ETV Bharat / sports

Tokyo Olympics : লভলিনার জন্য প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা মুখ্যমন্ত্রীর, ম্যাচ চলাকালীন বন্ধ থাকবে বিধানসভা

টোকিয়ো অলিম্পিকসে এখনও পর্যন্ত সবথকে গুরুত্বপূর্ণ ম্যাচে বক্সিং রিংয়ে নামতে চলেছেন লভলিনা ৷ আজ জিতলেন সোনা বা রুপো নিশ্চিত ৷ তবে রুপো জয় নয়, লভলিনার নজরে শুধুই সোনা ৷ আর তিনি যদি তা করতে পারেন, তাহলে ইতিহাসের পাতায় নাম লেখাবেন অসমের এই মেয়ে ৷

লভলিনার জন্য প্রদীপ জ্বালিয়ে পার্থনা মুখ্যমন্ত্রীর
লভলিনার জন্য প্রদীপ জ্বালিয়ে পার্থনা মুখ্যমন্ত্রীর
author img

By

Published : Aug 4, 2021, 7:42 AM IST

Updated : Aug 4, 2021, 7:49 AM IST

গুয়াহাটি, 4 অগস্ট : আগেই পদক জয় নিশ্চিত করেছে ঘরের মেয়ে লভলিনা বর্গোহায়িন ৷ এবার যুদ্ধ আরও বড় ৷ সোনা জয়ের দৌড়ে টিকে থাকতে হলে জিততেই হবে আজকের সেমিফাইনাল ম্যাচ ৷ তাই তৈরি হচ্ছেন লভলিনা ৷ অন্যদিকে তাঁকে উৎসাহ দিতে প্রার্থনা করছেন অসম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ৷

টোকিয়ো অলিম্পিকসে এখনও পর্যন্ত সবথকে গুরুত্বপূর্ণ ম্যাচে বক্সিং রিংয়ে নামতে চলেছেন লভলিনা ৷ আজ জিতলেন সোনা বা রুপো নিশ্চিত ৷ তবে রুপো জয় নয়, লভলিনার নজরে শুধুই সোনা ৷ আর তিনি যদি তা করতে পারেন, তাহলে ইতিহাসের পাতায় নাম লেখাবেন অসমের এই মেয়ে ৷

এদিকে তাঁর জন্য প্রার্থনা করছে অসম সহ গোটা দেশ ৷ প্রার্থনা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ৷ মঙ্গলবার সন্ধ্যায় গুয়াহাটির নেহরু স্টেডিয়ামে মাটির প্রদীপ জ্বালিয়ে লভলিনার জন্য প্রার্থনা করলেন মুখ্যমন্ত্রী ৷ আজ সেমিফাইনালে তুরস্কের প্রতিপক্ষ বুসেনাজ সুরমিনিলির বিরুদ্ধে নামবেন লভলিনা ৷

আরও পড়ুন : Tokyo Olympics : জ্যাভলিন থ্রোর ফাইনালে নীরজ

অন্যদিকে আজ লভলিনা রিংয়ে নামবেন ভারতীয় সময় 11টার সময় ৷ তাই ওই সময় 20 মিনিট অসম বিধানসভার সমস্ত কাজ বন্ধ থকবে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী পীযূষ হাজারিকা ৷ একইসঙ্গে তিনি জানান, রাজ্যের সমস্ত বিধায়ক বিধানসভায় বসেই লভলিনার খেলা দেখবেন ৷

গুয়াহাটি, 4 অগস্ট : আগেই পদক জয় নিশ্চিত করেছে ঘরের মেয়ে লভলিনা বর্গোহায়িন ৷ এবার যুদ্ধ আরও বড় ৷ সোনা জয়ের দৌড়ে টিকে থাকতে হলে জিততেই হবে আজকের সেমিফাইনাল ম্যাচ ৷ তাই তৈরি হচ্ছেন লভলিনা ৷ অন্যদিকে তাঁকে উৎসাহ দিতে প্রার্থনা করছেন অসম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ৷

টোকিয়ো অলিম্পিকসে এখনও পর্যন্ত সবথকে গুরুত্বপূর্ণ ম্যাচে বক্সিং রিংয়ে নামতে চলেছেন লভলিনা ৷ আজ জিতলেন সোনা বা রুপো নিশ্চিত ৷ তবে রুপো জয় নয়, লভলিনার নজরে শুধুই সোনা ৷ আর তিনি যদি তা করতে পারেন, তাহলে ইতিহাসের পাতায় নাম লেখাবেন অসমের এই মেয়ে ৷

এদিকে তাঁর জন্য প্রার্থনা করছে অসম সহ গোটা দেশ ৷ প্রার্থনা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ৷ মঙ্গলবার সন্ধ্যায় গুয়াহাটির নেহরু স্টেডিয়ামে মাটির প্রদীপ জ্বালিয়ে লভলিনার জন্য প্রার্থনা করলেন মুখ্যমন্ত্রী ৷ আজ সেমিফাইনালে তুরস্কের প্রতিপক্ষ বুসেনাজ সুরমিনিলির বিরুদ্ধে নামবেন লভলিনা ৷

আরও পড়ুন : Tokyo Olympics : জ্যাভলিন থ্রোর ফাইনালে নীরজ

অন্যদিকে আজ লভলিনা রিংয়ে নামবেন ভারতীয় সময় 11টার সময় ৷ তাই ওই সময় 20 মিনিট অসম বিধানসভার সমস্ত কাজ বন্ধ থকবে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী পীযূষ হাজারিকা ৷ একইসঙ্গে তিনি জানান, রাজ্যের সমস্ত বিধায়ক বিধানসভায় বসেই লভলিনার খেলা দেখবেন ৷

Last Updated : Aug 4, 2021, 7:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.