধু

আজ গ্রুপের শেষ ম্যাচে জয় তুলে নেন পি ভি সিন্ধু ৷ দাপটের সঙ্গে এই জয়ের পর প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় শাটলার ৷

টোকিয়ো, 28 জুলাই : শেষ ষোলোর ম্যাচে হেরে টোকিয়ো অলিম্পিকস থেকে ছিটকে গেলেন ভারতীয় তিরন্দাজ তরুণদীপ রাই ৷ ইজরায়েলি প্রতিযোগীর কাছে হারলেন 6-5 পয়েন্টের ব্যবধানে ৷

শেষ ষোলোর লড়াইয়ে তরুণদীপের প্রতিদ্বন্দ্বী ছিলেন ইজরায়েলের ইটায় শানি ৷ মাত্র এক পয়েন্টের জন্য তাঁর কাছে হেরে যান তরুণদীপ ৷ পাঁচ সেটের লড়াইয়ের ম্যাচ টাই হয় ৷ চতুর্থ সেটের শেষেও 5-3 ব্যবধানে এগিয়ে ছিলেন তরুণদীপ ৷ তবে ট্রাইব্রেকারে হেরে যান তরুণদীপ ৷

আজ দিনের শুরুটা দারুন করেছিলেন তরুণদীপ ৷ আজ ভারতের হয়ে প্রথম জয় তুল নেন তিনি ৷ পৌঁছে যান শেষ ষোলোর লড়াইয়ে ৷ সেখান থেকে প্রি-কোয়ার্টারে লড়াই করেও হারতে হল এই তিরন্দাজকে ৷ তিরন্দাজিতে ভারতের এখন ভরসা প্রবীন যাদব ও দীপিকা কুমারী ৷

আরও পড়ুন : Tokyo Olympics : টোকিয়ো অলিম্পিকসের প্রি-কোয়ার্টারে সিন্ধু

আজ গ্রুপের শেষ ম্যাচে জয় তুলে নেন পি ভি সিন্ধু ৷ দাপটের সঙ্গে এই জয়ের পর প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় শাটলার ৷

Last Updated : Jul 28, 2021, 10:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.