ETV Bharat / sports

Tokyo Olympics : ফুটবলে সোনা ব্রাজিলের, আর্জেন্টিনাকে ছুঁয়ে ফেলল নেইমারের দেশ - ফুটবলে সোনা ব্রাজিলের

পর পর দু'বার অলিম্পিকস ফুটবলে সোনা জিতে আর্জেন্টিনাকে ছুঁয়ে ফেলল ব্রাজিল ৷

s
s
author img

By

Published : Aug 7, 2021, 7:59 PM IST

Updated : Aug 7, 2021, 9:56 PM IST

টোকিয়ো, 7 অগস্ট : বিশ্বকাপ ফুটবলে সাফল্য পেলেও অলিম্পিকস ফুটবলে সাফল্য আসছিল না দীর্ঘদিন ৷ অবশেষে সেই খরা কাটল ৷ পর পর দু'বার অলিম্পিকস ফুটবলে সোনা জিতে আর্জেন্টিনাকে ছুঁয়ে ফেলল ব্রাজিল ৷

2004 এবং 2008 সালে পরপর দু’বার অলিম্পিকসে সোনা জিতেছিল মেসির দেশ আর্জেন্টিনা। এ বার ব্রাজিলও চলে এল সেই তালিকায় । এর আগে 2016 সালে নিজেদেরে দেশে অলিম্পিকসের আসরে সোনা জিতেছিল নেইমারের ব্রাজিল ৷ হ্যাঁ, সেই দলে নেমার ছিলেন ৷ বর্তমান দলে অবশ্য তিনি ছিলেন না ৷ তবু, তরুণ ফুটবলারদের নিয়ে গড়া সেই দলই 2-1 ব্যবধানে হারল স্পেনকে ৷

আরও পড়ুন: Neeraj Chopra : সোনার ছেলে নীরজের সাফল্যে উচ্ছ্বসিত কোবিন্দ-মোদি-মমতা

প্রথমার্ধে গোল করে এগিয়ে যায় ব্রাজিল ৷ গোল করেন ম্যাথিয়াস কুনহা । যদিও দ্রুত স্পেনের মিকেল ওইয়ারজাবাল সেই গোল শোধ করে দেন ৷ এর পর হাড্ডাহাড্ডি লড়াই চললেও নির্ধারিত সময়ে গোল হয়নি ৷ শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ব্রাজিলের হয়ে গোল করেন ম্যালকম ৷ তাতেই পর পর দু'বার অলিম্পিকস ফুটবলে সোনা জিতল সেলেকাওরা ৷ ছুঁয়ে ফেলল চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৷

টোকিয়ো, 7 অগস্ট : বিশ্বকাপ ফুটবলে সাফল্য পেলেও অলিম্পিকস ফুটবলে সাফল্য আসছিল না দীর্ঘদিন ৷ অবশেষে সেই খরা কাটল ৷ পর পর দু'বার অলিম্পিকস ফুটবলে সোনা জিতে আর্জেন্টিনাকে ছুঁয়ে ফেলল ব্রাজিল ৷

2004 এবং 2008 সালে পরপর দু’বার অলিম্পিকসে সোনা জিতেছিল মেসির দেশ আর্জেন্টিনা। এ বার ব্রাজিলও চলে এল সেই তালিকায় । এর আগে 2016 সালে নিজেদেরে দেশে অলিম্পিকসের আসরে সোনা জিতেছিল নেইমারের ব্রাজিল ৷ হ্যাঁ, সেই দলে নেমার ছিলেন ৷ বর্তমান দলে অবশ্য তিনি ছিলেন না ৷ তবু, তরুণ ফুটবলারদের নিয়ে গড়া সেই দলই 2-1 ব্যবধানে হারল স্পেনকে ৷

আরও পড়ুন: Neeraj Chopra : সোনার ছেলে নীরজের সাফল্যে উচ্ছ্বসিত কোবিন্দ-মোদি-মমতা

প্রথমার্ধে গোল করে এগিয়ে যায় ব্রাজিল ৷ গোল করেন ম্যাথিয়াস কুনহা । যদিও দ্রুত স্পেনের মিকেল ওইয়ারজাবাল সেই গোল শোধ করে দেন ৷ এর পর হাড্ডাহাড্ডি লড়াই চললেও নির্ধারিত সময়ে গোল হয়নি ৷ শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ব্রাজিলের হয়ে গোল করেন ম্যালকম ৷ তাতেই পর পর দু'বার অলিম্পিকস ফুটবলে সোনা জিতল সেলেকাওরা ৷ ছুঁয়ে ফেলল চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৷

Last Updated : Aug 7, 2021, 9:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.