ETV Bharat / sports

Wimbledon : ভারতীয় জুটিদের লড়াই, শেষ হাসি হাসলেন সানিয়া-বোপান্না - অঙ্কিতাদের হারিয়ে দিল সানিয়া-বোপান্না জুটি

এবারের উইম্বলডনের সূচনাটা ভাল হয়েছে সানিয়ার ৷ মহিলাদের ডাবলসের প্রথম রাউন্ডে জয়ের পর মিক্সড ডাবলসের প্রথম রাউন্ডেও জিতলেন তিনি ৷

wimbledon
wimbledon
author img

By

Published : Jul 3, 2021, 9:51 AM IST

লন্ডন, 3 জুলাই : উইম্বলডনের মিক্সড ডাবলসের প্রথম রাউন্ডের ম্যাচটা ছিল ঐতিহাসিক ৷ ম্যাচে একে অপরের বিপক্ষে লড়াই করা চারজনই ছিলেন ভারতীয় টেনিসের পরিচিত মুখ ৷ একদিকে সানিয়া মির্জা ও রোহন বোপান্না এবং অন্যদিকে অঙ্কিতা রায়না ও রামকুমার রামনাথন ৷ অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের সবুজ কোর্টে শেষ হাসি হাসল সানিয়া-বোপান্না জুটি ৷ গ্র্যান্ড স্ল্যামের মিশ্র বিভাগের প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন অঙ্কিতা, রামনাথনরা ৷

এবারের উইম্বলডনের সূচনাটা ভাল হয়েছে সানিয়ার ৷ মহিলাদের ডাবলসে মার্কিন টেনিস তারকা বেথানি ম্যাটেক স্যান্ডের সঙ্গে জুটি বেঁধেছেন সানিয়া ৷ মহিলাদের ডাবলসের প্রথম রাউন্ডে ইন্দো-মার্কিন জুটি 7-5, 6-3 ব্যবধানে হারিয়েছে মার্কিন-চিলি জুটি অ্যালেক্সা গুয়ারাচ্চি এবং ডেসিরে ক্রেজিক জুটিকে ৷ মিক্সড ডাবলসের সূচনাটাও দারুণ করলেন ভারতীয় টেনিস তারকা ৷ বোপান্নার সঙ্গে জুটি বেঁধে মিশ্র বিভাগের দ্বিতীয় রাউন্ডে উঠে গেলেন সানিয়া ৷

শুক্রবার অঙ্কিতা-রামনাথন জুটিকে স্ট্রেট সেটে 6-2, 7-6 হারায় সানিয়া-বোপান্না জুটি ৷ প্রথম সেটে সানিয়াদের সামনে দাঁড়াতেই পারেননি অঙ্কিতারা ৷ দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন ৷ কিন্তু 7-6 ব্যবধানে সেট এবং ম্যাচ দুটোই জিতে নেয় সানিয়ারা ৷ উইলম্বলডনের এই অল ইন্ডিয়ান কনটেস্ট চলে 1 ঘণ্টা 9 মিনিট ধরে ৷

আরও পড়ুন : কোভিশিল্ড-স্রষ্টা গিলবার্টের উপস্থিতিতে উইম্বলডনের সারা কোর্ট করতালিতে মুখরিত

আজ মিক্সড ডাবলসে তৃতীয় রাউন্ডে ওঠার লক্ষ্য নামবে সানিয়া-বোপান্না জুটি ৷ প্রতিপক্ষ ইংরেজ জুটি এইডেন ম্যাকহিউ এবং এমিলি ওয়েবলি স্মিথ ৷ ভারতীয় সময় রাত 8:05 মিনিটে রয়েছে এই ম্যাচ ৷ তার আগে অবশ্য মহিলাদের ডাবলসে নামবেন সানিয়া ৷ মার্কিন টেনিস তারকা বেথানি ম্যাটেক স্যান্ড এবং সানিয়া জুটির প্রতিপক্ষ রাশিয়ান জুটি এলিনা ভেসনিনা এবং ভেরোনিকা কুদেরমেতোভা ৷ বিকেল 4টে 45 মিনিটে মহিলাদের ডাবলসের তৃতীয় রাউন্ডে ওঠার ম্যাচে লড়াই শুরু হবে সানিয়া-স্যান্ড জুটির ৷

লন্ডন, 3 জুলাই : উইম্বলডনের মিক্সড ডাবলসের প্রথম রাউন্ডের ম্যাচটা ছিল ঐতিহাসিক ৷ ম্যাচে একে অপরের বিপক্ষে লড়াই করা চারজনই ছিলেন ভারতীয় টেনিসের পরিচিত মুখ ৷ একদিকে সানিয়া মির্জা ও রোহন বোপান্না এবং অন্যদিকে অঙ্কিতা রায়না ও রামকুমার রামনাথন ৷ অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের সবুজ কোর্টে শেষ হাসি হাসল সানিয়া-বোপান্না জুটি ৷ গ্র্যান্ড স্ল্যামের মিশ্র বিভাগের প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন অঙ্কিতা, রামনাথনরা ৷

এবারের উইম্বলডনের সূচনাটা ভাল হয়েছে সানিয়ার ৷ মহিলাদের ডাবলসে মার্কিন টেনিস তারকা বেথানি ম্যাটেক স্যান্ডের সঙ্গে জুটি বেঁধেছেন সানিয়া ৷ মহিলাদের ডাবলসের প্রথম রাউন্ডে ইন্দো-মার্কিন জুটি 7-5, 6-3 ব্যবধানে হারিয়েছে মার্কিন-চিলি জুটি অ্যালেক্সা গুয়ারাচ্চি এবং ডেসিরে ক্রেজিক জুটিকে ৷ মিক্সড ডাবলসের সূচনাটাও দারুণ করলেন ভারতীয় টেনিস তারকা ৷ বোপান্নার সঙ্গে জুটি বেঁধে মিশ্র বিভাগের দ্বিতীয় রাউন্ডে উঠে গেলেন সানিয়া ৷

শুক্রবার অঙ্কিতা-রামনাথন জুটিকে স্ট্রেট সেটে 6-2, 7-6 হারায় সানিয়া-বোপান্না জুটি ৷ প্রথম সেটে সানিয়াদের সামনে দাঁড়াতেই পারেননি অঙ্কিতারা ৷ দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন ৷ কিন্তু 7-6 ব্যবধানে সেট এবং ম্যাচ দুটোই জিতে নেয় সানিয়ারা ৷ উইলম্বলডনের এই অল ইন্ডিয়ান কনটেস্ট চলে 1 ঘণ্টা 9 মিনিট ধরে ৷

আরও পড়ুন : কোভিশিল্ড-স্রষ্টা গিলবার্টের উপস্থিতিতে উইম্বলডনের সারা কোর্ট করতালিতে মুখরিত

আজ মিক্সড ডাবলসে তৃতীয় রাউন্ডে ওঠার লক্ষ্য নামবে সানিয়া-বোপান্না জুটি ৷ প্রতিপক্ষ ইংরেজ জুটি এইডেন ম্যাকহিউ এবং এমিলি ওয়েবলি স্মিথ ৷ ভারতীয় সময় রাত 8:05 মিনিটে রয়েছে এই ম্যাচ ৷ তার আগে অবশ্য মহিলাদের ডাবলসে নামবেন সানিয়া ৷ মার্কিন টেনিস তারকা বেথানি ম্যাটেক স্যান্ড এবং সানিয়া জুটির প্রতিপক্ষ রাশিয়ান জুটি এলিনা ভেসনিনা এবং ভেরোনিকা কুদেরমেতোভা ৷ বিকেল 4টে 45 মিনিটে মহিলাদের ডাবলসের তৃতীয় রাউন্ডে ওঠার ম্যাচে লড়াই শুরু হবে সানিয়া-স্যান্ড জুটির ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.