ETV Bharat / sports

Neeraj Chopra Biopic : এখনও অনেক কাহিনী যোগ হওয়া বাকি, বলছেন নীরজ

নীরজ চোপড়াকে অনেকটা বলিউড অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রার মতো দেখতে ৷ তাঁর জীবন নিয়ে বায়োপিক তৈরির ইচ্ছেপ্রকাশ করে টোকিয়ো অলিম্পিকসের সোনাজয়ীর ঘরের দরজায় লাইন দেওয়ার জন্য তৈরি পরিচালকরা ৷

author img

By

Published : Aug 9, 2021, 10:34 AM IST

neeraj
neeraj

টোকিয়ো, 9 অগস্ট : ভারতীয় সেনার নায়েব সুবেদার, সুপুরুষ, কৃষক পরিবারের সন্তান ও সর্বোপরী অলিম্পিকসের মঞ্চে সোনা জিতে ইতিহাস তৈরি করা ৷ 130 কোটির নয়নের মণি হয়ে ওঠা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার জীবনটাই যেন সিনেমার চিত্রনাট্য ৷ শূন্য থেকে শিখরে ওঠা নীরজের জীবন এখন সকলের অনুপ্রেরণা ৷ বলা বাহুল্য, এমন চিত্রনাট্যের জন্য হা পিত্যেশ করে বসে থাকেন সিনেমার পরিচালকরা ৷ স্বাভাবিকভাবেই সোনার ছেলে নীরজের বায়োপিক নিয়ে এখন থেকেই গুঞ্জন শুরু হয়েছে ৷

বায়োপিকের গুঞ্জনটা উসকে দিয়েছেন পরিচালক ও চিত্রনাট্য লেখক মিলাপ জাভেরি ৷ টোকিয়ো অলিম্পিকসে সোনা জয়ের জন্য নীরজকে শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন সত্যমেব জয়তের পরিচালক ৷ তারই সঙ্গে লেখেন, নীরজকে অনেকটা বলিউড অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রার মতো দেখতে ৷ তাহলে এবার বায়োপিক হতেই পারে ৷ পরিচালকের ইচ্ছেতে সায় দিয়ে কমেন্ট বক্সও ভরে যায় নানা মন্তব্যে ৷ লম্বা চুলের জাতীয় ক্রাশ নীরজের বায়োপিকের জন্য মুখিয়ে অনুরাগীরা ৷

সোনার ছেলে নীরজও কি নিজেকে রূপোলি পর্দায় দেখতে চান ? টোকিয়ো থেকে সাংবাদিক বৈঠকে নীরজকে প্রশ্নটা করেই ফেলেছিল সংবাদমাধ্যম ৷ তাতে সোনাজয়ীর উত্তর, "বায়োপিকের বিষয়ে জানি না ৷ এখন নিজের খেলায় মন দিতে চাই ৷ খেলাধুলো ছেড়ে দেওয়ার পর বায়োপিক হলে সেটাই বরং ভালো হবে ৷" তিনি আরও বলেন, "কেরিয়ারের শেষে বায়োপিক হলে আরও অনেক কাহিনী যোগ হবে ৷ একজন অ্যাথলিট যতদিন খেলাধুলোর সঙ্গে যুক্ত থাকেন ততদিন বায়োপিক না হওয়াই ভাল ৷ খেলোয়াড়ি জীবন শেষে এটা নিয়ে ভাবতে পারি ৷"

আরও পড়ুন : Neeraj Chopra: অলিম্পিকসের চাপ অনুভব করেননি, জানিয়ে দিলেন সোনার ছেলে

বয়স মাত্র 23 বছর ৷ এই বয়সেই অলিম্পিকসে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জিতে ইতিহাস তৈরি করেছেন ৷ হরিয়ানার ছেলে নীরজের সামনে এখনও অনেক সুযোগ ৷ টোকিয়োর সাফল্যের পর 2024 প্যারিস অলিম্পিকসেও চোখ থাকবে তাঁর ৷ এছাড়া এশিয়ান গেমস সহ আরও অনেক প্রতিযোগিতা রয়েছে ৷ নীরজের জীবনের আরও অনেক কাহিনী যোগ হওয়া বাকি ৷

টোকিয়ো, 9 অগস্ট : ভারতীয় সেনার নায়েব সুবেদার, সুপুরুষ, কৃষক পরিবারের সন্তান ও সর্বোপরী অলিম্পিকসের মঞ্চে সোনা জিতে ইতিহাস তৈরি করা ৷ 130 কোটির নয়নের মণি হয়ে ওঠা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার জীবনটাই যেন সিনেমার চিত্রনাট্য ৷ শূন্য থেকে শিখরে ওঠা নীরজের জীবন এখন সকলের অনুপ্রেরণা ৷ বলা বাহুল্য, এমন চিত্রনাট্যের জন্য হা পিত্যেশ করে বসে থাকেন সিনেমার পরিচালকরা ৷ স্বাভাবিকভাবেই সোনার ছেলে নীরজের বায়োপিক নিয়ে এখন থেকেই গুঞ্জন শুরু হয়েছে ৷

বায়োপিকের গুঞ্জনটা উসকে দিয়েছেন পরিচালক ও চিত্রনাট্য লেখক মিলাপ জাভেরি ৷ টোকিয়ো অলিম্পিকসে সোনা জয়ের জন্য নীরজকে শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন সত্যমেব জয়তের পরিচালক ৷ তারই সঙ্গে লেখেন, নীরজকে অনেকটা বলিউড অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রার মতো দেখতে ৷ তাহলে এবার বায়োপিক হতেই পারে ৷ পরিচালকের ইচ্ছেতে সায় দিয়ে কমেন্ট বক্সও ভরে যায় নানা মন্তব্যে ৷ লম্বা চুলের জাতীয় ক্রাশ নীরজের বায়োপিকের জন্য মুখিয়ে অনুরাগীরা ৷

সোনার ছেলে নীরজও কি নিজেকে রূপোলি পর্দায় দেখতে চান ? টোকিয়ো থেকে সাংবাদিক বৈঠকে নীরজকে প্রশ্নটা করেই ফেলেছিল সংবাদমাধ্যম ৷ তাতে সোনাজয়ীর উত্তর, "বায়োপিকের বিষয়ে জানি না ৷ এখন নিজের খেলায় মন দিতে চাই ৷ খেলাধুলো ছেড়ে দেওয়ার পর বায়োপিক হলে সেটাই বরং ভালো হবে ৷" তিনি আরও বলেন, "কেরিয়ারের শেষে বায়োপিক হলে আরও অনেক কাহিনী যোগ হবে ৷ একজন অ্যাথলিট যতদিন খেলাধুলোর সঙ্গে যুক্ত থাকেন ততদিন বায়োপিক না হওয়াই ভাল ৷ খেলোয়াড়ি জীবন শেষে এটা নিয়ে ভাবতে পারি ৷"

আরও পড়ুন : Neeraj Chopra: অলিম্পিকসের চাপ অনুভব করেননি, জানিয়ে দিলেন সোনার ছেলে

বয়স মাত্র 23 বছর ৷ এই বয়সেই অলিম্পিকসে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জিতে ইতিহাস তৈরি করেছেন ৷ হরিয়ানার ছেলে নীরজের সামনে এখনও অনেক সুযোগ ৷ টোকিয়োর সাফল্যের পর 2024 প্যারিস অলিম্পিকসেও চোখ থাকবে তাঁর ৷ এছাড়া এশিয়ান গেমস সহ আরও অনেক প্রতিযোগিতা রয়েছে ৷ নীরজের জীবনের আরও অনেক কাহিনী যোগ হওয়া বাকি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.