টোকিয়ো, 23 জুলাই : তিরন্দাজির মিশ্র ইভেন্টে স্বামী অতনু দাস নন, প্রবীণ যাদবের সঙ্গে জুটি বেঁধে খেলবেন দীপিকা কুমারী ৷ সাম্প্রতিক ফর্ম দেখে ভারতীয় তিরন্দাজি দল এই সিদ্ধান্ত নিয়েছে ৷ শুক্রবারের যোগ্যতা অর্জন রাউন্ডের পারফরম্যান্স দেখে অভিষেককারী প্রবীণ যাদবকে দীপিকার পার্টনার ঠিক করে দলের থিঙ্ক ট্যাঙ্ক ৷
এইবারই তিরন্দাজির মিশ্র ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে অলিম্পিকসে ৷ এখনও পর্যন্ত অলিম্পিকসের তিরন্দাজিতে ভারতের পদকের ঝুলি শূন্য ৷
অলিম্পিকসের বাছাইপর্বে ব্যক্তিগত বিভাগের র্যাঙ্কিং রাউন্ডে নবম স্থানে শেষ করেন দীপিকা কুমারী ৷ বিশ্বের এক নম্বর মহিলা তিরন্দাজ ভারতীয়দের স্বস্তি দিলেও হতাশাজনক পারফরম্যান্স পুরুষ তিরন্দাজদের ৷ বাছাইপর্বে ছেলেদের র্যাঙ্কিং রাউন্ডের প্রথম তিরিশে রইলেন না কোনও ভারতীয় ৷ বাছাইপর্বে ভারতীয়রা সর্বোচ্চ 31তম স্থান পেয়েছে ৷ বঙ্গ সন্তান অতনু দাসের পারফরম্যান্স আরও হতাশাজনক ৷ তিনি 35তম স্থানে শেষ করেন ৷
ভারতের কাছে সুযোগ ছিল মিশ্র ইভেন্টে দীপিকা ও অতনুকে পাঠানোর ৷ সম্প্রতি প্যারিস বিশ্বকাপে সোনা জেতেন এই জুটি ৷ কিন্তু ভারতীয় ফেডারেশন নিশ্চিত করেন দীপিকার সঙ্গে অতনু নন, মিশ্র ইভেন্টে যাবেন প্রবীণ যাদব ৷ সংবাদ সংস্থা পিটিআইকে তিরন্দাজি অ্যাসোসিয়েশনের এক আধিকারিক বীরেন্দ্র সচদেভা বলেন, ‘‘এটা স্বাভাবিক বিষয় ৷ আমরা বর্তমান ফর্মের উপর ভিত্তি করে যাদবকে বেছেছি ৷ এর মধ্যে কোনও রকেট সায়েন্স নেই ৷’’
গতবছরই বিবাহ বন্ধনে আবদ্ধ হন অতনু দাস ও দীপিকা কুমারী ৷ তাঁরাই প্রথম ভারতীয় দম্পতি, যাঁরা অলিম্পিকসের একই খেলায় একসঙ্গে অংশগ্রহণ করছেন ৷