ETV Bharat / sports

Tokyo Olympic : টোকিয়ো অলিম্পিকসের শেষ আটে দীপিকা - টোকিয়ো অলিম্পিকসের শেষ আটে দীপিকা

মোট পাঁচ সেটের লড়াইয়ে দীপিকা স্কোর করেন 133 ৷ তাঁর রাশিয়ান অলিম্পিকস কমিটির প্রতিদ্বন্দ্বী পাঁচ সেটে স্কোর করেন 133 ৷ ফলে পাঁচ সেটের লড়াই টাই হয় ৷ এরপর শ্যুট অফ পয়েন্টে প্রতিপক্ষকে হারান দীপিকা ৷

অলিম্পিকসের শেষ আটে দীপিকা
অলিম্পিকসের শেষ আটে দীপিকা
author img

By

Published : Jul 30, 2021, 6:29 AM IST

Updated : Jul 30, 2021, 6:53 AM IST

টোকিয়ো, 30 জুলাই : টোকিয়ো অলিম্পিকসে আশা জাগাচ্ছেন দীপিকা কুমারী ৷ তিরন্দাজির কোয়ার্টার ফাইনালে পৌঁছালেন ভারতীয় তিরন্দাজ ৷ হারালেন রাশিয়া অলিম্পিকস কমিটির পিরোভা কেসেনিয়াকে ৷ খেলার ফলাফল 6-5 ৷

মোট পাঁচ সেটের লড়াইয়ে দীপিকা স্কোর করেন 133 ৷ তাঁর রাশিয়ান অলিম্পিকস কমিটির প্রতিদ্বন্দ্বী পাঁচ সেটে স্কোর করেন 133 ৷ ফলে পাঁচ সেটের লড়াই টাই হয় ৷ এরপর শ্যুট অফ পয়েন্টে প্রতিপক্ষকে হারান দীপিকা ৷ শ্যুট অফ পয়েন্টে পারফেক্ট 10 স্কোর করেন ভারতীয় তিরন্দাজ ৷ অন্যদিকে পিরোভা স্কোর করেন 7 ৷

আরও পড়ুন : Shibaji Banerjee : মরণোত্তর মোহনবাগান রত্নে সম্মানিত করা হল শিবাজি বন্দ্যোপাধ্যায়কে

এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে উঠলেন দীপিকা ৷ আজই কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে নামবেন বিশ্বের এক নম্বর তিরন্দাজ ৷ ভারতের আরেক তিরন্দাজ ও দীপিকা কুমারীর স্বামী অতনু দাস পৌঁছেছেন প্রি-কোয়ার্টার ফাইনালে ৷

টোকিয়ো, 30 জুলাই : টোকিয়ো অলিম্পিকসে আশা জাগাচ্ছেন দীপিকা কুমারী ৷ তিরন্দাজির কোয়ার্টার ফাইনালে পৌঁছালেন ভারতীয় তিরন্দাজ ৷ হারালেন রাশিয়া অলিম্পিকস কমিটির পিরোভা কেসেনিয়াকে ৷ খেলার ফলাফল 6-5 ৷

মোট পাঁচ সেটের লড়াইয়ে দীপিকা স্কোর করেন 133 ৷ তাঁর রাশিয়ান অলিম্পিকস কমিটির প্রতিদ্বন্দ্বী পাঁচ সেটে স্কোর করেন 133 ৷ ফলে পাঁচ সেটের লড়াই টাই হয় ৷ এরপর শ্যুট অফ পয়েন্টে প্রতিপক্ষকে হারান দীপিকা ৷ শ্যুট অফ পয়েন্টে পারফেক্ট 10 স্কোর করেন ভারতীয় তিরন্দাজ ৷ অন্যদিকে পিরোভা স্কোর করেন 7 ৷

আরও পড়ুন : Shibaji Banerjee : মরণোত্তর মোহনবাগান রত্নে সম্মানিত করা হল শিবাজি বন্দ্যোপাধ্যায়কে

এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে উঠলেন দীপিকা ৷ আজই কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে নামবেন বিশ্বের এক নম্বর তিরন্দাজ ৷ ভারতের আরেক তিরন্দাজ ও দীপিকা কুমারীর স্বামী অতনু দাস পৌঁছেছেন প্রি-কোয়ার্টার ফাইনালে ৷

Last Updated : Jul 30, 2021, 6:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.